SAS Nagar District Court Recruitment 2025: ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে SAS Nagar District Court-এ নিয়োগ! আর্টস ও সায়েন্সের গ্রাজুয়েটরা আবেদন করুন।

SAS Nagar District Court Recruitment 2025: পাঞ্জাবের সাস নগর জেলা কোর্টে শূন্যপদে লোক নিচ্ছে। যারা গ্রাজুয়েট হয়ে বাড়িতে বসে আছেন তাদের জন্য দারুণ খুশির খবর। ...

SAS Nagar District Court Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

SAS Nagar District Court Recruitment 2025: পাঞ্জাবের সাস নগর জেলা কোর্টে শূন্যপদে লোক নিচ্ছে। যারা গ্রাজুয়েট হয়ে বাড়িতে বসে আছেন তাদের জন্য দারুণ খুশির খবর। সাস নগর কোর্টে ক্লাক ও স্টেনোগ্রাফার পদে ৬৭টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। অফলাইনে আবেদন করতে হবে চাকরীপ্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক মাইনে, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এই সমস্ত নিয়েই আজকের প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত বাদ না দিয়ে পড়ুন। প্রত্য়েকটা স্টেপ গুরুত্বপূর্ণ চাকরীপ্রার্থীদের কাছে তাই মন দিয়ে নোটিফিকেশনটি পড়ে নিন। নীচে নোটিফিকেশনটি ইমপরট্যান্ট লিঙ্কে দেওয়া হল।

Important Dates

অফলাইনে আবেদনের শেষ তারিখ20/03/2025
ক্লর্ক পদের লিখিত পরীক্ষা 29/03/2025
স্টেনোগ্রাফার (গ্রে- – III) পদের লিখিত পরীক্ষা30/03/2025

নিয়োগকারী দপ্তর : Office of the District and Session Judge, SAS Nagar (SAS Nagar Court)

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Clerk (on Adhoc basis)39
Stenographer Grade-III (on Adhoc basis)28

Salary (SAS Nagar District Court Recruitment 2025)

Post NameMonthly Salary
Clerk (on Adhoc basis)29,200/-
Stenographer Grade-III (on Adhoc basis)প্রতি মাসে 29,200 টাকা।

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Clerk (on Adhoc basis)Degree of Bachelor of Arts or Bachelor of Science or equivalent
Stenographer Grade-III (on Adhoc basis)
Degree of Bachelor of Arts or Bachelor of Science or equivalent

বয়সসীমা

Post Name
Age Limit
Clerk (on Adhoc basis)18 to 37 years of age as on 01/01/2025
Stenographer Grade-III (on Adhoc basis)18 to 37 years of age as on 01/01/2025

Application Fee

আবেদন ফি লাগবে না।

Read More : হুগলি কোচিন শিপওয়ার্ড লিমিটেড, বিভিন্ন পদে লোক নিচ্ছে! মাধ্যমিক যোগ্যতায় আবেদন করো।

Application Methods

(১) চাকরী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে ২০/০৩/২০২৫ বিকেল ৫ টার মধ্য়ে।

(২) ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের জন্য আলাদা আবেদন পদ্ধতিতে আবেদন করতে হবে।

(৩) আবেদনপত্রের ফরম্যাট নোটিফিকেশনের সঙ্গে Attach করা আছে।

(৪) নোটিশে দেওয়া ফর্মটি প্রিন্ট আউট বার করে ফিল আপ করবেন।

(৫) দুটো রিসেন্ট তোলা পাসপোর্ট কালার ছবি একটা ফর্মের ডানদিকে পেস্ট করে দেবেন। অন্যটা আবেদনপত্রের সঙ্গে দিয়ে দেবেন।

(৬) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, টেকনিক্যাল নলেজের সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট সব জেরক্স করে তার উপর নিজের স্বাক্ষর করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। (ঠিকানার জন্য নীচে দেওয়া নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন)।

Selection Procedures

1. Clerk পদের (SAS Nagar District Court Recruitment 2025) ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটারের প্রোফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে স্প্রেডশিট, ওয়ার্ড প্রোসেসিং এর উপর এবং ইংরাজী টাইপিং অন্তত মিনিটে 30টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। ক্লার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে 29/03/2025 তারিখে নোটিফিকেশন অনুযায়ী।

2. Stenographer Grade-III পদের ক্ষেত্রে ইংরাজী শর্টহ্যাণ্ড টেস্ট 80 w.p.m and 20 w.p.m in Transcription. এবং কম্পিউটারে দক্ষতা স্প্রেডশিট ও ওয়ার্ড প্রোসেসিং এর উপর। Stenographer Grade-III পরীক্ষা নেওয়া হবে মোটামুটি 30/03/2025 তারিখে।

3. যোগাযোগের জন্য মোবাইল নম্বর এবং ই-মেল আইডি অবশ্যই ফর্মে উল্লেখ করবেন।

4. সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।

Documents of SAS Nagar District Court Recruitment 2025

  • জন্ম-তারিখের প্রমাণপত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার অ্যাটেস্টেড কপি।
  • কাস্ট বা ক্যাাটগরি সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি কারও থাকে)।
  • আধার কার্ড
  • দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ।

Important Links

Official Notification DownloadClick Here
(SAS Nagar District Court Recruitment 2025) Official WebsiteClick Here

SAS Nagar District Court Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment