Block Development Office Bankura Recruitment 2025: বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এবং সুপারভাইজার পদে নিয়োগ! নোটিফিকেশন দেখুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Block Development Office Bankura Recruitment 2025

Block Development Office Bankura Recruitment 2025: পশ্চিমবঙ্গ লোকেশনে, বাঁকুড়ার বিডিও অফিসে ২টো পোষ্টের জন্য অফলাইনে আবেদন চাইছে। যারা পশ্চিমবঙ্গ রাজ্যের ইচ্ছুক প্রার্থী তারা ব্লক ডেভেলপমেন্ট অফিস বাঁকুড়া ক্যারিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৫ এপ্রিলের মধ্যে অফলাইনে আবেদনপত্র জমা দিন।

বিডিও অফিসে নিয়োগের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাইছে, আবেদন করতে বয়স কত লাগবে এবং আবেদন প্রক্রিয়া কিভাবে হবে এই সমস্ত বিশদে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগকারী দপ্তর : Block Development Office Bankura

পদের নাম এবং শূন্যপদ

পদের নামশূন্যপদ
Assistant Accountant1
Supervisor1

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
Assistant Accountantবাঁকুড়ার অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
Supervisorনোটিফিকেশন চেক করুন।

বেতন (Block Development Office Bankura Recruitment 2025)

পদের নামমাসিক বেতন
Assistant Accountant11,000/-
Supervisor10,000/-

Read More: আইডিবিআই ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ! ভ্যাকান্সি প্রচুর আবেদন করুন।

বয়সসীমা

ব্লক ডেভেলপমেন্ট বাঁকুড়া অফিসে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর। (01/01/2024 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

আবেদন ফি

উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।

আবেদন (Block Development Office Bankura Recruitment 2025)

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • তারপর Block Development Office Bankura Recruitment, Carrer অপশনে গিয়ে যে পদে আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করুন।
  • আবেদনপত্র পূরণ করার আগে আবেদনের শেষ তারিখটি দেখে নিন।
  • কোনরকম ভুল ভ্রান্তি ছাড়া আবেদনপত্রটি পূরণ করুন।
  • আবেদন ফি দিন (যদি লাগে)।
  • তারপর আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায় ২৫ এপ্রিলের মধ্যে।
  • প্রিন্ট আউট অথবা স্ক্রিনশট করে রাখুন অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর ভবিষ্যতের জন্য।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

আগ্রহী ইচ্ছুক প্রার্থীরা (Block Development Office Bankura Recruitment 2025) পূরণ করা আবেদনপত্র একটি খামে ভরে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিন এই ঠিকানায়-

Block Development Officer, Onda Development Block, Village- Tella, P.O. + P.S. – ONDA, Dist – Bankura, Pin- 722144.

ডকুমেন্ট কি লাগবে?

১। ভোটার কার্ড।

২। বাসস্থান সার্টিফিকেট।

৩। বয়সের প্রমাণপত্র।

৪। পিপিও।

নিয়োগ পদ্ধতি

  1. Personality Test And Viva-Voce.
  2. Interview.

Important Dates

Start Date of Offline Apply28/03/2025
Last Date of Offline Aplly25/04/2025

Important Links

Official NotificationDownload Here
Application FormDownload Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment