Assam PSC ADO Recruitment 2025: ব্রেকিং নিউজ, আসাম পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল বিভাগে ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ হতে চলেছে। আপনারা যারা এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করতে ইচ্ছুক তারা আবেদন করুন প্রচুর শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে ১৭ এপ্রিলের মধ্যে। এগ্রিকালচার নিয়ে বি.এস.সি ডিগ্রী থাকলেই হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কিভাবে আবেদন করবেন, বেতন কত পাবেন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য সমন্বিত প্রতিবেদনটি আপনারা মনোযোগ দিয়ে পড়ুন। জেনে নিন কতগুলি ভ্যাকান্সি আছে, কোথায় নিয়োগ করা হবে, বেতনক্রম কত হবে এইসব বিষয়গুলি।
নিয়োগকারী দপ্তর : Assam Public Service Commission (APSC)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
| Post Name | Vacancy |
| Agriculture Development Officer (ADO) under Agriculture Department | 195 টি শূন্যপদ। |
শিক্ষাগত যোগ্যতা
| Post Name | Qualification |
| Agriculture Development Officer (ADO) under Agriculture Department | B.Sc (Agriculture) or a Degree |
বেতনক্রম (Assam PSC ADO Recruitment 2025)
| Post Name | Monthly Salary |
| Agriculture Development Officer (ADO) under Agriculture Department | 30,000-1,10,000 + GP 12,700/- |
বয়সসীমা
| Post Name | Age |
| Agriculture Development Officer (ADO) under Agriculture Department | 21-38 years (01/01/2025 অনুযায়ী হিসাব করে নিতে হবে)। |
আরও পড়ুন : সিকিম পাবলিক সার্ভিস কমিশনে ফরেস্ট গার্ড নিয়োগ! 10th পাশে আবেদন করুন।
আবেদন ফি
| Category | Fee |
| General Category | 297.20/- (Application Fee + Processing Fee + Tax @18%) |
| OBC/MOBC | 197.20/- (Application Fee + Processing Fee + Tax @18%) |
| SC/ST/BPL/PwBD | 47.20/- (Processing Fee + Tax @18%) |
| Payment | Online |
How to Apply for Assam PSC ADO Recruitment 2025
- অনলাইনে আবেদন জানাতে হবে। প্রথমে আসামের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর ‘Register Here’ অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
- বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- অ্যাকাউন্ট খোলার পর প্রার্থীকে লগ ইন করে অ্যাপলিকেশনে ঢুকতে হবে।
- সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্য়ান করে আপলোড করতে হবে।
- তারপর অ্যাপ্লাই সেকশনে গিয়ে সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে যা যা বলা হবে।
- আবেদনপত্র পূরণ হয়ে গেলে একবার ভালো করে দেখে নিতে হবে সব ঠিক আছে কিনা।
- সবশেষে সাবমিট অপশনে গিয়ে সাবমিট করে দিতে হবে। এবং একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে নিজের কাছে।
- শেষে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে অনলাইন যে কোন পদ্ধতি ব্যবহার করে।
ডকুমেন্ট কি কি প্রয়োজন
১। বর্তমান তোলা পাসপোর্ট মাপের ফটো (50 – 200 kb এর মধ্যে)।
২। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট পিডিএফ (2 MB এর মধ্যে)।
৩। নিজের স্বাক্ষর (50 – 200 kb এর মধ্যে)।
৪। আইডি প্রুফ (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)।
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা (Assam PSC ADO Recruitment 2025) হবে।
- ইন্টারভিউ।
- শারীরিক পরীক্ষা
- ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি।
Important Dates
| Last Date for Apply | 17/04/2025 |
| Last Day Payment of Fee | 19/04/2025 |
Important Links
| Notification Download | Click Here |
| Assam PSC ADO Recruitment 2025 Apply Online | Click Here |
| Official Website | Click Here |


