AAI Junior Assistant Recruitment 2025: এয়ারপোর্টে যারা চাকরি করতে চান বা বিমানসংস্থায় যাদের চাকরী করবার ছোটো থেকে স্বপ্ন বা ইচ্ছা তাদের পক্ষে দারুণ সুখবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইণ্ডিয়া তাদের সংস্থায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করতে চলেছে। উচ্চ মাধ্যমিক পাশ অথবা মেকানিক্য়াল অথবা অটোমোবাইলে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসে বেতন, আবেদন কিভাবে করবেন, নিয়োগ পদ্ধতি এই সমস্ত বিস্তারিত বিবরণ (AAI Junior Assistant Recruitment 2025) দেওয়া হবে আজকের প্রতিবেদনে। প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং সঙ্গে থাকুন।
Important Dates
| নতুন করে অনলাইন আবেদন শুরু | 05/04/2025 |
| আবেদনের শেষ তারিখ | 11/04/2025 (Last Date Extended) |
| অনলাইন পেমেন্টের শেষ তারিখ | 11/04/2025 |
নিয়োগকারী দপ্তর : Airports Authority of India, Eastern Region(AAI)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
| Name of the Post | Vaccancy |
| Junior Assistant (Fire Service) | 89 |
Salary (AAI Junior Assistant Recruitment 2025)
| Name of the Post | Monthly Salary |
| Junior Assistant (Fire Service) | 31,000 – 92,000/- |
শিক্ষাগত যোগ্যতা
| Name of the Post | Qualification |
| Junior Assistant (Fire Service) | 10th, Diploma in Mechanical/Automobile/Fire, 12th |
বয়সসীমা
| Name of the Post | Age Limit |
| Junior Assistant (Fire Service) | 18-30, As on 01/11/2024 |
আবেদন ফি
| Category | Fee |
| UR/OBC/EWS | 1,000/- |
| Payment Mode | Online (Debit Card/Credit Card/Net Banking/UPI) |
আবেদন পদ্ধতি (AAI Junior Assistant Recruitment 2025)
1. চাকরী প্রার্থীদের এয়ারপোর্ট অথরিটির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
2. প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।
3. সমস্ত তথ্যগুলি ঠিকভাবে পূরণ করতে হবে সাবমিট করার আগে এডিট করার সুযোগ পাবে।
পদ্ধতির ধাপগুলি
I. Sign up পদ্ধতি
- এখানে প্রথমে প্রার্থীর নাম, কোন পদে আবেদন করছে, মেল আইডি, মোবাইল নম্বর প্রভৃতি দিতে হবে।
- এগুলি পূরণ করে সাবমিট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে।
- হঠাৎ লগ আউট হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে যাবে।
II. Filling-up of Application
- লগ ইন করে প্রবেশ করার পর ‘Go to Application Form’ ক্লিক করতে হবে।
- তারপর ক্যাটাগরি, পার্সোনাল ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার বিবরণ সমস্ত কিছু পূরণ করতে হবে।
- এইসব হবার পর নিজের ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
- সবশেষে পেমেন্ট গেটওয়েতে প্রবেশ করে আবেদন ফি অনলাইন মেথডে পেমেন্ট করে দিতে হবে।
- সবশেষে একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে ভবিষ্যতের জন্য।
Read More : হুগলি কোচিন শিপওয়ার্ড লিমিটেড, বিভিন্ন পদে লোক নিচ্ছে! মাধ্যমিক যোগ্যতায় আবেদন করো।
ডকুমেন্ট সম্পর্কিত বিবরণ
(১) ডিজিটাল ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করতে হবে।
(২) স্ক্যান কপি অবশ্যই jpg/jpeg, pdf প্রভৃতি ফরম্যাটে হতে হবে।
(৩) পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে সাদা ব্যাকগ্রাউণ্ড থাকতে হবে।
(৪) এবং ফাইল সাইজ 50 কেবি থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে।
(৫) স্ক্য়ানার 200 dpi হতে হবে।
(৬) ফটোর আয়তন 3.5 সেমি থেকে 4.5 সেমি হতে হবে।
(৭) স্বাক্ষর একটা সাদা কাগজের উপর কালো কালির পেনে হতে হবে।
(৮) শুধুমাত্র স্বাক্ষরের জায়গাটাই স্ক্যান করতে হবে বেশি জায়গা করলে হবে না।
(৯) এবং সাইজ 50কেবি থেকে 100 কেবি পর্যন্ত থাকতে হবে।
(১০) মাধ্যমিকের সার্টিফিকেট জন্ম তারিখ প্রফ ডকুমেন্ট আপলোড করতে হবে।
(১১) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
(১২) কাস্ট সার্টিফিকেট (সরকারি অফিসার দ্বারা অ্যাটেস্টেড করা)
(১৩) বাসস্থান সার্টিফিকেট।
(১৪) EWS প্রার্থীদের জন্য ইনকাম সার্টিফিকেট।
(১৫) ড্রাইভিং লাইসেন্স জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Fire Service)পদের ক্ষেত্রে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড (AAI Junior Assistant Recruitment 2025) লিখিত পরীক্ষা হবে। মোট 100 নম্বরে পরীক্ষা হবে পাশ নম্বর থাকতে 50।
দুটি ভাগে পরীক্ষা হবে পার্ট-এ এবং পার্ট-বি। পার্ট-বি থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইনটেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংরাজী প্রভৃতি।
তারপর বিভিন্ন শারীরিক পরীক্ষার বিভিন্ন ধাপ থাকবে নীচে নোটিফিকেশনে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে দেখে নেবেন।
Important Links
| Re-Open Notice | Click Here |
| Official Notification | Download Here |
| AAI Junior Assistant Recruitment 2025 Online Apply | Click Here |
| Official Website | Click Here |


