NMDC Recruitment 2025: এনএমডিসি স্টীল কোম্পানী লিমিটেড তাদের ২৪৬টি শূন্যপদে লোক নিয়োগ করছে। অ্য়াসিস্টান্ট ম্যানেজার, এজিএম, ডিজিএম, ম্যানেজার প্রভৃতি পদের জন্য় অনলাইনে আবেদন গ্রহণ করছে। ইচ্ছুক চাকরী প্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন করতে পারবেন ৭ই এপ্রিল পর্যন্ত।
উপরোক্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি কি হবে এইসব সম্বন্ধিত সব তথ্যগুলি আজকে আলোচনা করা হবে।
নিয়োগকারী দপ্তর : National Mineral Development Corporation (NMDC Steel Limited)
Important Date
| আবেদনের শেষ তারিখ | 07/04/2025 |
পদ এবং শূন্যপদের সংখ্যা
| পদের নাম | শূন্যপদ |
| Assistant Manager | 11 |
| Deputy Manager | 34 |
| Manager | 76 |
| Senior Manager | 48 |
| Assistant General Manager | 48 |
| Deputy General Manager | 29 |
শিক্ষাগত যোগ্যতা
| পদের নাম | যোগ্যতা |
| Assistant Manager | Degree in Engineering in relevant discipline |
| Deputy Manager | Degree in Engineering in relevant discipline |
| Manager | Degree in Engineering in relevant discipline |
| Senior Manager | Degree in Engineering in relevant discipline |
| Assistant General Manager | Degree in Engineering in relevant discipline |
| Deputy General Manager | Degree in Engineering in relevant discipline |
বেতন কত পাবেন?
| পদের নাম | বেতন |
| Assistant Manager | 60,000-1,80,000/- |
| Deputy Manager | 70,000-2,00000/- |
| Manager | 80,000-2,20,000/- |
| Senior Manager | 90,000-2,40,000/- |
| Assistant General Manager | 1,00000-2,60,000/- |
| Deputy General Manager | 1,20,000-2,80,000/- |
বয়সসীমা (NMDC Recruitment 2025)
| পদের নাম | বয়স |
| Assistant Manager | সর্বোচ্চ 45 বছর |
| Deputy Manager | 45 বছর। |
| Manager | সর্বোচ্চ 45 বছর |
| Senior Manager | ঐ একই বয়স লাগবে। |
| Assistant General Manager | সর্বোচ্চ 45 বছর |
| Deputy General Manager | সর্বোচ্চ 52 বছর |
আবেদন ফি
| অন্য সমস্ত প্রার্থীদের জন্য | 500/- |
| SC/ST/PwBD/Ex-Sm Category and Departmental Candidates | কোন আবেদন ফি লাগবে না। |
| পেমেন্ট | অনলাইন মেথড। |
Read More: পাঞ্জাব এবং সিণ্ড ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস নিয়োগ! গ্রাজুয়েট যোগ্যতায় আবেদন করুন।
How to Apply for NMDC Recruitment 2025
- উপরোক্ত পদগুলি আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন জানাতে হবে।
- আবেদনকারীদের https://nmdcsteel.nmdc.co.in এই ওয়েবসাইটে গিয়ে “Carrers” পেজে গিয়ে আবেদন জানাতে হবে।
- সমস্তরকম প্রয়োজনীয় ডকুমেন্টস যা চাওয়া হয়েছে সব আপলোড করতে হবে।
- নোটিফিকেশনটি ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।
- আবেদনপত্র পূরণ করতে কোনোরকম অসুবিধা হলে হেল্পলাইন ই-মেল nmdcnisp18@gmail.com অথবা এই মোবাইল নম্বরে 7044599061 সরাসরি ফোন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
১। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ।
২। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট/10th সার্টিফিকেট।
৩। অভিজ্ঞতার সার্টিফিকেট।
৪। কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/NCL/EWS)।
৫। PwBD সার্টিফিকেট।
৬। স্ক্যান করা স্বাক্ষর।
৭। মোবাইল নম্বর এবং ই-মেল আইডি ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি
উপরোক্ত সব পদগুলির (NMDC Recruitment 2025) জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
যাদের যাদের ইন্টারভিউয়ে ডাকা হবে তাদের প্রত্যেকের অরিজিনাল ডকুমেন্টস, সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট প্রভৃতি যাচাই করা হবে যখন ইন্টারভিউ শুরু হবে তখন।
Important Links
| Apply Online | Click Here |
| Download Official Notification | Click Here |
| Official Website | Click Here |


