UP Scholarship Status Last Date 2025: ইউপি স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু! স্ট্যাটাস চেক করুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
UP Scholarship Status Last Date 2025

UP Scholarship Status Last Date 2025: আমাদের দেশের প্রত্যেক রাজ্যেই শিক্ষার্থীদের কথা বেশি করে ভাবা হয়। তার পরিবারের অনেক আশা থাকে যেন তাদের সন্তানরা পড়াশোনায় এগিয়ে যেতে পারে নিশ্চিন্তে। কিন্তু কোন কোন দুর্বল পরিবার তাদের সন্তানদের মেধা থাকা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে না। সে কথা মাথায় রেখেই সরকার মেধাবী ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের ছাত্রবৃত্তি দিয়ে থাকে তাদের এগিয়ে চলার পথে যেন কোন বাধা-বিপত্তির সম্মুখীন না হতে হয়।

এই ছাত্রবৃত্তির প্রতিযোগীতায় উত্তর প্রদেশ সরকারও পিছিয়ে নেই। তারাও ছাত্রদের বৃত্তি দেওয়ার জন্য ইউপি স্কলারশিপ প্রকল্প চালু করেছে। পড়াশোনা জানা মেধাবী ছেলেমেয়েরাই এই যোজনার সুবিধা পেতে পারবে।

আপনি যদি উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হন এবং এই বৃত্তির জন্য অপেক্ষা করে আছেন এবং ভাবছেন কিভাবে অনলাইনে আবেদন করবেন। তাহলে বলি, আপনি যদি এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করেন তাহলে প্রথমে সরকারী আধিকারিক দ্বারা আপনার যোগ্যতা যাচাই করা হবে তারপর আপনি এই বৃত্তির টাকা অ্যাকাউন্টে পাবেন।

UP Scholarship Status Last Date 2025

বিভিন্ন ধরনের স্কলারশিপের প্রচলন আছে উত্তর প্রদেশে। কিন্তু বিদ্যার্থীদের জন্য ইউপি স্কলারশিপের ধারণা এই প্রথম। এখানে শিক্ষার্থীরা ছাত্রবৃত্তির সুবিধা পেয়ে থাকবেন। পড়াশোনার খরচ সরকার চালাবে এই প্রথম সুবিধা এই ধরনের সুবিধার উপকার পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে, তাই তাদের এই সুযোগ নেওয়া খুবই দরকার। প্রি-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক ছাত্রবৃত্তিও প্রদান করা হয়ে থাকে ছাত্রদের। যারা ২০২৪-২৫ সালে আবেদন করে ফেলেছেন তাদের সম্ভবত ৩১ মার্চ, ২০২৫ অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে আপনারা যদি এই ছাত্রবৃত্তির জন্য অনলাইনে আবেদন করে ফেলেছেন তাহলে তার বিদ্য়ার্থীদের স্কলারশিপ স্ট্যাটাস চেক (UP Scholarship Status Last Date 2025) করার জন্য অনলাইনে গিয়ে ওয়েবসাইটে ঢুকে চেক করে দেখতে হবে আপনি এই ছাত্রবৃত্তির টাকা পাবেন কি পাবেন না।

Read More: পিএমইজিপি লোনের জন্য আবেদন করুন! লোনের 35% সাবসিডি পাবেন আধার কার্ড থেকে।

শিক্ষামূলক বৃত্তির উপকারিতা

  1. ছাত্রবৃত্তি সরকার প্রদান করলে ছাত্রছাত্রীরা এগিয়ে চলার পথে সহযোগিতা পাবেন।
  2. এই বৃত্তি কোন বিশেষ শ্রেণীর ছাত্রছাত্রীদের না দিয়ে শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীরাই পাবে।
  3. এই যোজনার মাধ্যমে গরিব পরিবারের পড়াশোনা করা ছেলেমেয়ে উচ্চশিক্ষার জন্য ভাবতে পারবেন।
  4. এই প্রকল্পে শিক্ষাক্ষেত্রে সরকার অনেক টাকা বরাদ্দ করছে যাতে রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা শিখে আগে এগিয়ে যেতে পারে।

ইউপি স্কলারশিপ দেওয়ার কারণ

এই ইউপি স্কলারশিপের মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের দিকে হাত বাড়িয়ে দিতে চায় সবসময় সরকার কারণ এরা পড়বে তবেই তো দেশ আগে আসবে। গরিব ছাত্রছাত্রীদের দ্বারাই তো দেশের কল্যাণ সাধন সম্ভব হবে। তাই যাদের পারিবারিক অবস্থা খুবই কমজোর তাদের টেনে নিয়ে আগে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য। যাতে গরিব হওয়ার কারণে তাদের পড়াশোনার ক্ষতি যেন না হয়। পড়াশোনা কর তুমি সরকার অনুপ্রেরণার জোগাবে এই আশ্বাসবাণী থাকবে।

স্কলারশিপ পাওয়ার জন্য উপযুক্ত কিভাবে হবেন?

  • সর্বপ্রথমে তো আপনাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সব শ্রেণির গরিব ছাত্রছাত্রীরাই এর সুবিধা পাওয়ার জন্য যোগ্য।
  • বছরে আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া বাঞ্ছনীয় নয়।
  • সবার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • বিদ্যার্থীদের সরকারি কোন বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে।

আবেদন হেতু প্রয়োজনীয় কাগজপত্র

এই যোজনায় নাম লেখাতে গেল উপযুক্ত কাগজপত্র লাগবে সেগুলি হল-

  1. আধার কার্ড।
  2. বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  3. স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র।
  4. জাতি প্রমাণপত্র।
  5. আগের ক্লাসের মার্কশিট।
  6. ব্যাঙ্কের পাসবুক।
  7. নিজের মোবাইল নম্বর।

Check (UP Scholarship Status Last Date 2025)

  1. স্কলারশিপের অবস্থা যাচাই করার জন্য উত্তরপ্রদেশের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. এরপর ছাত্রবৃত্তি এবং শুল্ক প্রতিপূর্তি অনলাইন প্রণালী উত্তর প্রদেশ পেজ খুলবে।
  3. বাঁদিকে দেখবেন Student বলে লেখা আছে সেখানে ক্লিক করুন।
  4. এরপরে ফ্রেশ লগ ইন ক্লিক করতে হবে।
  5. এবার আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ লিখতে হবে।
  6. তারপর আপনি ভেরিফিকেশন কোর্ড লিখুন এবং ক্যাপচা কোর্ড লিখুন।
  7. এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই ড্যাশবোর্ড খুলে যাবে।
  8. রেজিস্ট্রেশন সময় যে তথ্যগুলি দেওয়া হয়েছিল তাই আপনার সামনে দেখাবে।
  9. এরপর Check Current Status এ ক্লিক করুন।
  10. এইভাবে আপনার সামনে আপনার বর্তমান স্কলারশিপ স্ট্যাটাস খুলে যাবে বিস্তারিতভাবে। আপনি চেক করতে পারবেন কোন সমস্যা থাকবে না।

Important Link

Official Website : Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment