8th Pay Commission Salary Increase : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর! নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
8th Pay Commission Salary Increase

8th Pay Commission Salary Increase : কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ২০২৬এর বাজেটের আগে সরকারী কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন পেশ করতে চলেছে। যেটা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য খুবই একটা স্বস্তিকর ঘটনা।আপনারা জানেন যে, বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সংগঠনের মধ্যে আলোচনা করে ভারত সরকারকে অষ্টম বেতন কমিশন আনার জন্য অনুরোধ করেছে।

তাদের তরফ থেকে বলা হয়েছে সরকার অষ্টম বেতন কমিশনের বিষয়ে যেন কিছু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় এবং শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করুক সরকার। .আপনারা যদি অষ্টম বেতন (8th Pay Commission Salary Increase) সম্পর্কে বিভিন্ন সোসাল মিডিয়ায় অনুসন্ধান করে থাকেন তাহলে আমরা বলব আমাদের প্রতিবেদনটা দেখুন এখানে বিস্তারিতভাবে অষ্টম বেতন কমিশন গঠিত হবার সমস্ত প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত বলব।

আপনারা আমার প্রতেবেদনটি মনোযোগ সহকারে পড়ুন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন।

8th Pay Commission Salary Increase

কেন্দ্রীয় সরকার ২০২৬ এর ভোটের আগে তাদের কর্মচারীদের জন্য সুখবর দিতে চলেছে। মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে পুরোপুরি অনুমোদন দিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়িই অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে বলে জানা যাচ্ছে এবং এর গঠন প্রক্রিয়াও খুব শ্রীঘ্রই শুরু হয়ে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission Salary Increase) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যখন দেশে দ্রব্যমূল্য আকাশছোঁয়া সেখানে কর্মচারী এবং পেনশনভোগীদের ভাতা 53 শতাংশ বেড়েছে। এই সময় অষ্টম বেতন কমিশন গঠন কর্মচারী এবং পেনশনভোগীদের একটা খুশির আশা বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

Read More : 5 লক্ষ টাকার আয়ুষ্মান কার্ডের জন্য অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে! আবেদন করুন।

অষ্টম বেতন কমিশনের প্রস্তাব

এখনও পর্যন্ত সংসদে অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে প্রশ্ন উঠলে সরকারের তরফ থেকে সেই নিয়ে কোন আশার কথা শোনানো হয়নি। কিন্তু হঠাৎ সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে উৎসাহ দিয়েছে সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মনে।

সপ্তম বেতন কমিশনের তথ্য

ভারত সরকার ২০১৬ সালে আবার বেতন কমিশন গঠন করেছিল তারপর আর কোন বেতন কমিশন গঠিত হয় নাই। ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত সপ্তম বেতন কমিশনই চলছে আর কোন নতুন কমিশন আসে নাই। সপ্তম কমিশনের উপর ভিত্তি করেই সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের বেতন দিয়ে আসছিল সরকার।

বেতন কমিশনের ইতিহাস

যদি আমরা বেতন কমিশনের ইতিহাস নিয়ে পর্যালোচনা করি তবে দেখব, ভারত সরকার প্রত্যেক ১০ বছর অন্তর নতুন কোন কমিশন গঠন করে। সপ্তম বেতন কমিশনের আগে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল প্রত্যেক ১০ বছর পর পর। কিন্তু এটা বাধ্যতামূলক নয়।

সপ্তম বেতন কমিশন সরকার ২০১৬ তে গঠন করেছিল। ওর দশ বছর পর আবার ২০২৫ সালের ডিসেম্বর মাসে বেতন কমিশন গঠন করার কথা ছিল। কিন্তু সরকার দ্বারা নির্ণয় অষ্টম বেতন কমিশন হঠাৎ করে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার এতে সরকারী কর্মচারী ও পেনশনভোগীরা একটা আশার আলো দেখছেন।

8th Pay Commission

সরকার (8th Pay Commission Salary Increase) এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে অষ্টম বেতন কমিশন গঠিত হবে। এবং এর পুরোপুরি প্রয়োগ ২০২৬ সালের আগে শেষ হবে। কিন্তু এখনও পর্যাপ্ত সময় আছে সরকারের কাছে। তাই কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না কোন সরকারী আধিকারিক এই সম্পর্কে নতুন করে কোন কিছু ঘোষণা করছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না।

Important Link

Official Website
Visit Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment