BRLPS Recruitment Accountant Post 2025: বিহারের গ্রামীণ এলাকায় কাজ করার প্রবণতা যাদের বেশি। যারা পছন্দ গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করে গরীব মানুষদের সাহায্য করা এবং গ্রামীণ পরিবেশ উপভোগ করা তাদের জন্য বিহার রুরাল লাইভলিহুড সোসাইটি এক্সিকিউটিভ অফিসার, অন্যদিকে অফিসের হিসাবপত্র দেখাশোনার কাজে অ্যাকাউন্ট্যান্ট নিচ্ছে। আপনারা যারা এই ফিল্ডে কাজ করতে ইচ্ছুক তারা আবেদন করুন।
অ্যাকাউন্ট হিসাবে আপনার যোগ্যতা কি আছে? বয়সের দিক থেকে আপনি উপযুক্ত কিনা? অনলাইনে আবেদন করতে না জানলে কিভাবে আবেদন করবেন সঠিকভাবে সেসব নিয়েই আজকের প্রতিবেদনটি নিয়ে এসেছি আপনাদের সুবিধার্ধে।
নিয়োগকারী অফিস: Bihar Rural Livelihoods Promotion Society(BRLPS)
পদের নাম
- Chief Executive Officer
- Accountant
শূন্যপদ
১. এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ৪৩টি।
২. এবং অ্যাকাউন্ট্যান্ট পদে রয়েছে ৪৬টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা
| পদের নাম | যোগ্যতা |
| Chief Executive Officer | Graduation from any stream. |
| Accountant | 12th Passed from any recognized Board or Universities. |
Salary (BRLPS Recruitment Accountant Post 2025)
| পদের নাম | বেতন (প্রতি মাসে) |
| Chief Executive Officer | 25,000/- Per Month. |
| Accountant | 10,000/- |
আবেদন ফি
| Category | Fee |
| All Candidates | 800/- |
| Payment | Any Online Mode. |
বয়সসীমা
বিহারের রুরাল লাইভলিহুড প্রোমোশন সোসাইটি উপরোক্ত পদের ক্ষেত্রে যে বয়স চেয়েছে সর্বোচ্চ ৬৫ বছর। 20 May, 2025 অনুসারে বয়স হিসাব ধরে নিতে হবে।
আবেদন পদ্ধতি (BRLPS Recruitment Accountant Post 2025)
- প্রথমে বিহারের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
- তারপর BRLPS Recruitment or Carrer অপশনে গিয়ে কোন পদের জন্য আবেদন করবে দেখে নিতে হবে।
- জব নোটিফিকেশন চেক করে যোগ্যতা কি কি লাগবে দেখতে হবে।
- আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ পর্যবেক্ষণ করতে হবে।
- যদি আপনার যোগ্যতা মিলে যায় তাহলে আপনি আবেদনপত্র পূরণ করবেন সঠিকভাবে।
- শেষে আবেদনপত্র পূরণ কমপ্লিট হলে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন।
- সমস্ত আবেদনপত্রের সম্পূর্ণ হলে একটা প্রিন্ট অপশন দেখাবে সেখানে ক্লিক করে প্রিন্ট করে নেবেন এবং সযত্নে রেখে দেখবেন আপনার কাছে।
নিয়োগ প্রক্রিয়া
উপরোক্ত এই পদ দুটির নিয়োগের (BRLPS Recruitment Accountant Post 2025) শর্ত হল-
- Personal Interview.
- Document Verifications.
Important Dates
| Apply Online (Start Date) | 19/04/2025 |
| Apply Online (End Date) | 24/04/2025 |
Important Links
| Apply Online with Notification(pdf) | Click Here |
| Official Website | Click Here |



If you want to get government job notifications and previous year papers without wasting time on multiple websites, simply visit FreeCareerAlert.com as it provides all necessary updates in a single place free of cost for students.