NMDC Steel Recruitment 2025: NMDC স্টীল লিমিটেড কোম্পানী বিভিন্ন পদে লোক নিচ্ছে। ৯৩৪টি মোট শূন্যপদে লোক নিয়োগ হচ্ছে। চাকরি প্রার্থীরা যারা এখনও হতাশভাবে সময় কাটাচ্ছ, দিনের পর দিন চাকরির পরীক্ষা, ইন্টারভিউ দিয়ে পাশ করতে পারছো না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনেছে এই কোম্পানী।
স্টিল কোম্পানী লিমিডেট তাদের আবেদন ফর্ম, আবেদন প্রক্রিয়া, আবেদন ফি, বেতন, নিয়োগ প্রক্রিয়ার সমস্ত বিবরণ আজকে জানিয়ে দেব একটু ধৈর্য্য ধরে প্রতিবেদনটি দেখুন।
নিয়োগকারী দপ্তর: NMDC Steel Limited(NSL)
পদের নাম (NMDC Steel Recruitment 2025)
CE-06 to CE-10 (Various Posts)
মোট শূন্যপদ কতগুলি?
প্রায় ৯৩৪টি মোট শূন্যপদ রয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কতগুলি দেখুন।
| Category | Posts |
| UR | 376টি। |
| EWS | 93টি। |
| OBC (NCL) | 241টি। |
| SC | 155টি। |
| ST | 69টি। |
| Total | 934টি। |
শিক্ষাগত যোগ্যতা (NMDC Steel Recruitment 2025)
| Post Name | Qualification |
| CE-06 to CE-10 (Various Posts) | BE/B.Tech, Diploma, ITI, PG Degree, CA, MA or etc. |
বেতন পরিকাঠামো
| Post | Salary (Monthly) |
| CE-10 | 1,70,000/- |
| CE-09 | 1,50,000/- |
| CE-08 | 1,20,000/- |
| CE-07 | 1,00000/- |
| CE-06 | 80,000/- |
| CE-05 | 70,000/- |
| CE-04 | 60,000/- |
| CE-03 | 50,000/- |
| CE-02 | 40,000/- |
বয়সসীমা
| Post Name | Age Limit |
| CE-06 to CE-10 (Various Posts) | NMDC Steel Limited এ নোটিফিকেশন অনুযায়ী চাকরি প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫০ বছর। |
আবেদন প্রক্রিয়া
- প্রথমে nmdcsteel.nmdc.co.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর স্টীল লিমিটেডের ক্যারিয়র পেজে গিয়ে নোটিফিকেশন চেক করতে হবে।
- চাকরি প্রার্থীকে সমস্ত ধরনের ডকুমেন্টস আপলোড করতে হবে তাদের ওয়েবসাইট পোর্টালে।
- প্রার্থীকে আবেদন ফি প্রদান করতে হবে অনলাইন মেথডের মাধ্যমে।
- আবেদনপত্রে তথ্যগুলি দিয়ে পূরণ করে শেষে সাবমিট করে দিতে হবে আবেদনপত্রটি।
- একেবারে শেষে সেই আবেদনপত্র পেজের একটি প্রিন্ট আউট নিতে হবে।
ডকুমেন্ট কি কি লাগবে?
১। রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো।
২। দশম শ্রেণীর মার্কশিট, সার্টিফিকেট।
৩। অভিজ্ঞতার সার্টিফিকেট।
৪। কাস্ট/ক্যাটাগরি সার্টিফিকেট।
৫। স্ক্যান করা স্বাক্ষর।
৬। নিজস্ব মোবাইল নম্বর।
৭। নিজস্ব বৈধ ই-মেল আইডি।
আবেদন ফি
| Category | Fee |
| All Candidates | 500/- |
| SC/ST/PWBD/Ex-Serviceman | কোন আবেদন ফি নাই। |
নিয়োগ প্রক্রিয়া
- Walk-in-Interview
- Document Verification
Important Dates
| Start Date of Online Apply | 24/04/2025 |
| End Date of Online Apply | 08/05/2025 |
Important Links
| NMDC Steel Recruitment 2025 | Download Here |
| Apply Online | Click Here |
| Official Website | Click Here |


