AIIMS Raipur Recruitment 2025: এইমস রায়পুর, ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর নিয়োগ! আবেদনপত্র পাঠান ই-মেলের মাধ্যমে।

AIIMS Raipur Recruitment 2025: অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস রায়পুর, তাদের অফিসে ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটরের পদের জন্য ই-মেলে দরখাস্ত পাঠাতে বলছে। আপনারা আপনাদের আবেদনপত্র ...

AIIMS Raipur Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

AIIMS Raipur Recruitment 2025: অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস রায়পুর, তাদের অফিসে ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটরের পদের জন্য ই-মেলে দরখাস্ত পাঠাতে বলছে। আপনারা আপনাদের আবেদনপত্র প্রস্তুত করে তাদের দেওয়া মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন কোনরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না।

এই পদের শিক্ষাগত মানদণ্ড, বয়সের ঊর্ধ্বক্রম, বেতন স্ট্রাকচার, বিস্তারিত জানাব এই লেখার মাধ্যমে। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী দপ্তর: All India Institute of Medical Sciences Raipur (AIIMS Raipur)

Name of the Post

Clinical Research Co-ordinator

Educational Qualification

ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর পদে দরখাস্ত করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা হল কোন স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে গ্রুজুয়েশন ডিগ্রী।

Read More: আইআইটি যোধপুরে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ! ২৩শে এপ্রিল আবেদনের লাস্ট ডেট।

Salary (AIIMS Raipur Recruitment 2025)

এই পদের বেতন শুরু ২৮,১২৪ টাকা থেকে। অর্থাৎ আপনি প্রতি মাসে এই টাকা বেতন হিসাবে পাবেন আপনার হাতে।

Application Fee

কোন আবেদন মূল্য দেওয়া হয় নি অফিসিয়ালি নোটিফিকেশনে।

Age Limit

ইণ্ডিয়ান ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস রায়পুরের তরফ থেকে বয়স বলা হয়েছে সর্বোচ্চ ৩০ বছর অর্থাৎ 04/05/2025 অনুসারে বয়স গণনা করে নিতে হবে।

Apply Process (AIIMS Raipur Recruitment 2025)

  • নোটিফিকেশন দেকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে।
  • ক্লিনিক্যাল রিসার্চ কোৃ-অর্ডিনেটর পদের আবেদনটি দেখে নিন।
  • তারপর সেই পদের যোগ্যতা চেক করুন।
  • শেষ তারিখ দেখে নিয়ে আবেদন করুন।
  • আবেদন লেখার সময় নির্দিষ্ট ফরম্যাট এবং সিভি আপলোড করবেন।
  • আবেদনপত্র লেখা হয়ে গেলে নিজের মেল খুলে কমপোজ মেলে গিয়ে তাদের দেওয়া অ্যাড্রেস লিখে, নিজের বায়ো ডাটা, আবেদনপত্র পূরণ করে অ্যাটাচ করে পাঠিয়ে দিন।
  • আপনি যে মেলটি পাঠাবেন তা আপনার সেন্ট মেলে তার কপি থেকে যাবে।

Address to Send E-Mail

Mail ID : drpankajkannauje@aiimaraipur.edu.in ৩০ এপ্রিলের মধ্যে পাঠান।

Selection Process

  • ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন।

Important Dates

Notification Released 16/04/2025
Last Date to Send E-Mail30/04/2025

Important Links

AIIMS Raipur Recruitment 2025 Official Notice Click Here
Official WebsiteVisit Here

AIIMS Raipur Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment