Oppo Reno 14 5G Series এর সঙ্গেই লঞ্চ হল Oppo Pad SE ভারতে বৃহস্পতিবার। Oppo র ট্যাবলেট ব্যবহারকারীরা খুবই খুশি। এই প্যাডটি দুটি কালারে নিয়ে আসছে মার্কেটে। চলুন দেখে নিই, এই প্যাডটির ডিসপ্লের সাইজ কেমন? ব্যাটারির কন্ডিশন কি? চার্জিং ক্যাপাসিটি কেমন? কি প্রসেসর ব্যবহার করেছে এই ডিভাইসটিতে? আসুন এইসব নিয়ে একটু বিস্তারিত জেনে নিই আমরা।
ডিসপ্লে
প্রথমে আসি ডিসপ্লেতে। ডিসপ্লে হল এমন একটা জিনিস যেটা ডিজাইন একটু স্টাইলিশ হলে ডিভাইসটি ব্যবহারে একটা আভিজাত্য আসে। তেমনি Oppo Pad SE তার ডিসপ্লেটি ১১ ইঞ্জি সঙ্গে ব্রাইটনেস আছে ৫০০ নিটস এবং ৯০ হার্জ রিফ্রেস রেট আছে এই ডিভাইসটিতে।
প্রসেসর
ডিজাইন শুধু ভালো হলে হবে না তার সঙ্গে ভেতরের পার্টস কেমন আছে সেগুলোও দেখার আছে একজন ব্যবহারীর কাছে। তাই এই New Android tablet-এ আছে MediaTek Helio G100 Chipset প্রসেসর যেটা বেশি পাওয়ার সাশ্রয় করে। কম পাওয়ার খরচের সাথে সাথে পারফরম্যান্সও ভালো দেয়।
মেমোরি স্টোরেজ
RAM পাওয়া যাচ্ছে 8জিবি এবং স্টোরেজের সুবিধা দিচ্ছে 128জিবি।
ব্যাটারি
ব্যাটারি এখানে 9,340mAh রয়েছে এবং 33W এর চার্জিং সাপোর্ট ক্যাপাসিটি থাকছে।
Oppo Pad SE এর দাম কত?
এর মার্কেট প্রাইস হচ্ছে ১৩,৯৯৯ টাকা আর কনফিগারেশন হচ্ছে 4GB ও 128GB RAM সহ স্টোরেজ ভ্য়ারিয়ান্ট। LTE variants 4G Network সঙ্গে 6জিবি ও 8জিবি এবং 128জিবি RAM and storage সহ দাম পড়ছে ১৫,৯৯৯ টাকা ও 16,999 টাকা। দুটো কালারের স্টারলাইট সিলভার ও টুইলাইট ব্লু।
অন্য় অফারগুলি কি পাওয়া যাচ্ছে?
Oppo এর নতুন ট্যাবলেটেটি বিক্রি হচ্ছে Oppo ইণ্ডিয়া ওয়েবসাইটে এবং অন্যান্য ওয়েবসাইটে ও রিটেল দোকানে পাওয়া যাবে মোটামুটি ১২ জুলাই থেকে। এছাড়া কূপনের সাহায্যে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে লঞ্চ অফারে। Oppo এর অনলাইন দোকানে শপিং করলে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও নো কস্ট ইএমআই অপশনও রয়েছে ৫,৬৬৬ টাকা শুরু প্রতি মাসে।
Oppo Pad SE এর স্পেশিফিকেশন
অপারেটিং সিস্টেম
ডুয়াল সিমের সঙ্গে Oppo Pad SE এর অপারেটিং সিস্টেম ColorOS 15.0.1 যা অ্যাণ্ডড্রয়েড ১৫ এর উপর চলছে।
ক্যামেরা
Oppo Pad SE ক্যামেরা হিসাবে 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেনসর সঙ্গে f/2.2 অ্যাপারচার রয়েছে যা হল সবচেয়ে চওড়া। এছাড়া অটোফোকাসের অপশন রয়েছে।
সামনের দিকে 5 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা এটারও অ্যাপারচার f/2.2 হবে।
স্পীকার সিস্টেম
আনলক করার জন্য ফেস রিকগনিশন ফিচার ব্যবহার করা হয়েছে। যাতে সহজে নিজের ফেস সিলেক্ট করে আনলক করা যায়। এতে সিকিউরিটি ভালো বজায় থাকে। অন্য কেউ লকটি খুলতে পারবে না।
স্পীকারের জন্য স্কোয়াড স্পীকার সিস্টেম ব্যবহৃত হয়েছে এখানে।
ওয়্যারলেস সংযোগ
কানেকটিভিটির জন্য Bluetooth 5.4, স্টাণ্ডার্ড Wi-Fi সিস্টেম 802.11a,b,g,n,ac এবং গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম লাগানো আছে। শিশুদের ব্যবহারের জন্য কিডস মোড দেওয়া আছে যা হল নিরাপদ শিশুদের জন্য সেটাও ব্যবহার করা হয়েছে নিরাপদের কথা ভেবে বিশেষ করে বাচ্ছাদের জন্য।
O+ Connect feature দেওয়া হয়েছে, যা ফাইল শেয়ার করার কাজে ব্যবহার করা হবে।
বিভিন্ন AI ফিচার ব্যবহার Oppo Pad SE
এআই ফিচার এখানে দেওয়া হয়েছে, এআই ফটো রিমাস্টার, এআই ইনটেলিজেন্ট ডকুমেন্ট প্রভৃতি।
এটা সংস্থার তরফ থেকে দাবি করা হয় যে Oppo এর প্রোডাক্ট যখন তৈরি হয় তখন একটা ল্যাবরেটরি টেস্ট হয় সেই ল্যাবরেটরিতে Oppo Pad SE ৩৬মাসের ফ্লুয়েন্সি টেস্টে পাশ করেছে এবং সার্টিফায়েড হয়েছে ।