আ্যামাজন প্রাইম ডে সেল, আজ দ্বিতীয় দিনে পা রাখল। অর্থাৎ, ১২জুলাই থেকে শুরু হয়ে পরের দিন ১৩ই জুলাই এই দুই দিন। তিন দিনের এই উৎসবে যোগদান করেছে অনেক মানুষ। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট যেমন স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, এয়ার কন্ডিশনার আরও অনেক ধরনের পণ্য অ্যামাজনের প্লাটফর্মে বিক্রি চলছে দারুণ সেলে।
আপনারা জানতে চেয়েছেন স্মার্ট ওয়াচের বিষয়ে, আমি আজকের অ্যামাজেনের দ্বিতীয় দিনের সেলে বলব সমস্ত ধরনের স্মার্ট ওয়াচের বিষয়ে। স্মার্ট ওয়াচ এখনকার দিনে একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক গ্যাজেট। আমরা যেখানেই যাই না কেন হাতে একটা স্মার্ট ওয়াচ থাকলে আমাদের পার্সোনালিটিও বেড়ে যায় এবং গুরুত্বপূর্ণ ভিডিও, স্বাস্থ্য সম্বন্ধীয় টিপস, খেলা, গান প্রভৃতি আমরা উপভোগ করতে পারি এই ছোট ডিভাইসটির মাধ্যমে।
যারা বাড়িতে বসে অ্যামাজন সেলের বিভিন্ন ওয়েবসাইটে নজর রাখছেন, দেখছেন, তারা সবচেয়ে বেশি কৌতুহলী হয়ে আছেন কোন প্রতিবেদনের পড়ার মাধ্যমে এই সেলের খুঁটিনাটি পড়ে নেবার চেষ্টা করবেন।
স্মার্ট ঘড়ির ব্রাণ্ডের ফিচার এবং তার উপর পর্যাপ্ত ছাড়
ঠিক, তাইতো! এখানে আপনাদের সব ধরনের স্মার্ট ওয়াচের বিষয়ে আলোচনা করবো। আপনারা পরবর্তীতে অ্যামাজনের লাইভ শোতে অংশগ্রহণ করার চেষ্টা অব্যাহত রাখবেন।
বিভিন্ন নামীদামী ব্রাণ্ডের খোঁজখবর এখানে পাবেন Samsung, Amazfit, OnePlus, Noise, Fire-Boltt প্রভৃতি স্মার্ট ঘড়ি। নয়েজ হল একটা ভারতীয় অন্যতম ব্রাণ্ড যারা বিশ্বব্যাপী নামকরা তৃতীয় বৃহত্তম ব্রাণ্ডে পরিণত হয়েছে।
ক্রেডিট কার্ডের উপভোক্তার সুবিধা প্রদান
SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ১০ শতাংশ ডিসকাউন্ট পেতে পারবেন। এছাড়াও ICICI ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করেও আপনি transaction করতে পারবেন এবং ঋণ নিয়ে তা পরিশোধও করতে পারবেন অনায়াসে।
স্মার্ট ঘড়ির স্পেসিফিকেশন
সামসুংয়ের গ্যালাক্সি ওয়াচ 6 ক্লাসিক স্মার্ট ঘরির উপর ৫৯শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে। যাতে 2জিবি RAM এবং 16জিবি স্টোরেজ থাকছে। এছাড়াও স্মার্টওয়াচে এমন এক দুর্ধর্ষ ফিচার রয়েছে যা আপনাকে অবাক করে দেবে। যেটা আপনার শরীরের ফিটনেস, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আপনার ঘুম কতটা প্রয়োজন সেই ফিচার sleep coaching feature রয়েছে। অর্থাৎ আপনার হেলথ গাইড হিসাবে আপনার সঙ্গীর মতোই থাকছে।
Top 6 স্মার্ট ওয়াচের নাম ও ব্রাণ্ড মডেলের দাম ও বিক্রির মূল্য নীচে দেওয়া হল-
| মডেলের নাম | তালিকাভুক্ত দাম | কত টাকায় বিক্রি |
| Boat Lunar Discovery | Rs. 8,499 | Rs. 1,099 |
| Fire-Boltt Ninja Call Pro Max | Rs. 14,999 | Rs. 1,099 |
| Amazfit Active | Rs. 19,999 | Rs. 6,495 |
| Noise Pulse 4 Max | Rs. 6,999 | Rs. 1,999 |
| Redmi Watch 5 Active | Rs. 4,999 | Rs. 1,899 |
| pTron Force X11 | Rs. 7,999 | 1,098 |


