SBI Recruitment 2025: স্টেট ব্যাঙ্ক ইণ্ডিয়ায় অফিসার নিয়োগ! বেতন সর্বোচ্চ ৬৩,৮৪০ টাকা।

SBI Recruitment 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটি প্রকাশ করেছে । ব্যাঙ্কে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি নোটিফিকেশন চেক করে নিন। এখানে ...

SBI Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

SBI Recruitment 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটি প্রকাশ করেছে । ব্যাঙ্কে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি নোটিফিকেশন চেক করে নিন। এখানে বেতন খুব ভালোই আছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আপনাদের।

ব্যাঙ্কের পরিবেশে কাজ করার অভিজ্ঞতা খুব সুন্দর। ব্যঙ্কে একটা চাকরির জন্য সবাই অপেক্ষা করে থাকে। বিশেষ করে যারা ব্যাঙ্কের জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং, ব্যাঙ্কের জবের একটি প্রতিবেদন আপনাদের সামনে আনতে পেরেছি। আপনারা প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং আবদেন করুন খুব শীঘ্রই।

নিয়োগকারী দপ্তর: State Bank of India

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা

Name of the Post Vacancy
Circle Based Officer2964টি।

শিক্ষাগত যোগ্যতা (SBI Recruitment 2025)

Name of the PostQualification
Circle Based Officerযে কোনো শাখায় গ্রাজুয়েট।

Read More: ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ! বেতন সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা।

বেতন কত পাবেন?

Name of the PostSalary (Monthly)
Circle Based Officer36,000-63,840/-

বয়সসীমা (SBI Recruitment 2025)

Name of the PostAge Limit
Circle Based Officerস্টেট ব্যাঙ্কে নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুসারে অন্য়ান্যদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

আবেদন প্রক্রিয়া

  • প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Recruitment or Carrers পেজে যেতে হবে।
  • এরপর SBi Job Notification চেক করতে হবে।
  • আবেদনের শেষ তারিখটি দেখতে হবে।
  • তারপর অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে।
  • আবেদনপত্র পূরণ করার সময় খুব সাবধানে করবেন যাতে ভুল তথ্য চলে না যায়।
  • আবেদন ফি বলা থাকলে ফি প্রদান করতে হবে।
  • আবেদনপত্র পূরণ শেষ হয়ে গেলে সাবমিট করে দেবেন।
  • শেষে একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন ভবিষ্যতে দরকারের জন্য।

আবেদন ফি

CategoryFee
GEN/EWS/OBC প্রার্থীদের750/-

নিয়োগ প্রক্রিয়া

  1. Online Test
  2. Screening Test
  3. Interview
  4. Local Language Proficiency Test

Important Dates

Application Start Date09/05/2025
End Date29/05/2025

Important Links

Official NotificationDownload Here
SBI Recruitment 2025Click Here
Official WebsiteClick

SBI Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment