SBI Trade Finance Officer Recruitment 2025 : গ্রাজুয়েট যোগ্যতায় এস.বি.আই ট্রেড ফাইন্য়ান্স অফিসার নিয়োগ! বেতন,  ৯৩,৯৬০ টাকা।

SBI Trade Finance Officer Recruitment 2025 : সমস্ত চাকরী প্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্য়াঙ্ক অফ ইণ্ডিয়ায় SBI Trade Finance Officer নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা সবাই অনলাইনের ...

SBI Trade Finance Officer Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

SBI Trade Finance Officer Recruitment 2025 : সমস্ত চাকরী প্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্য়াঙ্ক অফ ইণ্ডিয়ায় SBI Trade Finance Officer নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা সবাই অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ কত রয়েছে, মাসিক মাইনে কত পাবেন, কিভাবে নিয়োগ দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন, এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করছি।

Important Dates

আবেদন শুরুর তারিখ03/01/2025
আবেদনের শেষ তারিখ03/02/2025 (Date Extended)

নিয়োগকারী দপ্তর : State Bank of India (SBI)

পদের নাম ও শূন্যপদের সংখ্য়া

Post NameVacancy
Trade Finance Officer (MMGS-II)150

Salary (SBI Trade Finance Officer Recruitment 2025)

Post NameMonthly Salary
Trade Finance Officer (MMGS-II)64820-2340/1-67160-2680/10-93960

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Trade Finance Officer (MMGS-II)Graduation (any discipline) and Certificate in Forex by IIBF (certificate date should be latest by 31.12.2024)

বয়সসীমা

আবেদন প্রার্থীদের আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ২৩ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। (৩১ ডিসেম্বর, ২০২৪) অনুসারে।

Read More : চিত্তরঞ্জন ন্য়াশানাল ক্যানসার ইনস্টিটিউট কোলকাতা তে শূন্যপদে লোক নিচ্ছে! বেতন, 67,700 টাকা।

আবেদন পদ্ধতি (SBI Trade Finance Officer Recruitment 2025)

উপরোক্ত পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করবেন।

নিয়োগ পদ্ধতি

শর্টলিস্ট প্রার্থীদের (SBI Trade Finance Officer Recruitment 2025) ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য়। ইন্টারভিউয়ে থাকবে ১০০ নম্বর। সেই ইন্টারভিউয়ের নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে।

ইন্টারভিউয়ের জন্য কল লেটার পাঠানো হবে প্রার্থীদের মেল অ্যাড্রেসে অথবা ব্য়াঙ্কের ওয়েবসাইটে। কোন হার্ড কপি পাঠানো হবে না প্রার্থীদের।

আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?

(১) রিসেন্ট কালার ফটোগ্রাফ ও সিগনেচার। (জেপিজি ফরম্যাটে)

(২) একটি সিভি বা বায়োডাটা।

(৩) আই.ডি প্রুফ।

(৪) ডেট অফ বার্থ এর প্রুফ সার্টিফিকেট।

(৫) কাস্ট সার্টিফিকেট এবং PWBD সার্টিফিকেট। (যদি প্রযোজ্য হয়)।

(৬) শিক্ষাগত যোগ্যতার বা ডিগ্রির সার্টিফিকেট।

(৭) অভিজ্ঞতার সার্টিফিকেট।

(৮) অফার লেটার অথবা সর্বশেষ বেতন স্লিপ।

(৯) নো অবজেকশন সার্টিফিকেট (NOC)।

আবেদন ফি

CategoryFees
For General/EWS/OBC candidates750 টাকা।
For SC/ST/PwBD candidatesকোন আবেদন ফি লাগবে না।
পেমেন্ট মোডঅনলাইন।

Important Links

Download Official NotificationClick Here
SBI Trade Finance Officer Online ApplyClick Here
Official WebsiteClick Here

SBI Trade Finance Officer Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment