OFBL Recruitment Danger Building Worker 2025: ওএফবিএল সংস্থায় বর্তমানে ৪৯টি শূন্যপদে লোক নেওয়া শুরু হয়েছে। মাসে মাসে সঠিক সময় বেতন পাবেন কর্মচারীরা। সরকারিভাবে একটি নোটিফিকেশন জারি করেছে এই সংস্থা বিশেষ এই পদটির জন্য। আপনারা যারা ইচ্ছুক চাকরী প্রার্থী তারা অফলাইনে আবেদন জানাতে পারেন।
ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদের বিস্তারিত বিবরণ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখে নিন এর পদের জন্য কি পড়াশোনা লাগবে, বেতন কত পাবেন, নিয়োগ কেমনভাবে করবে এই সংস্থা, সম্পূর্ণ বিবরণ এই প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন।
নিয়োগকারী দপ্তর: Ordnance Factory Badmal(OFBL)
পদের নাম (OFBL Recruitment Danger Building Worker 2025)
Danger Building Worker
শূন্যপদের বিবরণ
ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার এই একটি পদেই ৪৯জন লোক নিচ্ছে। অর্থাৎ শূন্যপদ ৪৯টি থাকছে।
শিক্ষাগত যোগ্যতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ
অর্ডন্যান্স ফ্যাক্টরি বদমাল অফিসিয়াল সংস্থায় ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে বিজ্ঞপ্তিতে ভালোভাবে জানানো হয়েছে যে, এই পদে মোটামুটি আইটিআই পাশ হতে হবে যে কোন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে।
বেতন কত দেবে এই সংস্থা দেখুন।
এই সংস্থাটি বিশেষ পদে নিয়োগে বেতন প্রতি মাসে আপনাদের ১৯,৯০০টাকা করে দিয়ে থাকবে। তাদের নোটিফিকেশন অনুযায়ী এই ঘোষণা তারা করেছে সংশ্লিষ্ট পদে বেতনের ক্ষেত্রে আপনাদের ঐ পরিমাণ টাকা দেওয়া হবে।
আবেদন ফি (OFBL Recruitment Danger Building Worker 2025)
আবেদন করতে (OFBL Recruitment Danger Building Worker 2025) হবে অফলাইনে তাই আবেদন ফি এক্ষেত্রে লাগছে না।
এই পদে বয়স কত দরকার?
এই বিজ্ঞপ্তিতে দেওয়া বয়সের হিসাব থেকে বলা যাচ্ছে, এই পদে যোগ্য ব্যক্তির বয়স হতে হবে সবচেয়ে কম ১৮ বছর এবং সবচেয়ে বেশি ৪০ বছর। 25 May, 2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।
OBC, Ex-Servicemen প্রার্থীরা ৩ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
SC/ST প্রার্থীরা বয়সে ৫ বছরে ছাড় পাবেন।
কিভাবে আবেদন করবেন এই পদের জন্য?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.munitionsindia.in ভিজিট করতে হবে।
- তারপরে Recruitment অফশনে ক্লিক করে দেখে নিতে হবে কোন পদটি নোটিফিকেশনে বের হয়েছে বিজ্ঞপ্তি হিসাবে।
- আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে সেই নোটিফিকেশনের লিঙ্ক থেকে যে পদে আপনি আবেদন করবেন।
- আবেদনের লাস্ট তারিখ অবশ্যই চেক করবেন যাতে লাস্ট ডেট পার হয়ে না যায় আবেদনের জন্য়।
- আবেদনপত্রটি পূরণ করবেন আপনার সমস্ত নথিপত্রগুলি সঙ্গে রাখবেন যেখানে যে তথ্যগুলি চাইছে দেবেন এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন তাদের বলা সংশ্লিষ্ট পোষ্টে আবেদনের জন্য যা চেয়েছে সংস্থা।
- আবেদনপত্র সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেলে একটা মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন।
- তারপর আবেদনপত্র পাঠিয়ে দেবেন লাস্ট তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন পাঠানোর জন্য নির্দিষ্ট দপ্তরের ঠিকানা
আবেদনপত্রটি সমস্ত ডকুমেন্টসহ একটা খাম বন্দি করে যেখানে পাঠাবেন তার ঠিকানাটি হল-
CHIEF GENERAL MANAGER,ORDNANCE FACTORY BADMAL,P.O BADMAL, DIST.BALANGIR, PIN-767070,ODISHA
ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদের নিয়োগ প্রক্রিয়া
- মেরিট লিস্ট (OFBL Recruitment Danger Building Worker 2025)।
- প্রাকটিক্যাল পরীক্ষা।
- ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি।
Important Dates
| Start Date (Offline Application) | 25/04/2025 |
| End Date (Offline Application) | 25/05/2025 |
Important Links
| Official Notification with Application Form (PDF) | Download Notification |
| Official Website | Click Here |


