BMC Veterinary Officer Recruitment 2025: বিএমসি মুম্বাই পৌরসভা ভেটেনারি পোষ্টের জন্য শূন্য়পদে আবেদন চাইছে। বিএমসি ক্যারিয়ার অফিসিয়াল ওয়েবসাইট mcgm.gov.in গিয়ে নোটিফিকেশন দেখে নিন। অফলাইনে আবেদন করতে হবে ২৫এপ্রিলের মধ্যে।
মুম্বাই পৌরসভায় তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছেন ভেটেনারি অফিসার পোষ্টের বেতন কত দেবে? কতগুলি শূন্যপদ রয়েছে? কোন পদ্ধতিতে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার? এই সমস্ত কিছুই পৌরসভা জানিয়েছেন নির্দিষ্টভাবে।
আসুন দেখে নি, সবকিছু বিস্তারিতভাবে তারা কি কি জানিয়েছেন। এই প্রতিবেদনের মাধ্যমে বলব, কেমনভাবে নিয়োগ হবে মুম্বাই পৌরসভায়।
নিয়োগকারী দপ্তর : Brihan Mumbai Municipal Corporation (BMC)
কতগুলি পদে আবেদন?
| Post Name | Vacancy |
| Veterinary Officer | 02 |
শিক্ষাগত যোগ্যতার বর্ণনা
| Post Name | Qualification |
| Veterinary Officer | See the BMC Official Notification. |
Salary (BMC Veterinary Officer Recruitment 2025)
| Post Name | Monthly Salary |
| Veterinary Officer | 52,000-1,65,100/- Per Month. |
Read More : মুম্বাই ইউনিভার্সিটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ! মোট শূন্যপদ ৯৪টি।
আবেদন ফি
Veterinary Officer পদের জন্য কোন আবেদন ফি বলা হয় নাই।
How to Apply for BMC Veterinary Officer Recruitment 2025
- অফিসিয়াল পোর্টালে যান যেটি হল https://mcgm.gov.in
- ভেটেনারি অফিসার পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করুন নোটিফিকেশনে দেওয়া লিঙ্কটি থেকে।
- লাস্ট তারিখ চেক করে তারপর আবেদনপত্র পূরণ করুন।
- কোন ভুল না করেই আবেদনপত্রটি পূরণ করুন।
- আবেদনপত্রটির প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স করে অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন 25/04/2025/ এর মধ্যে।
- Application Number/Acknowledge Numberটি স্ক্রিনশট নিন কি জেরক্স করে রেখে দিন নিজের কাছে ভবিষ্যতের জন্য।
দরখাস্ত পাঠানোর ঠিকানা
ইচ্ছুক প্রার্থীরা ভেটেনারি অফিসার পদের ফর্ম ডাউনলোড করে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স করে ফটো লাগিয়ে অ্যাটেস্টেড করে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিন নীচের ঠিকানায়-
OFFICE OF THE DIRECTOR (ZOO), 2ND FLOOR, PENGUIN BUILDING, SANT SAVATA MARG, BYCULLA (EAST), MUMBAI-400027.
Selection Process
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ (BMC Veterinary Officer Recruitment 2025) হবে। কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। কেবলমাত্র পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং তার মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে বলে জানানো হয়েছে। তবে ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীর অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে।
Important Dates
| Start Date Offline Application | 07/04/2025 |
| Last Date | 25/04/2025 |
Important Links
| Notification Download | Click Here |
| Official Website | Click Here |


