UBOI Apprentice Recruitment 2025 Online Apply : ইউনিয়ন ব্য়াঙ্ক অফ ইণ্ডিয়ায় অ্যাপ্রেন্টিস নিয়োগ! গ্রাজুয়েশন হলেই আবেদন করুন।

UBOI Apprentice Recruitment 2025 Online Apply : ব্যাঙ্কে চাকরীর জন্য যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার দিন শেষ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া সেই সমস্ত ...

UBOI Apprentice Recruitment 2025 Online Apply
Published On:
Follow
Join
Subscribe

UBOI Apprentice Recruitment 2025 Online Apply : ব্যাঙ্কে চাকরীর জন্য যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন তাদের অপেক্ষার দিন শেষ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া সেই সমস্ত প্রার্থীদের জন্য নিয়ে এসেছে ব্যাঙ্কে বসে চাকরি করার দারুণ সুযোগ। অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে প্রচুর শূন্যপদ রয়েছে প্রায় ২৬৯১টি খালি পদে আবেদন চাইছে ব্যাঙ্ক। তাই দেরি না করে গ্রাজুয়েশন পাশ হলেই সকলে আবেদন কর।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এইসব নিয়েই আজকের প্রতিবেদনে শুরু করছি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ সঙ্গে থাকুন এবং মন দিয়ে প্রতিবেদনটি পড়তে থাকুন।

Important Dates

আবেদন শুরু১৯/০২/২০২৫ (শুরু হয়ে গিয়েছে)।
আবেদনের শেষ তারিখ০৫/০৩/২০২৫

নিয়োগকারী দপ্তর : Union Bank of India (UBOI)

Post NameVacancy
Apprentice২৬৯১টি।

Salary (UBOI Apprentice Recruitment 2025 Online Apply)

Post NameMonthly Salary
Apprentice১৫,০০০ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Apprenticeযে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। (01/04/2021) এর মধ্যে বা তার পরে থাকতে হবে পাশ করার বছর।

বয়সসীমা

Apprentice পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। (০১/০২/২০২৫ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।

আবেদন ফি

CategoryFee
General/OBC৮০০ টাকা সঙ্গে GST।
All Females৬০০ টাকা সঙ্গে GST।
SC/ST৬০০ টাকা সঙ্গে GST লাগবে।
PWBD৪০০ টাকা সঙ্গে GST দিতে হবে।

আবেদন পদ্ধতি (UBOI Apprentice Recruitment 2025 Online Apply)

1. Apprentice পদের জন্য প্রার্থীদের অনলাইনে (UBOI Apprentice Recruitment 2025 Online Apply) আবেদন করতে হবে।

2. https://nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

3. প্রার্থীদের একটা বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।

4. অনলাইনে রেজিস্ট্রেশনের সময় পাওয়া এনরোলমেন্ট আইডি লিখে রাখতে পারেন পরে প্রয়োজন হবে।

5. অনলাইনে পেমেন্ট ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/ইউপিআই দ্বারা করা যাবে।

6. পেমেন্ট সফল হলে তা রেজিস্টারড ই-মেলে পাঠানো হবে।

7. যদি পেমেন্ট সফলভাবে কমপ্লিট না হয় তাহলে মেল এ পাঠানো BFSI SSC (info@bfsissc.com) এখানে ক্লিক করে পুনরায় পেমেন্ট প্রক্রিয়ায় ঢুকে আবার পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র সেক্রেটারিয়েট পদে নিয়োগ! বেতন, ৩৬,০০০ টাকা।

ডকুমেন্ট কি লাগবে?

  • একটা কালার পাসপোর্ট সাইজে ছবি।
  • নিজের স্বাক্ষর।
  • প্রুফ আইডি কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি। (যদি লাগে)

নিয়োগ পদ্ধতি

1. অনলাইনে (UBOI Apprentice Recruitment 2025 Online Apply) পরীক্ষা হবে অবজেকটি টাইপের প্রশ্ন থাকবে।

2. টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে।

  • জেনারেল/ ফিনানসিয়াল অ্যাওয়ারনেস – ২৫ নম্বর থাকবে।
  • জেনারেল ইংলিশ – ২৫ নম্বর থাকবে।
  • কোয়ানটেটিভ/রিজনিং অ্যাপটিটিউট – ২৫ নম্বর থাকবে।
  • কম্পিউটার নলেজ – ২৫ নম্বর থাকবে।

3. লোকাল ভাষায় পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে জানতে হবে।

4. শারীরিক ফিটনেসের পরীক্ষা হবে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা।

5. ফাইনাল মেরিট লিস্ট ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে।

6. শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।

Important Links

Official NotificationDownload Here
UBOI Apprentice Recruitment 2025 Online ApplyClick Here
Official WebsiteClick Here

Disclaimer

এই ওয়েবসাইটের যে সমস্ত তথ্যগুলি পরিবেশন করা হয় সেগুলি সমস্তই আপনাদের সাহায্যের জন্যই। wbschemes.com একটা ওয়েবসাইট মাত্র যেখানে আপনাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, চাকরির খবর এবং ট্রেণ্ডিং খবর এবং এর সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সহযোগিতার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। wbschemes.com কোন নিয়োগ সংস্থা নয় এবং সরাসরি কোনরকম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়।

সারা ভারত থেকে সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে নিয়ে এসে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের উদ্দেশ্যই হল সঠিক তথ্যগুলি পরিবেশন করা আপনাদের কাছে। তা সত্ত্বেও যদি কোনো সময় ভুলবশত কোনোরকম ভুল তথ্য পরিবেশিত হয় তার জন্য wbschemes.com কোনভাবেই দায়ী নয়। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যাচাই করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আবেদনকারীর নিজস্ব।

UBOI Apprentice Recruitment 2025 Online Apply

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment