IIT Jodhpur Junior Research Fellow Recruitment: ইণ্ডিয়ান ইন্সটিটিউড অফ টেকনোলজি যোধপুর তাদের বিভিন্ন রিসার্চের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করতে চলেছে। বিজ্ঞানী হিসাবে যারা কাজ করতে ইচ্ছুক এমন প্রার্থীরা আবেদন করুন।
জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, বেতন কেমন দেবে বৈজ্ঞানিক সংস্থা, এই সমস্তই আজ জানাব আমার এই প্রতিবেদনে।
নিয়োগকারী দপ্তর : Indian Institute of Technology Jodhpur(IIT Jodhpur).
পদের নাম (IIT Jodhpur Junior Research Fellow Recruitment)
Junior Research Fellow
শিক্ষাগত যোগ্যতা
যে কোন স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন এবং পোষ্ট গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে।
রিসার্চ ফেলো পদে বেতন কত?
আইআইটি যোধপুরে জুনিয়র রিসার্চ ফেলো পদের যে শূন্যপদ বের হয়েছে সেখানকার নোটিফিকেশন অনুযায়ী বেতনক্রম প্রতি মাসে ৩৭,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
Read More : ব্যুরো অফ ইণ্ডিয়ান স্ট্যানডার্ডস ১৬০ জন পরামর্শদাতা নিয়োগ করছে! বেতন প্রতি মাসে ৭৫,০০০ টাকা করে পাবেন।
আবেদন ফি (IIT Jodhpur Junior Research Fellow Recruitment)
কোনরকম আবেদন ফি এখানে দিতে হবে না। উল্লেখও করা হয় নাই। নোটিফিকেশনটি একটু ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন।
বয়সসীমা
নোটিফিকেশনে বের হওয়া পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ বছর এবং বয়স 31 ডিসেম্বর, 2025 অনুযায়ী হিসাব করে নিতে হবে প্রার্থীদের।
আবেদন প্রণালী
- আইআইটি যোধপুর অফিসিয়াল ওয়েবসাইট iitj.ac.in প্রবেশ করতে হবে।
- Recruitment or Carrer অপশনে গিয়ে শূন্যপদটি দেখতে হবে।
- জুনিয়র রিসার্চ ফেলো পদের যোগ্যতা অনুসারে আপনি যোগ্য হলে আবেদন করতে হবে।
- আবেদনপত্রটি মন দিয়ে পড়ুন এবং সম্পূর্ণ তথ্যগুলি দিন আপনার যে সমস্ত তথ্য জানা আছে।
- আবেদনপত্রটিতে বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করার পর সাবমিট করবেন।
- সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর আপনি একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এবং সেটা একটা নিজস্ব ফাইলে ফাইলবন্দি করে রেখে দেবেন ভবিষ্য়তে কাজে আসবে।
নিয়োগ প্রক্রিয়া
- নিয়োগ প্রক্রিয়াতে শুধুমাত্র ইন্টারভিউ হবে।
- এবং ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
Important Dates
| অনলাইনে আবেদনের শুরুর তারিখ দেখে নিন। | 09/04/2025 অর্থাৎ শুরু হয়ে গিয়েছে। |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ দেখে নিন। | 23/04/2025 |
Important Links
| Notification PDF (Official) | Download Now |
| IIT Jodhpur Junior Research Fellow Recruitment Apply Online | Click Now |
| Website (Official) | Click Here |


