Oppo K13 Turbo Series গোপনীয়তা ফাঁস হয়েছে! GSMArena.com এ সব তথ্য পেয়ে যাবেন।

Oppo K13 Turbo Series লঞ্চ হওয়ার সম্ভাবনা চাইনাতে ২১জুলাই। Oppo কোম্পানীর ফাউণ্ডার হলেন টনি চেন। কোম্পানীর তরফ থেকে একটি পোষ্টের মাধ্যমে সোসাল মিডিয়াতে জানিয়েছেন এই ...

Published On:
Follow
Join
Subscribe

Oppo K13 Turbo Series লঞ্চ হওয়ার সম্ভাবনা চাইনাতে ২১জুলাই। Oppo কোম্পানীর ফাউণ্ডার হলেন টনি চেন। কোম্পানীর তরফ থেকে একটি পোষ্টের মাধ্যমে সোসাল মিডিয়াতে জানিয়েছেন এই লঞ্চের বিষয়টি। অন্যতম স্মার্টফোন কোম্পানী আরও জানিয়েছেন তারা অলরেডি গিকবেঞ্চে বেঞ্চমার্কের জন্য পাঠিয়ে দিয়েছেন তাদের স্মার্টফোনটিকে যার মডেল নম্বর হল PLE110।

oppo k13 turbo series specs leak

চাইনার একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট এর ফিচারগুলি সামনে এনেছে। এই লঞ্চের বিষয়টা এই ওয়েব পোর্টালে প্রকাশিত হয়েছে। আরও প্রকাশ করেছে ফোনের দাম এবং গ্লোবাল লঞ্চের বিষয়টাও।

পাশাপাশি একটা ভিডিওতে এই স্মার্টফোনের brief or partial view ও সামনে এনেছে। Oppo k13 turbo series একটা টার্বো ফ্যানও ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। প্রাইমারি রিয়ার ক্যামেরাতে থাকছে RGB Lighting যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, গেমপ্রেমীদের জন্য বিশেষ নজর দেওয়াই হচ্ছে এই কোম্পানীর মুখ্য উদ্দেশ্য। হ্যাণ্ডসেটটি সেইরকম ভাবেই তারা তৈরি করছে বলে মনে হচ্ছে।

Read More: Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটি কখন বাজারে আসছে জানুন! গিকবেঞ্চে এর স্কোর কত তাও জেনে নিন।

Oppo k13 turbo series Specifications

Oppo K13 ফোনটি গিকবেঞ্চে বেঞ্চমার্কের জন্য লিস্ট করা হয়েছে এর মডেল নম্বর PLE110। অন্য একটি ওয়েবসাইটে জানা গিয়েছে যে এই ফোনটির সিঙ্গল কোর পারফরমেন্সের স্কোর হচ্ছে 2,176 এবং মাল্টি কোর পারফরমেন্স 6,618 পয়েন্ট।

স্মার্টফোনটি অ্যাণ্ডড্রয়েড 15 ব্যবহার করবে এবং প্রসেসর MediaTek Dimensity 8450 SoC। অন্যদিকে প্রো ভ্যারাইন্টে থাকবে স্ন্যাপড্রাগনের প্রসেসর 8s Gen 4 chipset।

Oppo এর হ্যাণ্ডসেটের Oppo K13 Turbo and Turbo Pro ফিচার ফাঁস হয়েছে আর বলার অপেক্ষা রাখে না সবাই অলরেডি জেনে গিয়েছে। তবে দুটি ফোনই sport 6.8inch LTPS display এবং 1.5K রেজোলিউশন ব্যবহার করছে।

দুটোতেই ডুয়াল রিয়ার ক্যামেরা থাকছে 50মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও 2 মেগাপিক্সেলের সেকেণ্ডারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই মতে জানা গিয়েছে। আর সামনের দিকে যথাসম্ভব থাকবে 16মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment