WBSSC Group D Recruitment 2025: রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ‘ডি’ নিয়োগ! খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে।

WBSSC Group D Recruitment 2025: রাজ্যে স্কুল সার্ভিস কমিশন 4th SLST এর মাধ্যমে ১০ হাজারেরও বেশি পদে গ্রুপ ‘ডি’ নিয়োগ হতে চলেছে। ক্লাস এইট পাশ ...

WBSSC Group D Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

WBSSC Group D Recruitment 2025: রাজ্যে স্কুল সার্ভিস কমিশন 4th SLST এর মাধ্যমে ১০ হাজারেরও বেশি পদে গ্রুপ ‘ডি’ নিয়োগ হতে চলেছে। ক্লাস এইট পাশ যোগ্যতায় নিয়োগ করা হবে তোমাদের। তোমরা যারা গ্রুপ ‘ডি’ পদের পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছ তাদের একটা দারুণ সুযোগ আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্য়মে নিয়োগ পর্বটি।

গ্রুপ ‘ডি’ পদের নোটিফিকেশন কবে বের হচ্ছে? গ্রুপ ‘ডি’ এর শূন্যপদ কতগুলি? গ্রুপ ‘ডি’ পদের সিলেবাস কি? কবে লিখিত পরীক্ষা হবে? এই সমস্ত কৌতুহলের অবসান ঘটিয়ে তোমাদের সামনে আবার একটা আগামী গ্রুপ ‘ডি’ নিয়োগের প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি।

নিয়োগকারী দপ্তর: West Bengal School Service Commission.

পদের নাম (WBSSC Group D Recruitment 2025)

গ্রুপ ‘ডি’।

শূন্যপদ মোটামুটি কতগুলি।

প্রায় ১০,০০০ এরও বেশি পদে নিয়োগ হতে পারে এই গ্রুপ ‘ডি’ তে।

শিক্ষাগত যোগ্যতা কি এই গ্রুপ ‘ডি’ নিয়োগের।

সর্বনিম্ন ক্লাস এইট পাশ যোগ্যতায় এই গ্রুপ ‘ডি’ পরীক্ষায় তোমরা বসতে পারবে। এবার গ্রুপ ‘ডি’ অনেক বিভাগ আছে যেমন- ল্যাব অ্যাটেডেন্ট, পিওন, হেল্পার, নাইট গার্ড, মেট্রন ইত্যাদি এই পোষ্টগুলি মোটামুটি গ্রুপ ‘ডি’ পোষ্ট।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ! কম্পিউটার এক্সেলে দক্ষ হতে হবে।

গ্রুপ ‘ডি’ পদের বয়সসীমা

সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত। এছাড়া সরকারি নিয়মানুসারে SC/ST/OBC/PWD এদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় আছে।

How To Apply For WBSSC Group D Recruitment 2025

  • তোমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তাতে যাবে।
  • এবং হোম পেজে দেখবে গ্রুপ ‘ডি’ পোষ্টের জন্য নোটিফিকেশন বের হবে সেটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেবে।
  • পড়ে নেবার পর দেখবে আবেদনের লাস্ট তারিখ যে তারিখের বাইরে তুমি আবেদন করতে পারবে না।
  • এবং পরে তুমি দেখবে এই গ্রুপ ‘ডি’ পদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে।
  • এইসব দেখার পর দেখবে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে বলবে।
  • রেজিস্ট্রেশন করার পর একটা ইউজার লিগ ইন এবং একটা পাসওয়ার্ড পাবে সেই দুটি দিয়ে তোমাকে তোমার পেজে লগ ইন করে নিতে হবে।
  • তারপর অনলাইনে ভালো করে আবেদন ফর্মটি পূরণ করবে যা যা নথিপত্র চেয়েছে সেগুলি সব দিয়ে।
  • শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট, ছবি, স্বাক্ষর প্রভৃতি আপলোড করবে পোর্টালে।
  • আবেদন ফি দেওয়া থাকলে প্রদান করে দেবে বিভিন্ন অনলাইন মোড আছে তুমি ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে।
  • শেষে আবেদনপত্রটি সাবমিট করে দেবে এবং সমস্ত ডিটেলস দেখাবে তোমার পূরণ করা আবেদনপত্রের।
  • একটা প্রিন্ট আউট বের করে রেখে দেবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

ডকুমেন্টস কি লাগবে?

১। কালার সাইজের ফটো নির্দিষ্ট মাপের মধ্যে।

২। নিজের স্বাক্ষর।

৩। আইডি প্রুফ।

৪। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট।

৫। অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।

৬। কাস্ট সার্টিফিকেট (যাদের লাগবে)।

নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ‘ডি’ পদের।

  1. মোট ৫০ নম্বর থাকবে লিখিত পরীক্ষায় (WBSSC Group D Recruitment 2025) সেখানে ৪৫ নম্বর রাখা থাকবে লিখিত পরীক্ষার জন্য (MCQ TYPE) এবং ৫ নম্বর থাকবে পার্সোনালিটি টেস্টের জন্য।
  2. শেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে।

Important Dates

গ্রুপ ‘ডি’ নোটিফিকেশন বের হচ্ছে: June 2025

Important Link

WBSSC Group D Recruitment 2025: Click Here

WBSSC Group D Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment