ECIL Recruitment 2025: ইসিআইএল সংস্থায় টেকনিসিয়ান পদে নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ।

ECIL Recruitment 2025: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইণ্ডিয়া লিমিটেড ৪৫ জন টেকনিশিয়ান নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা ইসিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি চেক ...

ECIL Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

ECIL Recruitment 2025: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইণ্ডিয়া লিমিটেড ৪৫ জন টেকনিশিয়ান নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা ইসিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি চেক করে নিতে পারেন।

ইসিআইএল এ চাকরি করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন লিখিত পরীক্ষা হবে কিনা, সিলেকশন কেমনভাবে হবে, এইসব কৌতুহল চাকরি প্রার্থীদের মনে আসছে।

চিন্তার কারণ নেই আজকে এইসব নিয়েই অতি সূক্ষ্মতার সঙ্গে আলোচনা করব যাতে আপনাদের আর কোনো কৌতুহলের জায়গা না থাকে। অতএব এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং জেনে নিন এই নিয়োগের সম্পূর্ণ বিবরণ।

নিয়োগকারী দপ্তর: Electronics Corporation of India Limited.

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Technician45

টেকনিসিয়ান পদের শিক্ষাগত যোগ্যতা কিরূপ?

চাকরী প্রার্থীর মাধ্যমিক/ম্যাট্রিকুলেশন/এসএসসি সঙ্গে আইটিএই সার্টিফিকেট থাকতে হবে।

১ বছর সংশ্লিষ্ট ফিল্ডে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

টেকনিসিয়ান পদে বেতন কিরকম?

Post NameSalary (Monthly)
Technician20,480 টাকা প্রতি মাসে।

Read More: স্টেট ব্যাঙ্ক ইণ্ডিয়ায় অফিসার নিয়োগ! বেতন সর্বোচ্চ ৬৩,৮৪০ টাকা।

টেকনিসিয়ান পদে বয়স কত লাগবে?

Post NameAge Limit
Technicianসর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর।
OBC চাকরি প্রার্থীরা ৩ বছর।
SC/ST চাকরি প্রার্থীরা ৫ বছর।
PWD চাকরি প্রার্থীরা ১০ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

How to Apply For ECIL Recruitment 2025

  • সমস্ত চাকরি প্রার্থী সহ ইসিআইএল এ চাকরি করা কর্মীদের সবাইকে ইসিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইট www.ecil.co.in গিয়ে আবেদন জানাতে হবে।
  • অনলাইনে আবদেন শেষ হলে একটা অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন।
  • অনলাইন রেজিস্ট্রেশনের একটা প্রিন্ট আউট অ্যাপ্লিক্যান্ট অবশ্যই নিয়ে রাখবে যেটা আবেদনের শেষ তারিখ পর্যন্ত পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে।
  • প্রিন্ট করা অ্যাপ্লিকেশনের উপর ক্যান্ডিডেট নিজের স্বাক্ষর করে তার সঙ্গে কালার রিসেন্ট তোলা ফটো (4×3 cm) লাগিয়ে এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট প্রভৃতিতে সেল্ফ অ্যাটেস্টেড করে আনতে হবে ট্রেড টেস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়।
  • প্রার্থীকে অবশ্যই ফটো এবং স্বাক্ষর জেপিজি ফরম্যাটে রিসেন্ট তোলা কালার ফটো যার ব্যাকগ্রাউণ্ড হবে নীল এবং সাইজ হবে ৫০ কেবি থেকে ১০০ কেবি এর মধ্যে।

আবেদন ফি (ECIL Recruitment 2025)

CategoryFee
GEN/OBC/EWS750/-
PaymentOnline Method

টেকনিসিয়ান পদের নিয়োগ প্রক্রিয়া দেখুন।

  1. Interview.
  2. Merit Test.
  3. CBT.
  4. Trade Test.

Important Dates

Application Last Date: 05/06/2025

Important Links

Official Notification For Technician Post: Download Here

ECIL Recruitment 2025: Click Here

ECIL Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment