IDBI JAM Recruitment 2025: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ! শূন্যপদ ৬৭৬টি।

IDBI JAM Recruitment 2025: আপনারা যারা ব্যাঙ্কের চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য দারুণ সুখবর বহন করে নিয়ে এসেছে আইডিবিআই ব্যাঙ্ক অর্থাৎ ইণ্ডাস্ট্রিয়াল ...

IDBI JAM Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

IDBI JAM Recruitment 2025: আপনারা যারা ব্যাঙ্কের চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য দারুণ সুখবর বহন করে নিয়ে এসেছে আইডিবিআই ব্যাঙ্ক অর্থাৎ ইণ্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক। আইডিবিআই ব্যাঙ্ক অফিসিয়াল একটি নোটিফিকেশন প্রকাশ করেছে চাকরি প্রার্থীদের জন্য।

আইডিবিআই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কিভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ আছে সেগুলি আজকে আলোচনা করা হবে আপনাদের জানানোর জন্য সুতরাং, প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

নিয়োগকারী দপ্তর: Industrial Development Bank of India(IDBI Bank)

পদের নাম (IDBI JAM Recruitment 2025)

Junior Assistant Manager(JAM)

শূন্যপদের সংখ্যা

Name of the PostVacancy
Junior Assistant Manager(JAM)676 টি।

Read More: ডিআরডিও ইলেকট্রনিক্স অ্যাণ্ড রাডার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ! অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা

Name of the PostQualification
Junior Assistant Manager(JAM)Bachelor Degree

বেতন কত পাবেন?

নোটিফিকেশন চেক করুন।

বয়সসীমা (IDBI JAM Recruitment 2025)

Name of the PostAge Limit
Junior Assistant Manager(JAM)20-25 বছর (01/06/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

আবেদন প্রক্রিয়া

  • চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
  • আবেদনকারীর নিজস্ব একটা মোবাইল নম্বর এবং বৈধ ই-মেল আইডি থাকতে হবে।
  • আবেদন করার সময় সঠিকভাবে আবেদনকারীর নাম, জন্ম তারিখ, নিজের ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইজি দিতে হবে।
  • আবেদনকারীদের আবেদন ফি পে করতে হবে অনলাইনে।
  • চাকরি প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে Carrers পেজে ক্লিক করে Recruitment of Junior Assistant Manager (JAM) Grade ‘O’ 2025-26 Phase গিয়ে “Apply Online” ক্লিক করতে হবে।
  • চাকরি প্রার্থীদের প্রথমে রেজিস্টার করতে হবে। ‘Click Here for New Registration’ এ নাম, কনট্যাক্ট ডিটেলস, ই-মেল আইডি দিতে হবে।
  • সেখান থেকে প্রোভাইড করবে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড নম্বর।
  • তারপর সব তথ্য দেওয়া সম্পূর্ণ হলে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবে।
  • শেষে একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে ভবিষ্যতের জন্য।

ডকুমেন্টস কি লাগবে?

১। দশম or দ্বাদশ শ্রেণীর পাশের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে।

২। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৩। কাস্ট/ক্যাটাগরি সার্টিফিকেট।

৪। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

৫। PWD সার্টিফিকেট।

৬। ফটো আইডেন্টিটি প্রুফ কার্ড ইত্যাদি।

আবেদন ফি

CategoryFee
SC/ST/PWBD250/-
All candidates1050/-

নিয়োগ প্রক্রিয়া

  1. Online Test (OT)
  2. Document Verification (DV)
  3. Personal Interview (PI)
  4. Pre Recruitment Medical Test (PRMT)

Important Dates

Starting Date 08/05/2025
Closing Date 20/05/2025

Important Links

IDBI JAM Recruitment 2025Download
Apply OnlineClick Here
Official WebsiteClick Here

IDBI JAM Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment