Rojgar Sangam Yojana Apply Online: আপনি যদি একজন শিক্ষিত বেকার হন, নিশ্চিত রোজগারের কোন সন্ধান পাচ্ছেন না এবং আপনি উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা হন তাহলে আপনার জন্য দারুণ সুযোগ অপেক্ষা করছে। আপনি রাজ্য সরকারের একটা স্কিম হল রোজগার সঙ্গম যোজনা যেখানে বেকার যুবকদের হাত খরচের জন্য ১,৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে।
শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে এই যোজনার উদ্ভব হয়েছে যেখানে একটি শিক্ষিত রোজগেরে বেকার যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত সরকার তার দৈনন্দিন খরচ বহন করবে এবং তাকে একটা মাসিক খরচ প্রদান করবে।
বেকার যুবক-যুবতী যে কেউ এই যোজনায় অংশগ্রহণ করতে পারেন। এই যোজনায় আবেদন করতে পারবেন উভয়ই। নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা সরকারের দেওয়া টাকা গ্রহণ করতে পারেন, এই স্কিমের (Rojgar Sangam Yojana Apply Online) সুবিধা নিতে পারেন। আসুন, এবারে বলি এই রোজগার সঙ্গম যোজনা কি তার বিস্তারিত আলোচনা করা যাক।
Read More : কেন্দ্রীয় সরকার দেবে পেনশন ১০,০০০টাকা, ৪০ বছর বয়স হলেই! নতুন নিয়ম চালু।
Rojgar Sangam Yojana Apply Online
রোজগার সঙ্গম যোজনা উত্তরপ্রদেশ রাজ্যের খুবই একটা দারুণ স্কিম যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি এই স্কিমের দ্বারা লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের একটা আর্থিক সুবিধা দিচ্ছেন, উপকার করছেন। অনেক এই যোজনার লাভ পাচ্ছেন ঘরে বসে।
এই যোজনার মুখ্য উদ্দেশ্যই হল সমস্ত বেকার ছেলে-মেয়েদের কিছু রোজগারের মুখ দেখানো। যাতে ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন কোনোরকম সমস্যা ছাড়া। অর্থাৎ এতে কোন বিশেষ শ্রেণী বা সম্প্রদায় নাই যে এই ক্য়াটাগরির লোকেরাই এই সুবিধা পাবেন তা নয়, এখানে সবাই আবেদন করতে পারবেন।
যোগ্যতা অনুসারে রোজগার সঙ্গম যোজনা
এই যোজনায় আবেদনর জন্য প্রার্থীদের যে কোন একটা পাশ হলেই চলবে আসুন দেখা যাক-
১. আবেদনকারী যেন উত্তরপ্রদেশের বাসিন্দা হন।
২. শিক্ষাগত যোগ্যতায় দশম পাশ বা দ্বাদশ শ্রেণী পাশ হতেই হবে।
৩. এই যোজনায় ডিগ্রী বা ডিপ্লোমা যারা করে আছেন তারাও আবেদনের যোগ্য।
৪. আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশী হতে হবে।
৫. আর্থিক অবস্থা যেন খুবই দুর্বল হয়, যেন পারিবারিক আয় খুবই কম হয়।
এই স্কিমে কত অর্থ দেয় সরকার
আগেই বলেছি, এই যোজনায় বেকার ছেলে-মেয়েদের ১,০০০ থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। যারা এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করছেন তাদেরই অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাচ্ছে। সরকার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের প্রদেয় অর্থ পাঠিয়ে দিচ্ছে প্রত্য়েক মাসে একটা নির্দিষ্ট তারিখে।
উপকারমূলক যোজনা কেন বলা হচ্ছে?
এই যোজনায় (Rojgar Sangam Yojana Apply Online) যারা অন্তর্ভুক্ত তারা সরকারের তরফ থেকে লাভপ্রাপ্ত হচ্ছে দেখে নিন-
- বেকার ছেলেমেয়েরা এই টাকা দিয়ে দৈনন্দিন খরচ চালাতে পারছে।
- শিক্ষার্থীরা একটা আত্মমর্যাদা পাচ্ছেন এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন।
- যতক্ষণ না তারা কোন ভালো ব্যবস্থান করতে পারছেন ততক্ষণ এই সুবিধা মিলে যাবে প্রত্যেক বছর।
- এই বৃত্তি প্রদানের সাথে সাথে কিছু কিছু সরকারি চাকরির সন্ধানও তারা পেয়ে থাকেন।
- এই যোজনায় রেজিস্ট্রীকৃত বেকাররা প্রধানমন্ত্রী আয়োজিত রোজগার মেলায় অংশগ্রহণ করার সুযোগ পায়। জব পাওয়ার সুযোগও অনেকখানি বেড়ে যায় তাদের জন্য।
এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্যগুলি
এই প্রকল্প চালানোর একটাই উদ্দেশ্য হল শিক্ষিত যুবকদের সমস্যা কিছুটা দূরীভূত করা এবং তাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। বেকারত্বের হার অনেকটা কমানো তাই সরকারের প্রয়াস এইটাই যে বেকার সমস্যার সমাধান কিছুটা হলেও যেন অনেকটাই স্বস্তি দেয় এবং বেকারতা দূর করার ভাবনা অনেকটা সফল হয়।
পদ্ধতি (Rojgar Sangam Yojana Apply Online)
অনলাইনে কিভাবে আবেদন করবেন তা নিচে বলা হলো-
- সরকারী অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে জবসীকার অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- পরের পেজে যাওয়ার জন্য মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিতে হবে।
- সাইন আপ করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
- রেজিস্ট্রেশন ফর্মে সম্পূর্ণ তথ্যগুলি দিয়ে দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- তারপর পাসপোর্ট সাইজ কালার ফটো এবং নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে দিতে হবে
- শেষে আবেদন ফর্ম সাবমিট করে দিতে হবে।
Important Link
Official Website : Click Here