Jal Jeevan Mission Registration List: জল জীবন মিশনের নতুন তালিকা প্রকাশিত! আপনার নামটি চেক করুন।

Jal Jeevan Mission Registration List: ভারত সরকার দ্বারা জল জীবন মিশনের সূচনা করা হয়েছে। যে মিশনের মুখ্য উদ্দেশ্য হল গ্রামীণ মহিলা এবং বাচ্চাদের নলের জলের ...

Jal Jeevan Mission Registration List
Published On:
Follow
Join
Subscribe

Jal Jeevan Mission Registration List: ভারত সরকার দ্বারা জল জীবন মিশনের সূচনা করা হয়েছে। যে মিশনের মুখ্য উদ্দেশ্য হল গ্রামীণ মহিলা এবং বাচ্চাদের নলের জলের কানেকশান পৌঁছে দেওয়া। সরকার দ্বারা জল জীবন মিশন প্রকল্প সারা দেশে ও গ্রামে-গঞ্জে অনেক সফল হয়েছে। যারা যারা এই যোজনায় নাম লিখিয়েছেন তারা জল জীবন যোজনার অধীনে যে নতুন নামের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে তালিকাভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার পরিচালিত জল জীবন মিশন ভারতের গ্রামে গ্রামে মহিলাদের এবং বাচ্চাদের জন্য স্বচ্ছ পানীয় জল পৌঁছানো। সেই পরিকল্পনায় সরকারের বাজেট ৩.৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। এর সুবিধাভোগী মহিলারা এবং তার পরিবার প্রত্যেকে পরিষ্কার, স্বচ্ছ পানীয় জলের একটা কানেকশান পাবেন।

জল জীবন মিশন যোজনা (Jal Jeevan Mission Registration List) ভারত সরকার ১৫ আগস্ট, ২০১৯ শুরু হয়েছিল। এর জল জীবন মিশনের কারণে গ্রামীণ এলাকায় স্বচ্ছ পানীয় জলের সঙ্কট দূর হয়েছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে এই স্বচ্ছ পানীয় জলের নলের কানেকশান পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে মহিলারা এবং বাচ্চারা সুরক্ষিত থাকে তাদের জীবাণুঘটিত কোন রোগ আক্রমণ না করতে পারে। লক্ষ লক্ষ পরিবারকে এর আওতায় আনা হয়েছে জল জীবন মিশনের প্রকল্পের মাধ্যমে।

Jal Jeevan Mission Registration List

আপনি যদি এই জল জীবন মিশন যোজনায় নাম নথিভুক্ত করে থাকেন এবং ভাবছেন এই স্বচ্ছ জলের কানেকশান পাবেন কিনা তাহলে আপনাকে বলব, আপনি আপনার পঞ্চায়েতে গিয়ে আপনার নামের তালিকা দেখে নিন এর আবশ্যকতা আছে। কেননা, আপনি এর সুবিধা পাবেন কিনা তার অনুসন্ধান আপনি ফাইনাল লিস্টের মাধ্যমেই পেয়ে যাবেন।

জল জীবন মিশনে আপনারা নামের তালিকা কিভাবে চেক করবেন তার স্পষ্টরূপে বর্ণনা করছি এই প্রতিবেদনে আপনাারা ভালো করে এটা পড়ুন এবং জানুন আপনি কিভাবে আপনার নাম দেখবেন।

Read More: পিএমইজিপি লোনের জন্য আবেদন করুন! লোনের 35% সাবসিডি পাবেন আধার কার্ড থেকে।

এই মিশনের উপকারিতা

  • এই মিশনের আওতায় সরকার দ্বারা ঘরে ঘরে নলের জলের কানেকশান পৌঁছে দেওয়া হয়ে থাকে।
  • মহিলাদের বাইরে জল আনার সমস্যা দূর করার জন্য এই যোজনা করা হয়েছে। যাতে তারা বাড়ি বসে নলের মাধ্যমেই স্বচ্ছ জল পান করতে পারেন।
  • মহত্বপূর্ণ একটা কারণ যেটা জলদূষণ ঘটিত বিভিন্ন রোগের কারণ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

জল জীবন মিশনের বিবরণ

সরকারের তরফ থেকে এই নল জলের কানেকশান পাওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে আবেদনকারী ব্যক্তিরা তাদের নামের তালিকা চেক করে নিতে পারেন। গ্রামীণ ক্ষেত্রে এর সুবিধাভোগীর তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে এর কর্মপ্রণালীও শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ এর কাজও দ্রুত গতিতে চালু হয়ে গিয়েছে।

এই মিশনের তালিকা (Jal Jeevan Mission Registration List) সরকার দ্বারা ডিজিটালি অনলাইনের উপর ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। যাতে কিনা ব্যক্তিদের লিস্ট চেক করতে কোনো কষ্ট না হয়। নিজেদের মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে তালিকা চেক করে নিতে পারবেন সহজেই। দেখে নিতেও পারবেন নিজের নামটা আছে কখন কানেকশান মিলবে এইসব তথ্যগুলি।

How to Check Jal Jeevan Mission Registration List

১। প্রথমে মোবাইল ব্যবহারকারীরা নিজেদের মোবাইলে টাইপ করবেন ওয়েবসাইটের নাম।

২। তারপর ওয়েবসাইটে ঢুকে হোম পেজে আপনার গ্রামের নাম টাইপ করবেন।

৩। এখানে আপনার রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত সবকিছু লিখুন।

৪। তারপর আপনার মোবাইল স্ক্রিনে ‘শো’ অপশন আসবে সেখানে ক্লিক করবেন।

৫। সেখানে আপনাকে দেখাবে আপনার গ্রামের জল জীবন মিশনের কানেকশানের তালিকা।

৬। ওইখানে ওই তালিকায় দেখে নেবেন আপনার নামের তালিকা রয়েছে কিনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন।

Jal Jeevan Mission Registration List

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment