Ladki Bahin Yojana Approval List: লড়কি বেহেন যোজনায় মহিলারা পাবেন ১,৫০০ টাকা! আপনার নাম আছে কিনা দেখে নিন।

Ladki Bahin Yojana Approval List: সব রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্র সরকারও মহিলাদের জন্য লড়কি বেহেন যোজনা শুরু করেছে। এই যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পৌঁছে ...

Ladki Bahin Yojana Approval List
Published On:
Follow
Join
Subscribe

Ladki Bahin Yojana Approval List: সব রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্র সরকারও মহিলাদের জন্য লড়কি বেহেন যোজনা শুরু করেছে। এই যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পৌঁছে দেয় মহারাষ্ট্র সরকার। এই যোজনা সেপ্টেম্বর ২০২৪ সালে শুরু করা হয়েছে। এর উদ্দেশ্যই হল মহিলাদের আত্মনির্ভর করা। আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই যোজনা শুরু হয়েছিল। উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্দেজির দ্বারাই এই লড়কি বেহানা যোজনা শুরু হয়েছিল।

মহিলারা বাড়িতে বসে এই যোজনার টাকা পাবে এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা সাহায্য হবে। এই প্রকল্পে এই বছর যে মহিলারা আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভাল লিস্ট বের হয়ে গিয়েছে। আপনারা যারা 2025 সালে আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভড লিস্টে নাম আছে কিনা চেক করে নিন। লিস্টের স্ট্যাটাস চেক করে দেখে নিন যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভড বলে লেখা থাকে তাহলে আপনি যোগ্য লড়কি বেহান যোজনায় টাকা পাওয়ার জন্য।

যে মহিলাদের নাম অ্যাপ্রুভাল লিস্টে (Ladki Bahin Yojana Approval List) উঠে গিয়েছে তাদের নাম আধিকারিক দ্বারা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং তালিকায় নাম থাকা মানেই তিনি পরের মাস থেকে লড়কি বেহান যোজনার ১,৫০০ টাকা পেতে শুরু করবেন। যারা আবেদন করেছেন তারা শীঘ্রই তাদের এলাকার লিস্টের তালিকার অবস্থান চেক করুন অবশ্যই। নিজের এলাকায় কিংবা গ্রামে বসবাস করলে পঞ্চায়েতে গিয়ে আপনার বেনিফিসিয়ারি লিস্ট চেক করুন আপনার নামটি আছে কিনা।

লড়কি বেহেন যোজনার আবেদন স্থিতির বিবরণ

আপনাদের বলে রাখি, মহারাষ্ট্র সরকার ২০২৫ সালের বাজেটে যে সমস্ত মহিলারা লড়কি বেহান যোজনায় টাকা পায় নি কিন্তু তারা যোগ্য তাদের নতুন করে তালিকায় সামিল করেছে। এর আগে এই যোজনার ৬তম কিস্তি মহারাষ্ট্র সরকার প্রদান করেছে তাদের অ্যাকাউন্টে। এবার পরের কিস্তির টাকা পাবার জন্য এবং নতুন যারা আবেদন করেছেন তারাও একসঙ্গে মাসে ১,৫০০টাকা করে পাবেন।

যদি আপনিও এই লড়কি বেহান যোজনায় আবেদন করেছেন কিন্তু অ্যাপ্রুভাল লিস্টের তালিকা দেখতে পারেন না তাহলে ঠিক জায়গায় এসেছেন এবং আমরা বলব আপনাদের কিভাবে লিস্ট চেক করতে হয়। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেব সেগুলি জেনে নিন। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়ার জন্য প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন এবং সঙ্গে থাকুন।

আরও পড়ুন : পিএম কৃষাণ যোজনার ২০তম কিস্তির তারিখ ঘোষণা! দেখে নিন।

যোগ্যতা কি লাগবে এই যোজনায়?

লড়কি বেহেন যোজনায় আবেদনের জন্য নিম্নলিখিত কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে-

১। প্রথমে আপনাকে মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা হতে হবে।

২। আপনার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হতে হবে।

৩। তার পরিবারের যেন পারমানেন্ট কামাই না করে থাকেন।

৪। কোন প্রকার সম্পত্তি তার নামে থাকা যাবে না এবং আবেদনকারীর রেশন কার্ড থাকতে হবে।

৫। মহিলার বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৫৯ বছর হতে হবে।

Details of Ladki Bahin Yojana Approval List

লড়কি বেহেন যোজনায় মহিলাদের সুবিধা দেওয়ার জন্য় অনলাইনে বেনিফিসিয়ারি লিস্টের তালিকা প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ‘নারী শক্তি দূত’ মোবাইল অ্যপেও সেটা দেখতে পাওয়া যাবে। ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপেও মহিলারা লগ ইন করে জেলা স্তরে অথবা পঞ্চায়েত স্তরের নিজের লিস্ট চেক করে নিতে পারেন। মহারাষ্ট্র সরকার এইবার আরও এক লক্ষ মহিলাদের এই লিস্টের তালিকায় অ্যাপ্রুভড করেছেন। তাদের টাকাও অ্য়াকাউন্টে পৌঁছে যাবে সমস্ত বেনিফিসিয়ারির মতোই। এই যোজনা ২০২৪ সালে শুরু হয়েছিল এখনও পর্যন্ত তার ৬তম কিস্তি দেওয়া হয়ে গিয়েছে পরের কিস্তির টাকা পাবার জন্য সবাই অপেক্ষা করে আছেন। তাই সরকার আপনাদের আরও বেনিফিসিয়ারির লিস্টের তালিকা প্রকাশ করেছেন ২০২৫সালে যারা আবেদন করেছেন।

লড়কি বেহেন যোজনার বৈশিষ্ট্যগুলি কি?

১. ২০২৫ সালে লক্ষেরও বেশি মহিলাদের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে।

২. এই যোজনায় মহিলাদের জন্য প্রত্যেক মাসে একটা টাকা দেওয়া হয় তাদের সুবিধার জন্য।

৩. এই টাকা মহিলাদের সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছে যায়।

৪. সরকার পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মহিলাদের জন্যই এই যোজনা শুরু করেছে। তাদেরই সুবিধা প্রদান করা হয়।

৫. মহারাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় যোজনা হল লড়কি বেহান যোজনা।

লড়কি বেহেন যোজনার উদ্দেশ্যগুলি

মহারাষ্ট্র সরকারের সবচেয়ে জনপ্রিয় লড়কি বেহান যোজনার (Ladki Bahin Yojana Approval List) মুখ্য উদ্দেশ্যই হল মহিলাদের স্বনির্ভর করা তাদের পরিবারের স্বচ্ছলতা তৈরী করা এবং তাদের দৈনন্দিন চাহিদাগুলি পূরণ করা। এর একটা প্রধান উদ্দেশ্য হল মহিলা স্বশক্তিকরণ বা আত্মনির্ভরকরণ।

স্ট্যাটাস পরীক্ষা (Ladki Bahin Yojana Approval List)

সরকারি ওয়েবসাইটে গিয়ে এই তালিকার অ্যাপ্রুভাল লিস্ট কিভাবে চেক করা যায় তা দেখানো হল –

  • প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালে যেতে হবে।
  • হোম পেজে যাওয়ার পর দেখবেন আবেদনকারীর লগ ইন এই অপশনে যাবেন।
  • তারপর অ্যাপলিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
  • যদি আবেদনকারীর স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে লড়কি বেহান যোজনায় তার লিস্টে নাম ইতিমধ্যে চলে এসেছে।

Important Link

Official Website : Click Here

Ladki Bahin Yojana Approval List

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment