সোশ্যাল মিডিয়াকে সমালোচনা করে এলন মাস্ক আনছেন নতুন ‘Baby Grok’ অ্যাপ! নেটিজেনরা বিনামূল্যে কেন চাইছেন জানুন।

By Subhasis Ghosal

Updated On:

Follow Us

টেসলা কোম্পানীর মালিক এলন মাস্ক শিশুদের সোসাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য তাদের জন্য চালু করার কথা বললেন ‘বেবি গ্রোক’ নামক একটি বাচ্ছাদের অ্যাপ। যাতে কিনা ছোট্ট শিশুদের কথা ভেবে তাদের বাস্তসম্মত শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা তাদের স্বাস্থ্যসম্মতভাবে দেওয়া যায় তার দিকে দৃষ্টিপাত করে ২০ জুলাই, রবিবার xAI ব্যবহার করে ‘Baby Grok’ App তৈরির কথা ঘোষণা করেন।

এলন মাস্কের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য তিনি বিভিন্ন মহলে পরামর্শ বা মতামত নেন তাতে জানা গেছে, কেউ কেউ তার প্রযুক্তিগত দিক এবং বাচ্ছাদের জন্য তার অ্যাপের উপলব্ধির অনেক প্রশংসা করেছেন আবার কেউ শিশুদের এইসব বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন।

‘বেবি গ্রোক’ অ্যাপের মাধ্যমে বাচ্ছাদের শিক্ষাদান

এ প্রসঙ্গে অনেক বিশেষজ্ঞ উক্তি করেছেন, যে তাতে তাদের বাচ্ছারা একটা অ্যাডিকশনের পর্যায়ে চলে যেতে পারে এবং ভবিষ্যতের সঠিক বিকাশে অনেক বাধার সম্মুখীন হতে পারে।

প্রকৌশলী এলন মাস্ক তার X-হ্যাণ্ডেলে একটা পোষ্ট দিয়ে বলেছেন- xAI বুদ্ধিমত্তাটা মূলত বাচ্ছাদের শিক্ষামূলক কনটেন্টের দিকেই বেশি জোর দেওয়া হবে। তারা যাতে উপযুক্তভাবে শিক্ষা পেতে পারে সেটাই থাকবে মূল উদ্দেশ্যগুলির মধ্যে অন্য়তম।

পোষ্টে তিনি লিখেছেন- ‘বেবি গ্রুট’ আমেরিকান কমিক্সের বই যেখানে একটি চরিত্রকে বীর ও মহৎ মানুষ হিসাবে দেখানো হয়েছে। সেই চরিত্র বা বিষয় অনুসরণ করেই এই বুদ্ধিমত্তাটিও কাজ করবে বিভিন্ন বাস্তবসম্মত ডেটা থেকে ব্যবহারীকে আউটপুট দিতে সক্ষম হবে।

টেসলার বর্তমান সিইও এলন মাস্ক শিশুদের অভিভাবদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে, তাদের বাচ্ছাদের সোশ্যাল মিডিয়া দেখার ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এইসব সোশ্যাল মিডিয়াতে যেসব কনটেন্টে এআই এর বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় সেগুলি সব ডোপামিন নামক এক রাসায়নিক যা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এবং এই এআই বুদ্ধিমত্তাতে অনেক বেশি পরিমাণ ডোপামিন ব্যবহার করা হচ্ছে যা বাচ্ছাদের মস্তিষ্কের পক্ষে খুবই ক্ষতিকারক হতে পারে।

তাঁর এই কৌশলীবিদ্যা এবং শিশুদের প্রতি ভাবনা অনেককে মুগ্ধ করছে আবার কেউ কেউ বলছে শিশুদের বেশি প্রযুক্তিমুখী বা প্রযুক্তিনির্ভর না করানোই মঙ্গলকারক। আবার অনেকে তাঁর বক্তব্য়ের উত্তরে বলেছেন ‘আপনি কি বাচ্ছাদের তাদের স্কুল থেকে দূরে রাখতে চান, তাদের কি বিদ্যালয়ে পাঠানোর জন্য কোন ভালো সংস্কারমূলক উদ্যোগ নিতে পারবেন।’

Read More: Google Gemini Student Offer: স্টুডেন্টদের জন্য ১ বছর ফ্রি সার্ভিস Google Gemini AI Pro সঙ্গে Veo 3 অ্যাক্সেস প্ল্যান! মোট ১৯,৫০০ টাকার সম্পূর্ণ সাবস্ক্রিপশন বিনামূল্যে।

এলন মাস্কের নতুন চ্যাট বট xAI এর নতুন প্রযুক্তি

আরেক শিক্ষাবিদ উত্তরে বলেছিলেন, এলন মাস্ক আপনি বিখ্যাত প্রযুক্তিবিদ কৌশলী একজন মানুষ হতে পারেন কিন্তু শিশুদের ভবিষ্যত আপনি ইন্টারনেটমুখী করতে পারেন না। তাতে বিপদ বাড়তে পারে। বাচ্ছাদের বই পড়া এবং বাইরে খেলাধূলা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। তাতে বাচ্ছাদের স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে তারা ঘোরতর রোগে বা অসুস্থ হয়ে যেতে পারে, মস্তিষ্কের বিকাশে বাধা আসতে পারে। আবার কেউ বলেছিলেন, যে সাধুবাদ দিচ্ছি আপনাকে। এটা কি বিনামূল্যে পাওয়া যাবে?

বাচ্ছাদের কথা মাথায় রেখে গুগলও তার জেমিনি এআই প্রো এর ঘোষণা করেছিলেন এলন মাস্কের ঘোষণার আগেই। তাতে এআই বাচ্ছাদের পড়াশুনা ও দৈনন্দিন কাজের সহায়তা করতে পারবে, এবং বাবা-মা বা অভিভাবকরা তাদের ছেলেমেয়ের কার্যকলাপের নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং অন্য়থা হলে তা ডিসেবল করাও যেতে পারে খুব সহজেই।

Grok 4 নতুন লার্নিং চ্যাট বট

xAI দ্বারা পরিচালিত নতুন চ্যাটবট Grok 4 চালু হয়েছে। লঞ্চের শুরুতেই অনেক বিরোধী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে সংস্থাকে এবং X-হ্য়াণ্ডেলে অনেকে বিবৃতি করছেন, তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন।

শিশুদের জন্য তৈরি এই নতুন অ্যাপ Grok 4 কি Grok 2 এর চেয়ে বেশি ভালো কার্যকরী ভূমিকা নেবে শিক্ষার দিক থেকে। আপনার মত কি? ম্যাসেজ বক্সে জানাবেন।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment