SBI Clerk Vacancy 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এসবিআই ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমস্ত চাকরী প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 13,735 টিরও বেশি ক্লার্ক পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আবেদনপত্র পূরণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা? শূন্যপদ কত রয়েছে? মাসিক মাইনে কত পাবেন? কিভাবে নিয়োগ হবে? আবেদন কীভাবে করবেন? এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করব।
Important Dates
| আবেদন শুরু | ফর্ম ফিলাপ শুরু হয়েছে। |
| আবেদনের শেষ তারিখ | 7ই জানুয়ারি, 2025 |
নিয়োগকারী দপ্তর : State Bank of India
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
| Post Name | Vacancy |
| Clerk/Junior Assistant | 13,735 |
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
Salary
| Post Name | Monthly Salary |
| Clerk/Junior Assistant | 46,000 টাকা প্রতি মাসে। |
বয়স সীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। (1/4/2024 অনুযায়ী প্রার্থীকে বয়স হিসেব করে নিতে হবে)।
বয়সের ছাড় : সরকারি নিয়ম অনুসারে SC/ST প্রার্থীদের বয়স 33 বছর এবং OBC প্রার্থীদের বয়স 31 বছর PWD জেনারেল প্রার্থীরা 38 বছর, PWD SC/ST প্রার্থীরা 43 বছর PWD OBC প্রার্থীরা 41 বছর বয়স হতে হবে। এছাড়াও সরকারি নিয়মানুযায়ী Ex-Servicemen/Disabled Ex-Servicemen এবং Widows, Divorced Women প্রার্থীরাও ছাড় পেয়ে থাকবেন।
Read More: এসবিআই মুদ্রা লোন! অনলাইনে আবেদন করো।
How to Apply SBI Clerk Vacancy 2025
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে (SBI Clerk Vacancy 2025) আবেদন জানাতে হবে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তারপর সাবমিট করতে হবে।
Documents of SBI Clerk Vacancy 2025
- সক্রিয় মোবাইল নম্বর।
- ইমেল আইডি।
- স্ক্যান করা কালার পাশপোর্ট সাইজের ছবি। (20 থেকে 50 kb এর মধ্যে)
- নিজের স্বাক্ষর। (10 থেকে 20 kb এর মধ্যে)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট)
- বাম হাতের থাম্ব প্রিন্ট এবং হাতে লেখা ঘোষণাপত্র।
- ক্যাটাগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- আইডি প্রুফ।
- শারীরিক অক্ষমতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
SBI Clerk Vacancy 2025 Selection Process
| Stage | Description |
| Preliminary Examination | প্রিলিমিনারি পরীক্ষায় 100টি প্রশ্ন থাকে, প্রত্যেকটিতে 1 নম্বর করে থাকবে। আপনার কাছে পরীক্ষা শেষ করার জন্য 60 মিনিট থাকবে। |
| Mains Examination | মেইনস পরীক্ষা অনলাইনে পরিচালিত হয়। মোট 200 নম্বর থাকবে এবং সময় 2 ঘন্টা এবং 40 মিনিট থাকবে। |
| Final Selection Process | কল লেটার পাওয়ার জন্য, আপনাকে প্রিলিমিনারী এবং মেইন দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| Language | প্রার্থীদের স্থানীয় ভাষায় দখল থাকতে হবে। |
আবেদন ফি (SBI Clerk Vacancy 2025)
| Category | Application Fee |
| General/OBC/EWS | 750 টাকা। |
| SC/ST/PWD | আবেদন ফি লাগবে না। |
Important Link
| Official Notice | Download |
| Website | Click Here |


