EWS Scholarship Yojana 2025: EWS স্কলারশিপ যোজনায় আর্থিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া গরীব ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কিমে দশম পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। সরকার এই স্কিমে স্কলারশিপের ২,০০০ টাকা গরীব শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পৌঁছে দেন।
এই স্কলারশিপ যোজনার আবেদনপত্র পূরণ শুরু হয়েছে। যারা এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পেতে চায় তারা অনলাইনে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
আপনারা যদি আবেদনপত্র কিভাবে পূরণ করতে হয় এবং এই প্রকল্পে আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলি জানেন না, তাহলে আপনারা এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং জেনে নিন কিভাবে আবেদন করবেন ও প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে এ বিষয়ে সমস্ত বিবরণ আপনাদের আজ দেব এই প্রতিবেদনে সঙ্গে থাকুন।
EWS স্কলারশিপ যোজনার বিবরণ
এই স্কলারশিপ যোজনা (EWS Scholarship Yojana 2025) মাধ্যমিক শিক্ষা বোর্ড চালু করেছে অর্থনৈতিকভাবে দুর্বল, অনগ্রসর শিক্ষার্থীদের জন্য এই স্কিম শুরু হয়েছে। তাদের ছাত্রবৃত্তির জন্য সরকার এই স্কলারশিপের টাকা প্রদান করে থাকে।
EWS স্কলারশিপ পাওয়ার জন্য ছেলেমেয়েদের আবেদনপত্র পূরণ করতে হয় অনলাইনে। ডিসেম্বর মাসের ১২ তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে আপনাদের আবেদনপত্র পূরণ করে নিতে হবে। তাহলে আপনারা স্কলারশিপের টাকা পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবেন।
Benefits of EWS Scholarship Yojana 2025
এই স্কলারশিপের মাধ্যমে যে যে সুবিধাগুলি ছেলেমেয়েরা পেয়ে থাকেন সেগুলি হল-
১. শুধুমাত্র অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণীদের ক্ষেত্রেই এই স্কলারশিপের পাওয়া যাবে।
২. এই স্কলারশিপ দু শিক্ষাবর্ষে দেওয়া হয়ে থাকে।
৩. এই শিক্ষাবর্ষ ১০ মাসের জন্য স্কলারশিপ পেয়ে থাকেন।
৪. প্রতি মাসে ১০০টাকা হিসাবে ছাত্রবৃত্তি দেওয়া হয়ে থাকে।
এই যোজনার শিক্ষাগত যোগ্যতা
EWS যোজনার অন্তর্গত স্কলারশিপ পেতে গেলে কি কি যোগ্যতা পূরণ করতে হবে তা হল-
আর্থিকভাবে সামান্য দুর্বল পরিবারের ছেলেমেয়েদের এই সুবিধা মেলে।
ছাত্রছাত্রীদের দশম শ্রেণীতে মোটামুটি ৮০ শতাংশ নম্বর পাওয়া জরুরী।
এই ছাত্রবৃত্তি ২ বছরের জন্য দেওয়া হবে বিদ্যার্থীদের।
যখন শিক্ষার্থীরা ১১ ক্লাসে বা ১২ ক্লাসে পড়ছে তখন এর সুবিধা নিতে পারবেন।
Read More : ন্যাশানাল স্কলারশিপের রিনিউয়াল আবেদন করুন! কিভাবে করবেন দেখে নিন।
স্কিমের কিছু নির্ধারণ নীতি
স্কলারশিপের টাকা এমন ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন যারা কিনা দশম শ্রেণীতে ৮০ শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করেছেন সেইসব বিদ্যার্থীদেরই এই ছাত্রবৃত্তি টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেন সরকার। সরকার দ্বারা (EWS Scholarship Yojana 2025) এই নিয়মনীতি মেনেই ছেলেমেয়েদের এই স্কিমে আবেদন করতে হবে। নিয়ম না মেনে আবেদন করলে এই বৃত্তির টাকা পাওয়া যাবে না বা সুবিধা কোনোরকমভাবে পাওয়া যাবে না।
এই যোজনায় (EWS Scholarship Yojana 2025) ১০ মাস ধরে শিক্ষার্থীদের প্রতি মাসে ১০০ টাকা করে দেওয়া যাবে এবং শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তাদের ছাত্রবৃত্তি দেওয়া শুরু হবে।
ধরুন কোন ছাত্র একাদশ শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর পেল সেখানে তিনি দ্বাদশ শ্রেণীতে উঠলে তাকে ছাত্রবৃত্তি দেওয়া হবে। মনে রাখতে হবে, এই সরকারের দ্বারা এই স্কলারশিপ মিলবে যখন সরকারি নিয়ম নীতি পূরণ হবে তখনই।
How to Apply for EWS Scholarship Yojana 2025
সর্বপ্রথমে বলি, EWS স্কলারশিপের জন্য আপনাকে স্কুলে যেতে হবে, এবং সেখানে একটি লগ ইন আইডি দেবে তারপর অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর আপনি আবেদন করতে পারবেন।
কারণ কি এই স্কলারশিপের আবেদনপত্র কেবলমাত্র আপনার স্কুলের হেডমাস্টার দ্বারাই পূরণ করা যেতে পারে। হয়তো কেউ সেই শ্রেণী পাশ হয়ে গিয়েছে কিন্তু আবার সেই শ্রেণীতে ভর্তি হল স্কলারশিপ পাওয়ার জন্য সেক্ষেত্রে তাকে ছাত্রবৃত্তি প্রদান করা হবে না।
এইভাবে যে ছাত্র স্কুলের পড়াশোনা ছেড়ে দিয়েছে তারাও কিন্তু স্কলারশিপের সুবিধা পাবেন না। তিনি গিয়ে আবার যদি ভর্তি হন সেক্ষেত্রে তাদের এই বৃত্তি কোনমতেই মিলবে না।
এইজন্য ছাত্রছাত্রীরা এই আবেদনপত্র পূরণের সময় মনোযোগ দেয় যেন তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের সমস্ত বিবরণ, মোবাইল নম্বর ঠিকমতো দেয় অন্য কারোর না দেয়, যেন নিজেরটা দেয় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে এই বৃত্তির টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে না।
আর যদি ঠিকভাবে দরখাস্ত পূরণ করে তাহলে এই স্কলারশিপের টাকা বিনা ঝঞ্ঝাটে পৌঁছে যাবে তাদের অ্যাকাউন্টে।
Important Link
Official Website : Click Here