Amazon Prime Day Sale 2025: অ্যামাজনের প্রাইম ডে সেলে দুর্দান্ত চমক! ক্যামেরা, স্মার্টফোন, স্মার্ট টিভির লোভনীয় অফার প্রথম দিনেই অফুরন্ত বিক্রি।

Amazon Prime Day Sale 2025 অর্থটা কি? আপনাদের জানতে হবে, বলে রাখা ভালো অ্যামাজন প্রাইম দিবস সেল শুরু হচ্ছে ১২ জুলাই থেকে এবং শেষ হবে ...

Published On:
Follow
Join
Subscribe

Amazon Prime Day Sale 2025 অর্থটা কি? আপনাদের জানতে হবে, বলে রাখা ভালো অ্যামাজন প্রাইম দিবস সেল শুরু হচ্ছে ১২ জুলাই থেকে এবং শেষ হবে ১৪ জুলাই রাত ১১টা ঊনষাট মিনিটে খতম বা শেষ হবে। যে সমস্ত ইলেকট্রনিক জিনিস অথবা পণ্য বলাই ভালো শখের নিমিত্তে কেনাকাটিকে পণ্য বলা যেতেই পারে। আপনারা বিনোদনের জন্য ব্যবহার করেন বা শখের নিমিত্তে কেনেন সেই সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি হয় কম দামে বা ডিসকাউন্ট দামে। এবার যে প্লাটফর্মে সেটা সেল হয় সেটা হল অ্যামাজন।

এবার আসি আপনি ভাবছেন অংশ নেবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে অংশগ্রহণ করা যায়। অনেক ব্লগ পড়ছেন বা ইউটিউব ভিডিও দেখছেন তাও আপনার বোধগম্য হচ্ছে না।

কিভাবে এই সেলের উৎসবে অংশগ্রহণ করেন?

তারপর আপনার প্রশ্ন অংশগ্রহণ করলেও ১০,০০০টাকার মধ্যে কোন ইলেকট্রিনিক পণ্য পাবো কি?

তাহলে বলি, হ্যাঁ পাবেন। আপনি ১০,০০০ টাকার মধ্যেও আপনার বিনোদনের জিনিস বা শখের জিনিস পেতে পারবেন। ছোটো একটা কাজ করতে হবে আপনাকে।

আপনি বলবেন কি করতে হবে ছোট্ট কাজ? ধরা যাক, আপনি অ্যামাজনের পেড মেম্বারশিপে নেই। কিন্তু আপনি এই বিষয়টা সব জায়গায় শুনেছেন অ্যামাজনে প্রাইম সেল দিচ্ছে বড়ো ডিসকাউন্টে। আপনার মনেও সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা হলো।

সুতরাং, আপনি ভাবছেন এই যা সেলে কেনার জন্যও আমাকে পেড মেম্বারশিপ নিতে হবে? আমি বলব না, এখানে পেড মেম্বারশিপও আছে আবার, যারা এমনিই অংশগ্রহণ করতে চান তারাও এখানে নির্দিধায় অংশগ্রহণ করতে পারবেন কোন মেম্বারশিপের দরকার নেই।

তাহলে আশা করি আপনাকে বোঝাতে পারলাম এই প্রাইম দিবস সেলের ব্যাপারটা।

আরও পড়ুন: Google Pixel 10 Pro Fold স্মার্টফোনটি কখন বাজারে আসছে জানুন! গিকবেঞ্চে এর স্কোর কত তাও জেনে নিন।

অ্যামাজন প্রাইম দিবসে ইলেকট্রনিক পণ্যের রমরমা বিক্রি

এই সেল দিবসে অ্যাপেলের আইফোন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, এয়ার কণ্ডিশনার, কম্পিউটার অ্যাসোসরিজ One Plus 13s, One Plus Nord CE5, One Plus 13 এর ফ্লাগশিপ ফোনও পাওয়া যাচ্ছে, শুধু পাওয়া যাচ্ছে বললে ভুল হবে তাও আবার ৭৫ পারসেন্ট ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে।

স্মার্ট টিভি বিভিন্ন নামীদামী ব্রাণ্ডের আপনি পেয়ে যাবেন ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে আবার যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তো কেল্লা ফতে আপনি তৎক্ষণাৎ ১০ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর কি চান?

এবার আপনি বলবেন, এখানে EMI অপশনে কি পাওয়া যাবে যেমনটি পাওয়া যায় অ্যামাজন ডট ইন ওয়েবসাইটে বা ডাউন পেমেন্ট দিয়ে কি পাওয়া যেতে পারে কোন মোবাইল ফোন?

সেক্ষেত্রে আপনাকে বলব, না আপনি EMI অপশনে হয়তো পাবেন না, কিন্তু এটা বলতে পারি আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্টে অনেকটা কম দামেই পেয়ে যাবেন।

অ্যামাজন প্রাইম ডে সেল 2025 সরাসরি ই-কমার্স ওয়েবসাইটগুলিতে

অ্যামাজন প্রাইম ডে সেল আপনার জন্য়ই অপেক্ষা করছে। আপনি সরাসরি অ্যামাজনের ওয়েবসাইট, অ্যাপ অথবা অ্যামাজনের সহযোগী ওয়েবসাইটগুলিতে দেখতে পেয়ে যাবেন এবং লাইভ অংশগ্রহণও করতে পারবেন।

আচ্ছা, কেনাকাটি কিভাবে করব? জিনিস পছন্দ করবো কিভাবে? এই প্রশ্নটা আপনার মনে জাগছে হয়তো! এখনকার দিনে এটা বলার অপেক্ষা রাখে না যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদের একটি করে ডেবিট কার্ড (Rupay বা Visa Card) আছে এবং যাদের একটু ব্যাঙ্ক ব্যালান্স বেশি আছে তারা নিশ্চয়ই ক্রেডিট কার্ড পেয়ে গেছেন। তারা অনায়াসেই ব্যাঙ্ক ঋণ নিয়ে আপনার পছন্দের বিনোদনের জিনিসটা কিনতে পেরে যাবেন। পছন্দের জন্য আপনি লিস্ট পেয়ে যাবেন ডিসপ্লে দেখতে পাবেন প্রাইস দেখবেন, ডিসকাউন্ট প্রাইস কত তাও দেখতে পারবেন এছাড়াও ভিডিও, গ্রাফিক্স সবই দেখা যাবে।

ভালো ক্যামেরা কিনে নিন এই প্রাইম ডে সেলে

টপ 10 ক্যামেরা এই সেলের লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে সোনি, ক্যানন ইনস্টা 360(চীনা কোম্পানীর) যা এই সেলে বড় সংগ্রহ। এছাড়াও ফুজিফিল্ম, গো প্রো ক্যামেরা প্রভৃতি। যেমন গো প্রো হিরো 12 ক্যামেরাটি বিক্রি হচ্ছে মাত্র ২৬,৯০০ টাকায়। আপনি SBI A ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন এই প্রাইম সেলে।

এখন ভাবছেন, যদি একটা তালিকা পাওয়া যেত কি কি স্মার্টফোন বিক্রি হচ্ছে এই অ্যামাজন সেলে।

অবশ্যই তালিকাটি আপনার সামনে দিলাম দেখুন-

স্মার্টফোনকম্পিউটার বা ল্যাপটপ অ্যাসেসরিজস্মার্ট ওয়াচস্মার্ট টিভি
Samsung Galaxy M06Wireless mice and keyboards Logitech, Dell, HP, Asus and other brandsOnePlus Watch 2, Apple Watch Series 9Samsung, Xiaomi, LG, Vu, Kodak, TCL and other well known brands and even 4K TV also available under discount price
Samsung Galaxy s24 ultra flagship model
Samsung Galaxy Z Fold 6
Recently launched Samsung Galaxy M36 5G
OnePlus Nord CE 5
Realme Narzo 80 Lite 5G
OnePlus Nord 5
iQ00 13

অ্যামাজন প্রাইম সেলে যা পাওয়া যাচ্ছে তা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। অ্যামাজন কাস্টমারদের সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই প্রাইম সেল প্রতি বছর হয় এবং গ্রীষ্মকালে জুলাই মাসেই হয়। কাস্টমাররা তাদের পছন্দের জিনিস কেনে ঘর সাজানোর জন্য, বিনোদনের জন্য এবং উপহার দেওয়ার জন্যও বটে। সুতরাং, নিশ্চিতভাবে বলতে হয় এই অ্যামাজনের এই সেল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে গ্রাহকদের বিভিন্নভাবে সুবিধা ও ছাড় প্রদানের জন্য। আপনারা এই সেলে অংশগ্রহণ করুন এবং পছন্দের জিনিস ঘরে তুলুন এবং আনন্দ মিলেমিশে ভাগ করে নিন সবার সঙ্গে। প্রতিবেদনটা কেমন লাগল আপনাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের ধন্যবাদ সকলকে প্রশ্নোত্তরের মাধ্যমে সেলের চমককে ধরে রাখার জন্য।

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment