Mohila Samriddhi Yojana: মহিলা সমৃদ্ধি যোজনায় প্রত্যেক মহিলা পাবেন ২,৫০০ টাকা! জেনে নিন কিভাবে?

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Mohila Samriddhi Yojana

Mohila Samriddhi Yojana: মহিলা সমৃদ্ধি যোজনা দিল্লীতে চালু করা হল। এই যোজনায় মহিলাদের ২,৫০০ টাকা করে দেওয়া হবে। মহিলাদের আরও স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। মহিলারা আগে এগিয়ে গেলে তবেই দেশ আগাবে। এই পরিকল্পনার মাধ্যমে সরকার মহিলাদের শক্তি এবং উৎসাহকে আহ্বান করেছেন এবং অর্থনৈতিক স্বাবলম্বী করতে চলেছেন।

এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র বেরোজগারহীন পরিবারের মহিলাদের ও গরিব দু-বেলা দু-মুঠো অন্নসংস্থান জোগানো মহিলাদেরই সুবন্দোবস্ত অর্থাৎ এই যোজনার আওতায় এনেছে। যাদের এই ধরনের অর্থনৈতিক অবস্থান তাদের এই মহিলা সমৃদ্ধি যোজনার যোগ্য ব্যক্তি হিসাবে বিবেচিত করা হচ্ছে।

এর অন্তর্গত মহিলাদের আর্থিকভাবে উন্নতির লক্ষ্যে এই মহিলা সমৃদ্ধি যোজনার (Mohila Samriddhi Yojana) প্রয়াস সরকার করেছে। যদি আপনিও দিল্লীতে থাকেন তাহলে আপনার পক্ষে মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা পাওয়া খুবই সহজ ব্যাপার। এই প্রতিবেদনের মধ্য দিয়ে আলোচনা করা হবে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ কাগজপত্র যা এর আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Mohila Samriddhi Yojana

দিল্লীর সরকার মহিলা সমৃদ্ধি যোজনা আরম্ভ করেছে সাফল্যের সঙ্গে। ভোটের আগে বিজেপি সরকার ঘোষণা করেছিল যে তাদের সরকার দিল্লীতে ক্ষমতায় এলে মহিলাদের যাবতীয় সুযোগ সুবিধার বন্দোবস্ত তারা করবে।

এখন যখন দিল্লীতে বিজেপি সরকার রয়েছে তখন মহিলাদের দেওয়া ঘোষণাপত্রে মোহর দিতে মহিলা সমৃদ্ধি যোজনার রেজিস্ট্রেশন চালু করে দিয়েছে। আর্থিকরূপে দুর্বল শ্রেণীর মহিলারা এই প্রকল্পে সুবিধা পেতে আবেদন পত্র পূরণ করে মাসে ২,৫০০ টাকা করে পেয়ে তাদের আর্থিক সমৃদ্ধি ঘটাতে পারবেন।

এই যোজনার উপকার সকল মহিলা পাবেন কি?

  • সকল মহিলাদেরকে ২,৫০০টাকা প্রদান করা হবে।
  • গরিব কম করার উদ্দেশ্যে মহিলাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইছে সরকার।
  • প্রত্যেক মাসে এই টাকা পেয়ে মহিলারা তাদের সন্তানদের ভালোভাবে শিক্ষা দিতে পারবে।
  • মহিলারা নিজেদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে পারবেন মোটামুটি পুষ্টিকর খাবার তারা খেতে পারবেন।
  • মহিলারাও সংসারে কিছু সাহায্য করতে পারবেন এবং নিজেদের হাত খরচ নিজেরাই চালিয়ে নিতে পারবেন।
  • মহিলারা উচ্চ সম্মানের সহিত বাঁচতে পারবে।

মহিলা সমৃদ্ধি যোজনার গঠনমূলক লক্ষ্য

দিল্লী সরকার দ্বারা চালু হওয়া এই মহিলা সমৃদ্ধি যোজনার (Mohila Samriddhi Yojana) লক্ষ্য হল মহিলাদের গঠনমূলক স্বাস্থ্য, গঠনমূলক পরিবার এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সব কিছু সুরক্ষিত রাখা। সরকারের প্রধান লক্ষ্যই মহিলা এবং তার সন্তানদের স্বাস্থ্য সম্বন্ধিত সচেতনতা ও পুষ্টিকর খাদ্যের অভ্যাস।

Read More: বেরোজগারী ভাতা যোজনার ১,000 টাকা দেওয়া শুরু হল! দেখুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন।

মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদনের যোগ্যতা

  • এই যোজনায় আবেদন করতে গেলে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে-
  • আবেদনকারী মহিলারা ৫বছর যাবৎ দিল্লীতে বাস করে থাকতে হবে।
  • মহিলাদের পরিবারের ইনকাম বছরে ৩ লক্ষ টাকার কম হতে হবে।
  • মহিলাদের বয়স ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত হতে হবে।
  • আবেদনকারী মহিলা যেন কোন সরকারি কাজে নিযুক্ত না থাকে।
  • সেই মহিলা যেন অন্য কোন যোজনার লাভ না পেয়ে থাকে।

প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে আবেদন করতে?

যে যে মহিলা এই মহিলা সমৃদ্ধি যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে চান তাদের প্রয়োজনীয় নথিপত্রগুলো প্রস্তুত রাখতে হবে। নাহলে এর সুবিধা পাবেন না সেই মহিলা।

১। বিপিএল কার্ড।

২। আয়ের প্রমাণপত্র।

৩। বাসিন্দার প্রমাণপত্র।

৪। বয়সের প্রমাণপত্র।

৫। ভোটার কার্ড।

৬। আধার কার্ড।

৭। নিজের মোবাইল নম্বর।

৮। পাসপোর্ট কালার ফটো।

আবেদন পদ্ধতি (Mohila Samriddhi Yojana)

দিল্লীর বাসকারী মহিলাগণ যারা এই যোজনায় আবেদন করতে চান তারা তাড়াতাড়ি আবেদন করতে জমা করতে পারবেন। আবেদন জমা পড়লে তারপর আপনারা এই প্রকল্পের টাকা নিজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন বন্ধ হবে না।

মহিলা সমৃদ্ধি যোজনার কোন পোর্টাল সরকার দ্বারা এখনও চালু করা হয় নাই। আপনাদের কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে যখন পোর্টাল চালু হয়ে যাবে তখন আবেদনপত্র পূরণ শুরু করা যাবে। তবে সময়ে সময়ে আপডেট পেয়ে যাবেন সরকারি ওয়েবসাইট থেকে।

Important Link

Official Website : Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment