DVC Executive And Foreman Recruitment 2025: ডিভিসিতে এক্সিকিউটিভ, ফোরম্যান নিয়োগ! বেতন, ১,৭৭,৫০০ টাকা।

DVC Executive And Foreman Recruitment 2025: দামোদর ভ্যালি কর্পোরেশন অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশ করেছে ২৫ পোষ্টের জন্য়। অনলাইনে আবেদনের ২৯ এপ্রিলের পর্যন্ত শেষ তারিখ। ইচ্ছুক চাকরী ...

DVC Executive And Foreman Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

DVC Executive And Foreman Recruitment 2025: দামোদর ভ্যালি কর্পোরেশন অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশ করেছে ২৫ পোষ্টের জন্য়। অনলাইনে আবেদনের ২৯ এপ্রিলের পর্যন্ত শেষ তারিখ। ইচ্ছুক চাকরী প্রার্থীরা যারা ডিভিসিতে চাকরির অপেক্ষায় থাকো তারা ডিভিসির ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে চেক করে নাও।

ডিভিসিতে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করছে। তাদের বয়সসীমা, মাসিক বেতন, কিভাবে আবেদন করবেন প্রার্থীরা, এইসব আজকের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি।

নিয়োগকারী দপ্তর : Damodar Valley Corporation (DVC)

শূন্যপদের বিস্তারিত বিবরণ

পদের নামশূন্যপদ
Foreman Gr. I07
Foreman Gr. I (Mech)01
Foreman Gr. I (Civil)03
Foreman Gr. I (C & I)01
Executive (Chemist)13

শিক্ষাগত যোগ্যতা

ডিভিসে চাকরি করতে গেলে নোটিফিকেশনে বলা হয়েছে B.Sc, Be/B.Tech, M.Sc যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকতে হবে।

Read More: বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এবং সুপারভাইজার পদে নিয়োগ! নোটিফিকেশন দেখুন।

বেতন পরিকাঠামো

এইসব পদের ক্ষেত্রে আপনাদের বেতন হবে- ৫৬,১০০-১,৭৭,৫০০/- পর্যন্ত। প্রত্য়েক মাসে মাসে আপনি এই বেতন পাবেন।

আবেদন ফি (DVC Executive And Foreman Recruitment 2025)

আবেদন ফি লাগবে না এখানে আবেদনের জন্য।

বয়সসীমা

এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের নোটিফিকেশন দেখুন।

আবেদন পদ্ধতি

  1. ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. আপনি কোন পদের জন্য আবেদন করবেন সেটা বাছুন।
  3. সেই পদের শিক্ষাগত যোগ্যতা দেখুন আপনার যোগ্যতার সাথে মিলছে কিনা।
  4. আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ দেখুন।
  5. যদি আপনি সেই পদের জন্য যোগ্য হন তাহলে আবেদন নিখুঁতভাবে পূরণ করার চেষ্টা করুন।
  6. তারপর সাবমিট করুন আপনার আবেদনপত্রটি অনলাইনে।
  7. এবং একটি প্রিন্ট আউট বার করে নিন সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং অ্যাকনলেজমেন্ট নম্বর লেখা আছে।

নিয়োগ পদ্ধতি (DVC Executive And Foreman Recruitment 2025)

  1. Screening Test
  2. Interview
  3. Document Verification

Important Dates

আবেদনের শুরু08/04/2025 (শুরু হয়ে গিয়েছে)।
আবেদনের শেষ তারিখ29/04/2025

Important Links

Official NotificationClick Here
Online ApplyClick Here
Official WebsiteClick Here

DVC Executive And Foreman Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment