South Indian Bank Recruitment 2025: সাউথ ইণ্ডিয়ান ব্যাঙ্কে জুনিয়র অফিসার নিয়োগ! বেতন বছরে ৭ লক্ষ ৪৪ হাজার টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
South Indian Bank Recruitment 2025

South Indian Bank Recruitment 2025: সাউথ ইণ্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আগ্রহী ব্যাঙ্ক জব প্রার্থীরা যারা ব্যাঙ্কে জবের প্রস্তুতি সেরে ফেলেছ তারা আবেদন জানাতে পার। যারা বিভিন্ন মাইক্রো-ফিন্যান্স দফতরে কাজ করছো স্থায়ী নয় তারাও আবেদন জানাতে পার।

এখানে বলব, সাউথ ইণ্ডিয়ান ব্যাঙ্কে চাকরির জন্য তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তার সাথে ব্যাঙ্কের কাজে তোমার ভূমিকা কি হবে? তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে ইন্টারভিউয়ের জন্য?

এই সমস্ত জানকারীর সাথে তোমরা জানতে পারবে নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি। প্রতিবেদনটি মন দিয়ে পড় এবং আবেদন কর।

নিয়োগকারী দপ্তর: South Indian Bank.

পদের নাম (South Indian Bank Recruitment 2025)

Junior Officer/Business Promotion Officer

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Junior Officer/Business Promotion Officerযে কোন শাখায় গ্রাজুয়েট।

Read More: পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত। অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে শীঘ্রই।

Salary (South Indian Bank Recruitment 2025)

Post NameMonthly Salary
Junior Officer/Business Promotion Officer62,000/- প্রতি মাসে বেতন।

বয়সসীমা

Post NameAge
Junior Officer/Business Promotion Officerসর্বোচ্চ বয়স ২৮ বছর। (30/04/2025 অনুযায়ী বয়স হিসাব করতে হবে)।

আবেদন পদ্ধতি

  • recruit.southindianbank.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
  • ‘New User Registration’ এ ক্লিক করে নিজের বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার হয়ে যেতে হবে।
  • ব্যাঙ্কের তরফ থেকে একটা আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে রেজিস্টার মোবাইল নম্বরে।
  • সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পেজে ঢুকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করে দেবেন ওয়েব পোর্টালে।
  • ফটো এবং নিজের স্বাক্ষরও আপলোড করে দিতে হবে।
  • অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
  • আবেদনপত্র সাবমিট করতে হবে এবং একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদন ফি

CategoryFee
For General 500/-
SC/ST200/-

নিয়োগ পদ্ধতি

  1. অনলাইন পরীক্ষা হবে।
  2. এবং পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে।

Important Dates

Application Start Date19/05/2025
Last Date26/05/2025

Important Links

Apply OnlineClick Here
Official WebsiteClick Here
South Indian Bank Recruitment 2025Download Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment