PM Kisan event 2025 : প্রধানমন্ত্রী কৃষাণ সম্মানিধি যোজনার ১৯তম কিস্তির টাকা বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের টাকা ট্রান্সফার করবেন। এই অনুষ্ঠানে কৃষকরা যাতে যোগদান করে তার জন্য বিহারের কেবিনেট মন্ত্রী একটি আমন্ত্রণ পত্রের বা আমন্ত্রণ লিপি উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানটি 24 ফেব্রুয়ারি বেলা 11টা থেকে শুরু হবে। সেইসঙ্গে একটি পেপার কাটিং প্রকাশ করা হয়েছে সেখানে ক্যাবিনেট মন্ত্রী বলেছেন এবার কিন্তু অনেক বেশি সংখ্যক কৃষককে টাকা পাঠানো হবে কৃষক সম্মানিধি যোজনার 19তম কিস্তির টাকা।
পিএম ইভেন্ট অনুষ্ঠান কখন শুরু হবে?
এখন বলব, পিএম কৃষাণ ইভেন্টে (PM Kisan event 2025) ইতিমধ্যে আপডেট চলে এল। সেখানে বেলা 11টায় অনুষ্ঠান শুরু হবে ঠিকই কিন্তু প্রধানমন্ত্রী কখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই সংবাদও প্রকাশিত হয়েছে তার সঙ্গে কত কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সে ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে। অন্যবারের তুলনায় কিন্তু এবারে অনেক আগে থেকেই এর আপডেট দেওয়া হল। কারণ অনেক আগে থেকেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সব তথ্য জানিয়েছিলেন একটা মিটিং করে তিনি জানিয়েছিলেন 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মানিধি যোজনার টাকা দেওয়া হবে।
এখন এই প্রতিবেদনের মাধ্যমে পিএম ইভেন্টে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই ব্যানার এবং তথ্য আমরা দেখে নেব। আপনি যদি নিজে থেকে চেক করে দেখতে চান তাহলে গুগল সার্চ বারে চলে আসবেন সেখানে টাইপ করবেন পিএম ইভেন্ট পেজটি আপনার সামনে চলে আসবে পিএমইভেন্ট.গভ.ইন এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
আরও পড়ুন : খাদ্য সুরক্ষা যোজনায় নাম লেখান! ফর্ম ফিলাপ শুরু হয়েছে।
পিএম ইভেন্টের তথ্য চেক করুন সরকারি পোর্টালে
- ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে। এখানেই পাবেন পিএম কৃষাণ যোজনার 19তম কিস্তির সমস্ত আপডেট। পিএম কৃষাণ সম্মানিধির 19তম কিস্তির টাকা ডিজিটালি ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- সেটা আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন কত কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন।
- এই ব্যানারে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন ডিজিটালভাবে 9.7 কোটি কৃষকদের অ্যাকাউন্টে। সংখ্যা দেখেই বলা হয়েছিল প্রতি বারের তুলনায় এবারে অনেক বেশি কৃষকদের অ্যাকাউন্টে কৃষক সম্মানিধি যোজনার টাকা পাঠানো হবে।
- সেই মতোই দেখতে পাচ্ছেন 9.7 কোটি বেনিফেসিয়ারী কৃষকদের অ্যাকাউন্টে 24 ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধি যোজনার 19তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্বোধন অনুষ্ঠান (PM Kisan event 2025)

অনুষ্ঠানের শুভ সূচনা হবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ বেলা 11টার সময়। অনুষ্ঠান চলবে এবং দুপুর 12টা বেজে 30 মিনিটে প্রধানমন্ত্রী টাকা ট্রান্সফার করবেন কৃষকদের অ্যাকাউন্টে। এবং রেজিস্টার নাউ বলে একটি বাটন আছে যার মাধ্যমে আপনি রেজিস্টার করতে পারেন।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মানিধি যোজনার দারুণ একটা খুশির খবর আপনাদের কাছে নিয়ে এসেছি আমার প্রতিবেদনের মাধ্যমে। পিএম কৃষাণ সম্মান নিধির টাকা ক’টার সময় অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেটার বিষয়ে জানার জন্য নীচে যেটা স্ক্রল হয়ে যাচ্ছে 19তম কিস্তির টাকা সেখানে আপনি ক্লিক করুন।
ক্লিক করলে সম্পূর্ণ তথ্য চলে আসবে দেখে নিন ট্রান্সফার 19তম কিস্তির টাকা এবং সময়টা দুপুর 12টা 30 মিনিট দেওয়া আছে দেখবেন।
পিএম কৃষাণ যোজনার টাকা কবে ঢুকবে?
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধির আধিকারিক দ্বারা ফাইনাল তারিখ বলে দেওয়া হয়ে গিয়েছে। নোটিশ ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, মোদী সরকার প্রকাশিত করে দিয়েছে। সমস্ত বিস্তারিতভাবে আলোচনা এখানে করা হচ্ছে মন দিয়ে পড়ুন প্রতিবেদনটি এবং আপনি যদি একজন কৃষক হন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে ভারত সরকার।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধি যোজনার অন্তর্গত যে খুশির খবর প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আলোচনা এই প্রতিবেদনে তুলে ধরবো নিশ্চিন্তে থাকুন আর প্রতিবেদনটি মন দিয়ে পড়তে থাকুন। এর সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্ট আপনার কাছে পেশ করব যাতে আপনাদের বিশ্বাস থাকে এই প্রতিবেদনের উপর।
পিএম কৃষাণ যোজনার 19তম কিস্তির টাকা
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধিতে প্রতি বছর 6,000 টাকা আপনাকে দেওয়া হয়। তিন কিস্তিতে 2,000 টাকা করে সেটা দেওয়া হয়। 18টা কিস্তি দেওয়া হয়ে গিয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 19তম জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।
এবার আপনাদের খুশির খবর দেব, ভারত সরকার তাদের অফিসিয়াল পোর্টালে নোটিশ প্রকাশিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও যোগ দেবেন।
লাইভের তারিখ (PM Kisan event 2025) দেওয়া হয়েছে যারা যারা পিএম মোদীর সঙ্গে লাইভ অনুষ্ঠানে যোগ দিতে চান লিঙ্ক দেওয়া হয়েছে পিএম ইভেন্ট এর লাইভ অনুষ্ঠানে তারা যোগ দিতে পারবেন।
সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের 19তম কিস্তির টাকা 24 ফেব্রুয়ারি, 2025 তারিখে ডিজিট্যালি ট্রান্সফার করবেন। এই অনুষ্ঠানটি ভাগলপুর বিহারে অনুষ্ঠিত হবে। কিন্তু সব কৃষক ভাইয়ের তো যাওয়া সম্ভব নয় তাই ডিজিট্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা যোগ দিতে পারবেন ঐ অনুষ্ঠানে।
24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার 19তম টাকা ট্রান্সফার করবেন ডিজিট্যালিভাবে 9কোটি 70 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে।
দুপুর 12টার সময় কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে।
আরও খুশির খবর শোনার জন্য আমার সঙ্গে থাকুন এবং প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। এখানে সমস্ত কিছু সরকারি যোজনার আপডেট পেয়ে যাবেন আর কোথাও যাওয়ার দরকার আপনাদের হবে না। তাই মন দিয়ে প্রতিবেদনগুলো পড়বেন আমার সঙ্গে যুক্ত থাকবেন।
দুই কিস্তির টাকা কি একসঙ্গে দেওয়া হবে ?
4,000 টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে পাঠানো হবে যাদের 18তম কিস্তি অ্যাকাউন্টে ঢোকে নাই ই-কেওয়াসির কারণে হোক, বা ল্যাণ্ডের কারণেই হোক যাদের যাদের অ্যাকাউন্টে টাকা আসে নাই তাদের 19তম কিস্তিতে একসঙ্গে 4,000 টাকা কৃষক ভাইদের অ্যাকাউন্টে পাঠানো হবে এটা ঘোষণা করা হয়েছে আধিকারিক দ্বারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিট্যালি ট্রান্সফার করবেন বিহারের ভাগলপুরের একটা অনুষ্ঠানে।
আগের বছর ৯কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১৮তম কিস্তির টাকা ঢুকেছিল কিন্তু এইবার ১৯তম কিস্তির টাকা ৯কোটি ৭০ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে ভারত সরকার। অর্থাৎ ৭০ লক্ষ কৃষক ভাইদের নতুন করে খাতা খোলা হয়েছে এবং ১৯তম কিস্তির টাকা ঢুকবে সবার অ্যাকাউন্টে।
আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন প্রধানমন্ত্রীর যে যে ইভেন্টগুলো হয় সব এখানে আপলোড করা থাকে। পিএমইভেন্ট.গভ.ইন এই ওয়েবসাইটে।
নতুন কি ঘোষণা করা হল (PM Kisan event 2025)
প্রধানমন্ত্রী বিহারের ভাগলপুরে পৌঁছে সেখানে কৃষকদের উদ্দেশ্যে কৃষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন এবং ডিজিট্যালিভাবে সেই টাকাটা ট্রান্সফার করবেন সমস্ত উপভোক্তা কৃষকদের অ্যাকাউন্টে।
যে উপভোক্তা কৃষকগণ ১৮তম কিস্তির টাকা কোন কারণেই পাই নাই বা অ্যাকাউন্টে কোন সমস্যার জন্য পৌঁছায় নাই তাদের অ্যাকাউন্টে মোট ৪,০০০ টাকা পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইভেন্টের মাধ্যমে ঘোষণা করেন।
এই লাইভ ইভেন্টের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী কৃষকদের উৎসাহ প্রদান করতে চান যে, সব কৃষক ভাইয়েরা, বন্ধুরা যাতে তাদের প্রাপ্য সম্মানটুকু পান এবং পরিবার চালনার জন্য বছরে ৬,০০০ টাকা তিন কিস্তিতে পান তার ব্যবস্থা করে দেন। এবং এই ইভেন্টে প্রধানমন্ত্রী কৃষকদের সাথে কথা বলবেন সরাসরি লাইভে থেকে এবং ডিজিট্যালিভাবেও অংশগ্রহণ করবেন।
Conclusion
পিএম ইভেন্টের (PM Kisan event 2025) বিভিন্নরকম তথ্য আপনাদের কাছে পরিবেশন করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনাদের সহযোগীতা করাই আমাদের প্রতিবেদনের একমাত্র উদ্দেশ্য। আপনারা যদি কৃষক হন এবং আপনাদের কিস্তির টাকা পাওয়া এবং সরকারী অন্যান্য প্রকল্পের খবর তাড়াতাড়ি পেতে চান তাহলে আমাদের পেজটা অনুসরণ করবেন এবং প্রতিবেদনের বিষয়ে কোন সাজেশন বা মন্তব্য থাকলে আবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ইমেল এর মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার কমেন্ট পড়ে যথাযথ উত্তর দেবার চেষ্টা করব।
যদি কোন তথ্য পরিবেশনে কোনরকম ভুল থাকে তাহলে অবশ্যই জানাবেন। সেটা সংশোধন করা হবে এবং আপনারা সঠিক খোঁজখবর পাওয়ার জন্য সরকারী অফিসগুলিতে যোগাযোগ করবেন।
Important Link
PM Event Official Website : Visit Here
FAQs
1. প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার ১৯তম কিস্তি কবে দেওয়া হবে?
পিএম কৃষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল মাধ্যমের সাহায্যে সেই টাকা ট্রান্সফার করবেন।
2. যারা ১৮তম কিস্তির টাকা পাই নাই তাদের কি হবে?
প্রধানমন্ত্রী কৃষাণ যোজনায় যেসব কৃষক কোন সমস্যার কারণে তাদের ১৮তম কিস্তি পান নি, তাদের ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ এ একসঙ্গে দুটো কিস্তির টাকা অর্থাৎ ৪,০০০ টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে।
3. লাইভ ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হবে?
প্রধানমন্ত্রী কৃষাণ ইভেন্ট ২০২৫ বিহারের ভাগলপুরে অনুষ্ঠিত হবে।


