Realme 15 and 15 Pro আগামী ২৪শে জুলাই লঞ্চ হচ্ছে ভারতীয় বাজারে! বাজার দাম ও ফ্লিপকার্টে উপলব্ধ কবে থেকে জানুন।

Realme 15 এবং 15 Pro ইণ্ডিয়াতে লঞ্চ হবে ২৪ জুলাই, বৃহস্পতিবার। দুটো মডেলের ভ্যারিয়েশনেই পাওয়া যাবে মার্কেটে। অফিসিয়াল লঞ্চ হবার আগেই এর স্পেশিফিকেশন, ইমেজ ফাঁস ...

Published On:
Follow
Join
Subscribe

Realme 15 এবং 15 Pro ইণ্ডিয়াতে লঞ্চ হবে ২৪ জুলাই, বৃহস্পতিবার। দুটো মডেলের ভ্যারিয়েশনেই পাওয়া যাবে মার্কেটে। অফিসিয়াল লঞ্চ হবার আগেই এর স্পেশিফিকেশন, ইমেজ ফাঁস হয়ে গিয়েছে।

রিয়েলমি 15 মোবাইলের সমস্ত ফিচারই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে। এই মডেলের কালার ভ্যারিয়েশন, ব্যাটারি, কনফিগারেশন সম্বন্ধে আসুন বিস্তারিতভাবে জেনে নিই।

Read More: Amazon Prime Day Sale 2025: সেলের দ্বিতীয় দিনে, স্মার্ট ঘড়ির ধুন্ধুমার বিক্রি প্রমাণ করে অ্যামাজনের প্রাইম ডের সফলতা।

Realme 15 Pro মোবাইলের ভারতে সম্ভাব্য দাম

উচ্চ কোয়ালিটির এই ফোনটির দাম মার্কেটে মোটামুটি ৩৯,৯৯৯ টাকার হওয়া সম্ভব বলে বিশেষজ্ঞদের মত। অন্যদিকে রিয়েলমি 15 এর সম্ভাব্য দাম মোটামুটি ২৫,০০০ টাকার মধ্যে হতে পারে বলে আন্দাজ করা যাচ্ছে।

ভারতীয় সময় সন্ধ্যা 7টা এবং তারিখ ২৪শে জুলাই লঞ্চ হচ্ছে এই দুই মডেলের স্মার্টফোন। তারপরে ফ্লিপকার্টে আপনারা স্মার্টফোনটিকে কিনতে পারবেন অনলাইনে বা অফলাইন স্টোর থেকে।

কালার অপশন

তিনটে কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।

  • Silk Pink
  • Velvet Green
  • Flowing Silver

Display

6.8 inch AMOLED ডিসপ্লে থাকছে, রেজোলিউশন থাকছে 1.5K, ব্রাইটনেস 6,500 nits peak. রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ। Realme Pro Display size 6.8 inch AMOLED প্যানেল এবং একই রেজোলিউশন ও রিফ্রেশ রেটের কার্যপ্রণালী।

Processor

7,300 MediaTek Dimencity processor রয়েছে মডেল দুটিতে।

Battery

7,000 mAh battery with 80Watt ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকছে। Realme Pro তে থাকছে 7,000mAh battery 80 watt first charging capacity.

রিয়েলমি মোবাইলে থাকছে 50MP Primary sensor এবং 8MP আল্ট্রাওয়াইড লেন্স।

Also Read: আইফোন 17 প্রো মডেলটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লঞ্চ হবার সম্ভাবনা! iOS 26 অপারেটিং সিস্টেমের Next Generation অ্যাপেলের আইফোন হতে চলেছে।

Camera

50MP Front Camera সেল্ফি এবং ভিডিও কলিং এর জন্য।

হ্যাণ্ডসেটটি 7.66 মিলিমিটার মোটা মডেলের।

আরও থাকছে ধূলোবালি ও জল থেকে রক্ষার জন্য IP68 and IP69 rating facilities.

Chipset

Realme 15 Pro তে Snapdragon 7 Gen 4 chipset.

Realme মোবাইলের মডেল দুটি লঞ্চ হবার পরই ফ্লিপকার্ট মার্কেটপ্লেসে পাওয়া যাবে। পরের দিন থেকেই রিয়েলমির স্টোরেও মিলবে এই হ্যাণ্ডসেট দুটি।

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment