Ministry of Civil Aviation Recruitment 2025: মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশেন ৫ জন কনসালট্যান্ট নিচ্ছে। যারা কনসালট্যান্ট পদে চাকরী করতে ইচ্ছুক তারা civilaviation.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিন এবং মে মাসের ৫ তারিখের মধ্যে ই-মেলের মাধ্যমে আপনার বায়ো-ডাটা এবং সমস্ত ধরনের কাগজপত্র অ্যাটাচ করে পাঠিয়ে দিন নির্দিষ্ট মেল অ্যাড্রেসে।
এই পদে আবেদন করতে গেলে আপনাকে ই-মেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। এই কনসালট্যান্ট পদের বেতন কত? কোন লিখিত পরীক্ষা হবে কিনা? নিয়োগ কিভাবে দেবে? এই সমস্ত আপনাদের জানানো হবে এই প্রতিবেদনে।
নিয়োগকারী দপ্তর : Ministry of Civil Aviation.
Name of the Post & Vacancy
Post Name | Vacancy |
Consultant (Safety Investigations) | 02 |
Consultant (Accident Prevention) | 01 |
Consultant Technical (Flight Recorders Lab) | 02 |
কনসালট্যান্ট পদের শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত পদগুলির ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে BE/B.Tech Degree.
Salary (Ministry of Civil Aviation Recruitment 2025)
Post Name | Salary (Per Month) |
Consultant (Safety Investigations) | 1,50,000/- |
Consultant (Accident Prevention) | 1,50,000/- প্রত্যেক মাসে। |
Consultant Technical (Flight Recorders Lab) | 1,50,000/- |
Application Fee
কোন আবেদন ফি লাগবে না উপরিউক্ত পদের ক্ষেত্রে।
Read More : ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অফিসে LDC এবং Telecom Assistant নিয়োগ! পশ্চিমবঙ্গ লোকেশনে নিয়োগ হবে।
Age Limit কত?
উপরের এই তিনটে পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর। (01/01/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।
Apply (Ministry of Civil Aviation Recruitment 2025)
- civilaviation.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- যে পদের জন্য আবেদন করবেন সেই পদের ব্যাপারে নোটিফিকেশনে জানতে হবে।
- তারপর সেই পদে কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা ভালো করে দেখতে হবে।
- এখানে লাস্ট তারিখ চেক করে নিতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ।
- তারপর আবেদনপত্রটি ভালো করে পূরণ করতে হবে নিজেকে।
- আবেদনপত্রটি সমস্ত ঘর পূরণ করার পর সেই ফর্মটিকে একটি নির্দিষ্ট ই-মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ই-মেল অ্যাড্রেস
আবেদনপত্রটি (Ministry of Civil Aviation Recruitment 2025) কম্পিউটারের মাধ্যমে ফিল করে বা প্রিন্ট বের করে নিয়ে পূরণ করে তারপর স্ক্যান করে, আপনার নিজের মেল আইডিতে লগ ইন করে ইনবক্সে গিয়ে আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপর যেখানে পাঠাতে হবে সেখানকার ই-মেল অ্যাড্রেস লিখবেন এবং সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেবার ই-মেল অ্যাড্রেসটি হলো-
E-Mail ID : dg.aaib-moca@gov.in (05 ই মে এর আগে অথবা সেই তারিখে পাঠিয়ে দেবেন)।
নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি
শুধুমাত্র Interview এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে।
Important Dates
Notification Released Date | 04/04/2025 |
Last Date to Send E-Mail | 05/05/2025 |
Important Links
Official Notification & Application Form | Download Here |
Official Website | Click Here |