Bangla Awas Yojana List West Bengal : বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশিত! লিস্ট চেক করুন এইভাবে।

Bangla Awas Yojana List West Bengal : আপনারা যারা বাংলা বাড়ি আবাস প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন তারা তাদের তালিকা খুব সহজেই দেখতে পাবেন ওয়েবসাইটের মাধ্যমে। কিভাবে ...

Bangla Awas Yojana List West Bengal
Last Updated:
Follow
Join
Subscribe

Bangla Awas Yojana List West Bengal : আপনারা যারা বাংলা বাড়ি আবাস প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন তারা তাদের তালিকা খুব সহজেই দেখতে পাবেন ওয়েবসাইটের মাধ্যমে। কিভাবে দেখবেন এই প্রতিবেদনের মাধ্যমে পুরো তথ্য দেব এবং ঘরে বসে বাংলা আবাস যোজনার লিস্ট দেখে নিন মোবাইলে। আপনার ডিভাইসের মাধ্যমে আবাস যোজনার অনলাইন সার্ভে রিপোর্টও খুব সহজে দেখতে পাবেন।

আপনার ফাইনাল লিস্টে নাম আছে কিনা? যাদের ফাইনাল লিস্টে নাম আছে তারা বেনিফিসিয়ারি তালিকা (Bangla Awas Yojana List West Bengal) কিভাবে চেক করবেন অর্থাৎ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে চেক করবেন বা অ্য়াকাউন্টে কত টাকা ঢুকেছে সমস্ত বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানাব। আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করে ফাইনাল তালিকা দেখবেন সেই তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরব স্টেপ বাই স্টেপ।

আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কিভাবে পাবেন?

1. সর্বপ্রথম এই ওয়েবসাইটে www.pmayg.nic.in যাবেন বা এটা লিখে গুগলে সার্চ করবেন তাহলে বাংলার আবাস যোজনার ওয়েবসাইটটি খুলে যাবে।

2. তারপর এখানে আপনারা স্টেকহোল্ডার এই অপশনে যাবেন। এখানে IAY/PMAYG Beneficiary এই প্রথম অপশনে ক্লিক করতে হবে।

3. তারপর একটা ইন্টারফেস খুলবে যেখানে রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হবে। এবারে রেজিস্ট্রেশন নম্বর আমরা কোনখানে পেতে পারি। রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার জন্য আমাদের যে এলিজিবল তালিকা রয়েছে সেই তালিকা থেকে রেজিস্ট্রেশন নম্বরটি জানতে হবে।

4. যাদের জানা আছে তারা রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে তারপর ক্যাপচা কোর্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন।

5. যারা জানে না তাদের বলি, প্রথমে banglawasyojana.com এই ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে গিয়ে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করে আপনাদের নিজেদের জেলা পছন্দ করবেন।

6. তারপর একটা পেজ ওপেন হবে সেখানে নিচের দিকে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আসার পর এখানে দেখবেন Status, Select Elegibility, Select Block, Select Panchayet, তারপর Select Village এইগুলি পূরণ করবেন।

7. তারপর এখানে সমস্ত বেনিফিসিয়ারি তালিকা আছে সবগুলি দেখাবে। একদম বাঁদিকে রেফারেন্স আইডি নম্বরটি দেওয়া থাকবে সেটি কপি করে সেই নম্বরটি www.pmayg.nic. ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে দেবেন।

8. তারপর ক্য়াপচা কোর্ড পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই পুরো তালিকাটি দেখা যাবে আপনার সামনে।

বেনিফিসিয়ারির তালিকা কোথায় দেখতে পাবেন?

(১) এখানে দেখতে পাব বেনিফিসিয়ারি সমস্ত ডিটেলস। অর্থাৎ স্টেট, ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং নীচে বেনিফিসিয়ারি নাম ও আইডি দেখাবে।

(২) তারপর নীচের দিকে দেখতে পাবেন বেনিফিসিয়ারির পার্সোনাল ডিটেলস।

(৩) পার্সোনালি ডিটেলসে থাকবে বাবার নাম/স্বামীর নাম, জেণ্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি দেওয়া থাকবে।

(৪) মোবাইল নম্বর, বয়স, জব কার্ড নম্বর সব এখানে আপনারা দেখতে পাবেন।

(৫) আর একটু নীচের দিকে নামলে পাবেন ব্যাঙ্কের ডিটেলস। এখানে বেনিফিসিয়ারির ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের নাম সব দেওয়া থাকবে।

(৬) এবং অ্যাকাউন্ট ভেরিফাই আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে।

(৭) এখানে বলে রাখি, এখানে যদি অ্যাকাউন্ট ভেরিফাই না থাকে কেওয়াইসি আপডেট চাই তাহলে সেক্ষেত্রে আপনার টাকা ঢুকবে না। আপনাকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।

(৮) নীচে দেওয়া আছে স্যাঙ্কশান ও কমপ্লিশেন ডিটেলস। এখানে উজালা যোজনার কানেকশানের স্ট্যাটাস যদি দেখায় সাধারণ দেওয়া থাকবে না।

(৯) নীচে দেখবেন আপনার ছবি আপলোড করা থাকবে আপনি সেটা বড় করে দেখতে পাবেন।

How to Check (Bangla Awas Yojana List West Bengal)?

  • গুগলে গিয়ে সার্চ করবেন All district of West Bengal লিখে। দেখবেন নিচের দিকে একটা লিঙ্ক শো করবে। সেই লিঙ্কে ক্লিক করলে একটা পেজ খুলে যাবে সেখানে আমাদের সমস্ত রাজ্য়ের আবাস যোজনার তালিকা এখানে দেখাবে।
  • এখান থেকে আপনি যে জেলার আবাস যোজনার তালিকা দেখতে চান সেই জেলার নামের উপরে ক্লিক করবেন।
  • ক্লিক করলেই আপনাদের জেলার ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
  • ধরুন যদি বীরভূম জেলার ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে বীরভূম জেলার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আপনাকে।
  • এর নীচে দিকে যে নিউজ অপশন বা নোটিফিকেশন আছে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার আবাস যোজনার তালিকা আপলোড করা হয়েছে। কোন কোন জেলার ওয়েবসাইটে তালিকা এখনও অন্তর্ভুক্ত করা হয়নি আপনারা অপেক্ষা করুন দেখবেন সেখানে তালিকা চলে আসবে।
  • দেখা যাচ্ছে, দেখবেন রুরাল হাউসিং স্কিম, ফিনানসিয়াল ইয়ার ২০২৪-২৫। এই অপশনে ক্লিক করলে সেখানে স্ট্যাটাস, এলিজিবিলিটি, ব্লক এইসব দেখাবে।
  • যদি স্ট্যাটাসে স্যাঙ্কশনে অপশন পছন্দ করেন তাহলে যেসব ব্যক্তির বাড়ি অলরেডি স্য়াঙ্কশান হয়ে গিয়েছে তার তালিকা দেখাবে।
  • দার্জিলিং বলে ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে দেখবেন নীচের দিকে দেওয়া আছে whats new অপশনে provisional list of eligible/ineligible/inactive beneficiary for Rural Housing (Banglar Bari) এখানে একটি ব্লকের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখবেন সেখানে একটা লিস্ট আছে।
  • এখানে Pwl List, eligible sanctioned list, eligible greivance list, ineligible list আছে এখানে আপনারা ক্লিক করে আপনাদের তালিকা দেখতে পাবেন।
  • যদি হুগলি জেলার ওয়েবসাইটে যায় তাহলে দেখব নিচের দিকে একটা জায়গায় Gram Panchayet wise provisional list of Banglar Bari নোটিশবোর্ডের জায়গায় লেখা আছে।
  • এখানে ক্লিক করলে দেখবেন সেখানে ডেসক্রিপশনে ক্লিক করলে একটা পেজ আসবে সেখানে দেখবেন সাব-ডিভিশনের নাম, ব্লকের নাম দেখাচ্ছে। ভিউ অপশন আছে তার নীচে ক্লিক হেয়ার দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখব এখানে ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসেছে।

আরও পড়ুন : পিএম কৃষাণ যোজনার ২০তম কিস্তির তারিখ ঘোষণা! দেখে নিন।

বাংলার আবাস যোজনার সার্ভে রিপোর্ট

প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার (Bangla Awas Yojana List West Bengal) যে সার্ভে হল মোবাইলের মাধ্যমে যেটা মোবাইল ইনসপেকশন রিপোর্টের মাধ্যমে দেখতে পাবেন তাতে আপনার তালিকা অ্যাপ্রুভ হলো না পেনডিং থাকল না রিজেক্ট হয়ে গেল তা বাড়িতে বসেই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন।

মোবাইলে কিভাবে চেক করবেন?

মোবাইল সার্চ বারে গিয়ে লিখবেন IAY এই লিখে সার্চ করবেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ১১লক্ষ সার্ভে করার কথা ছিল সেটা প্রায় ১২ লক্ষ হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনাই কিন্তু বাংলার আবাস যোজনা নামে পরিচিত। প্রথমে আপনারা F.6 FTO transaction summary অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।

এরপর অপশন রয়েছে ব্যাক এবং হোম। আপনারা হোম অপশনে গিয়ে ক্লিক করবেন ব্যাক অপশনে ক্লিক করবেন না।

হোম অপশনে ক্লিক করে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনায় আসবেন।

এখানে যেসব ব্যক্তি বা বেনিফিসিয়ারীর নাম তালিকায় রয়েছে সেইসব ব্যক্তিদের বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে।

তালিকায় স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েছে কিনা এইভাবে দেখুন।

আপনাদের নাম অ্যাপ্রুভড, পেনডিং না রিজেক্ট হয়েছে সেটা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন।

এখানে নীচের দিকে চলে এসে দেখবেন D অপশনে দেখবেন GIS Report রয়েছে। আপনারা দেখবেন যে, বাড়ি বাড়ি যে সার্ভেগুলো হচ্ছে সবই কিন্তু এই মোবাইলের অ্যাপের মাধ্যমে করা হচ্ছে।

মোবাইল অ্যাপ ডেটা যে লেখাটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন সিলেক্ট ফিল্টার অপশন। যেখানে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা যেটা বাংলার আবাস যোজনা সেখানে অল অপশনে ক্লিক করবেন।

তারপর অল স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পছন্দ করবেন। তারপর আপনি যে জেলাতে থাকেন সেটা দিয়ে দেবেন। এইভাবে ব্লক, পঞ্চায়েত সিলেক্ট করবেন।

নীচের দিকে সিলেক্ট ইমেজ স্ট্য়াটাস রয়েছে সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। দেখবেন তিনটে অপশন আসছে অ্যাপ্রুভড থাকলে ওই গোল অপশনে টিক দেবেন, পেনডিং থাকলে বা রিজেক্ট হলে ঐ গোলে টিক দিতে হবে।

অ্যাপ্রুভড অপশন (Bangla Awas Yojana List West Bengal) দেখতে চাইলে ওই গোলে টিক দেবেন। তারপর একটা সংখ্যার বিয়োগ করতে বলবে সেটা করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন।

এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন, হাউসিং স্ট্য়াটাস পাবেন এছাড়া আপনার ভেরিফাই স্ট্যাটাসও পাবেন। অ্যাপ্রুভড আছে ওইখানে দেখতে পাবেন লেখা থাকবে সেখান থেকে আপনি পিডিএফ ও ডাউনলোড করে নিতে পারবেন।

PDF of Bangla Awas Yojana List West Bengal

সেই পিডিএফ লিস্টে আপনার নামটা রয়েছে কিনা দেখবেন সরাসরি দেখতে অসুবিধা হলে সার্চ অপশনে গিয়ে নাম লিখে সার্চ করবেন। তাহলে আপনার নামের জায়গায় দেখাবে অ্যাপ্রুভড রয়েছে না রিজেক্ট না পেনডিং অবস্থায় রয়েছে।

এইভাবে আপনারা বাংলার আবাস যোজনায় আপনাদের বেনিফিসিয়ারি তালিকা দেখে নিতে পারবেন নিজেরাই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে।

প্রয়োজনীয় লিঙ্ক

Official Website : Visit Here

Bangla Awas Yojana List West Bengal

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment