PM Kisan 20th Installment Date, Time : আপনি যদি পিএম 20কিস্তি সম্বন্ধে জানতে চান। বছরে আপনি যদি ৬,০০০ টাকা করে সরকারের কাছ থেকে পান, তাহলে এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। সবাই জানেন পিএম কৃষাণ যোজনায় প্রত্যেক কৃষককে তিন কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। এই টাকা তিন কিস্তিতে দেওয়া হয়। ২০তম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা।
সরকারের তরফ থেকে কিন্তু সকল কৃষকদের জানিয়েছেন 31 মার্চের মধ্যে সরকারের বিভিন্ন যে ক্যাম্প বসে বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে এগ্রি স্টাক ফার্মা রেজিস্ট্রি নামে এক যোজনা সরকার চালাচ্ছে তাতে ফার্মাররা রেজিস্ট্রিকরণ করে নিতে হবে তবেই পরের ২০তম কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে দেবে সরকার।
২০তম কিস্তির টাকা পাওয়ার জন্য কি করতে হবে?
সরকারের দেওয়া নির্দেশ এবং এগ্রি স্ট্যাক এর সাথে পিএম কৃষাণ যোজনার (PM Kisan 20th Installment Date, Time) ফার্মা রেজিস্ট্রিও কমপ্লিট করতে হবে কৃষকদের। যারা ফার্মা রেজিস্ট্রি করবে না তাদের ২০তম ইনস্টলমেন্টের টাকা আটকে যেতে পারে বলে এইরকম ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।
কিন্তু ২০তম কিস্তি কৃষকদের জন্য দারুণ একটা আপডেট হতে চলেছে ২০২৫ সালে। যদি আপনি ২০তম কিস্তির টাকা পেতে ইচ্ছুক তো কিছু প্রয়োজনীয় কাজ আপনাকে করতে হবে। 31 মার্চের মধ্যে বাড়িতে বসেই বিনামূল্যে ল্যাপটপে বা মোবাইলে অথবা বাইরে সরকারি ক্যাম্পে গিয়ে ফার্মা রেজিস্ট্রি করতে হবে এপ্রিল মাসের আগেই।
যারা তার পরে করবে তাদের ২০তম ইনস্টলমেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এই রেজিস্ট্রিকরণ করাটা খুব প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।
19তম কিস্তিতে যে কাজটা করা সম্ভব হয় নাই তা 20তম কিস্তিতে করতে হবে আপনাদেরকে। সেইজন্য সরকার 20তম কিস্তি দেওয়ার আগে প্রয়োজনীয় এই কাজটি প্রত্যেক কৃষককে করে ফেলতে নির্দেশ দিয়েছে।
Update of PM Kisan 20th Installment Date, Time
পিএম কৃষক যোজনার 19তম কিস্তি 24ফেব্রুয়ারি দেওয়া হয়ে গিয়েছে এবং 20তম কিস্তির টাকা পেতে গেলে সরকার যে নতুন আপডেট ঘোষণা করেছে সেই তারিখ হল 31 মার্চ 2025।
31 মার্চের আগে কি কাজ করতে হবে দেখুন। পিএম কৃষাণ যোজনার 20তম কিস্তির টাকা নেওয়ার আগে কৃষকদের ফার্মা রেজিস্টারি অবশ্যই করতে হবে। যে যে কৃষক তাদের 20তম কিস্তি নিতে চায় তারা সময়ের আগেই ফার্মা রেজিস্টারি করে নেওয়া নির্দেশ দিয়েছে সরকার।
সরকার এর জন্য আলাদ বাজেট নির্ধারিত করেছে। আলাদা যোজনা চালু করেছে। ফার্মা রেজিস্ট্রি সব রাজ্যেই মোটামুটিভাবে শুরু করা হয়ে গিয়েছে।
এগ্রি স্টাক যোজনা চালু করেছে যাতে কৃষকদের পরিচয় একটু অন্যরকমভাবে করা যায়। এইজন্য সরকার আধার কার্ডের মতই কৃষকদেরও একটা পরিচয়পত্র বানানো শুরু করে দিয়েছে।
রেজিস্ট্রিকরণের পদ্ধতি
- যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আপনি তাড়াতাড়ি ফার্মা রেজিস্ট্রির প্রক্রিয়া শুরু করে দিন তাহলেই আপনি পিএম কৃষাণ যোজনার টাকা পেতে পারবেন 20তম কিস্তির মাধ্যমে।
- ফসল বীমার টাকা পাবেন যদি আপনি কৃষক হন তাহলে আপনার পরিচয় ফার্মার আইডি কার্ড বানিয়ে বা ফার্মা রেজিস্টির করে আপনি দেখাতে পারবেন।
- সরকার সব রাজ্যেই এই এই রেজিস্ট্রি প্রক্রিয়াকরণ শুরু করে দিয়েছে। তাই কৃষকদের একটা পরিচয় পত্র দরকার ফার্মার আইডি পরিচয়পত্র।
- বিভিন্ন রাজ্যে বিভিন্নরকমভাবে রেজিস্ট্রি প্রক্রিয়া হচ্ছে কৃষকদের পরিচয়পত্র দেওয়ার জন্যও তারাও তৎপরভাবে কাজ করছে। যাতে কৃষকদের একটা পরিচয় তৈরি হয় সরকারের দ্বারা এই যোজনার মাধ্যমে কৃষকদের আলাদা একটা বেনিফিট কৃষকরা পায় তার চেষ্টা করছে সরকার।
Read More : ন্যাশানাল স্কলারশিপের রিনিউয়াল আবেদন করুন! কিভাবে করবেন দেখে নিন।
অনলাইনে পিএম কৃষক যোজনার রেজিস্ট্রি
এর জন্য অনলাইনে গিয়ে আপনার রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। কেন্দ্রীয় সরকার ফার্মার রেজিস্ট্রির মাধ্যমে কৃষকদের পরিচয় দেওয়ার জন্য 2817 কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছে।
এগ্রি স্ট্যাক যোজনার সাথে যারা পিএম কৃষাণ যোজনার বেনিফিট পায় তাদের জন্যও ফার্মার রেজিস্ট্রির কাজের তারিখ দেওয়া হয়েছে। এই তারিখ কবে ঘোষণা করা হবে তা জানা যায় নি।
এই কাজটি 19তম কিস্তিতে করে ফেলার একটা সম্ভাবনা ছিল তা কৃষকরা পুরো করতে পারে নাই বা হয় নাই তার জন্য 20তম কিস্তিতে এই কাজ পুরো করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
এই 20তম কিস্তিতে এটা প্রয়োজনীয় তাই ফার্মার রেজিস্ট্রির কাজ ঘরে বসে বিনামূল্যে আপনি করতে পারবেন অথবা বিভিন্ন জায়গায় ক্যাম্প বসেছে বা অভিযান চলছে এই কাজটা করার জন্য সেখানে গিয়েও আপনি করে নিতে পারবেন।
২০তম কিস্তির তারিখ কবে ঘোষণা?
এবার আলোচনা করব, 20তম কিস্তিতে এই ফা্র্মার রেজিস্ট্রি কমপ্লিট করতেই হবে 31 মার্চের মধ্যে বা সব রাজ্যের জন্যই এটা কি প্রয়োজনীয় আছে। তাই 20তম কিস্তির তারিখ কখন ঘোষণা হবে এবং 20তম কিস্তির আগেই আপনাকে ফার্মার রেজিস্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।
যদি 20তম কিস্তির বিষয়ে জানতে চান তাহলে পিএম কৃষাণ অফিসিয়াল পোর্টালে এসে এইখানে গাইডলাইন বলে একটা অপশন দিয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে অপারেশনাল গাইডলাইন এখানে ক্লিক করতে হবে আপনাকে।
এখানে আপনাকে যে ফিনানসিয়াল এগ্রিকালচার ইনফ্রাস্ট্যাকচার গাইডলাইন আছে তাকে ডাউনলোড করে আপনাকে দেখতে হবে। ডাউনলোড করে ওপেন করে দেখবেন এখানে 15 পয়েন্ট দেওয়া হয়েছে পিএম কৃষাণ রিলেটেড দেখবেন মন দিয়ে।
ওয়েবসাইটে ফর্ম বিষয়ে আপডেট
পিএম কৃষাণ যোজনার আপডেট সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে। তারিখ দেওয়া আপডেট কৃষাণ যোজনার। পিএম কৃষাণ ফাণ্ড রিলেটেড সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে ফর্ম বিষয়ে বিভিন্ন আপডেট এখানে আপনি পেয়ে যাবেন। এই গাইডলাইনে সবকিছু ডিটেলস দেওয়া হয়েছে সেটা ডাউনলোড করে মন দিয়ে পড়ে নেবেন।
পিএম কৃষাণের পরের কিস্তি কিভাবে পাবেন কোন তারিখে পাবেন সব কিছুই জানানো হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন।
ফিনানসিয়াল আপডেট (PM Kisan 20th Installment Date, Time)
ফাণ্ড রিলেটেড তথ্যের জন্য আপনি নিচে একটি নামবেন তাহলে দেখবেন স্পষ্টভাবে লেখা আছে ফাণ্ড রিলেটেড সমস্ত কিছু তথ্যগুলি। যে পিএম কৃষাণ বছরে 6,000 টাকা দেওয়া হয় সময় দেওয়া হয়েছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় ইনস্টালমেন্টের টাকা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে।
পিএম কৃষাণ যোজনার যে 19তম কিস্তির টাকা কৃষকরা পেয়েছে তা ডিসেম্বর থেকে মার্চ সময়ের মধ্যে পাওয়া গিয়েছে। আবার যে 20তম ইনস্টল পাওয়া যাবে তা এপ্রিল থেকে জুলাই এর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে।
তাহলে দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে নির্দেশ এসেছে যে 31 মার্চের মধ্যে ফার্মার রেজিস্ট্রি করে নিন এবং মার্চের পরে যখন এপ্রিল শুরু হবে তখনই আপনাদের 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা পাবেন।
২০তম কিস্তির সময়সীমা
আপনাকে বলে দিচ্ছি, এর জন্য কোন নির্ধারিত সময় নাই যে এই সময়ের দেওয়া হবে এটা সরকারের নিজস্ব সিদ্ধান্ত তাদের আধিকারিক কবে ঘোষণা করবে।তাহলেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন যাদের যাদের 31 শে মার্চের মধ্যে ফার্মার রেজিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে তাদের হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহে টাকা ঢুকে যাবে সরকার তাদের টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেবে।
অথবা এপ্রিল থেকে জুলাইয়ের (PM Kisan 20th Installment Date, Time) মধ্যে যেকোন দিন 20তম ইনস্টলমেন্টের টাকা ঢুকতে পারে তা কৃষকদের জেনের রাখা ভালো। পিছনের পাঁচ বছরের বিভিন্ন রেকর্ড অনুযায়ী মে তে ইনস্টলমেন্টের টাকা ঢুকে যায়।
অর্থাৎ এপ্রিলের পরে মে মাসে আপনাদের কিস্তির টাকা পৌঁছে দিতে পারে সরকার। আপনারা ধৈর্য্য রাখবেন সমস্ত কিছু আপডেট তথ্যগুলি আমার প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যাবেন কোথাও যাওয়ার দরকার নাই সঙ্গে থাকুন এবং মন দিয়ে পড়তে থাকুন প্রতিবেদনটি।
এবং একটা জিনিস মনে রাখবেন 31 মার্চের মধ্যে ফার্মার রেজিস্ট্রি কমপ্লিট করে নেন তাহলে 20তম কিস্তির টাকা পাবেন অন্যথা পাবেন না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
PM Kisan Official Website : Click Here


