Bank of Baroda Home Loan: যারা ভাবছেন একটা স্বপ্নের বাড়ি বানাবেন কিন্তু নিজের সেই সঙ্গতি নাই। তার কারণে আপনি চাইছেন একটা ব্যঙ্ক লোন যেখানে ঘর বানানোর জন্য় ব্যাঙ্ক লোন দেবে। আবার এটাও ভাবছেন যে ব্যাঙ্ক থেকে লোন নেবেন সেই ব্যাঙ্কে সুদের হার অন্য ব্যাঙ্কের তুলনায় কম হবে এবং লোন পরিশোধ করার সময়ও বেশি থাকবে বা পর্যাপ্ত থাকবে।
তাহলে বলে রাখি, আপনি যা ভাবছেন তা হতে পারে একমাত্র ব্যাঙ্ক অফ বরোদা। যেখানে অনেক সুবিধা দিচ্ছে যারা ঘর বানানোর জন্য লোন নিচ্ছেন তাদের। ব্যাঙ্ক অফ বরোদা এমন একটা ব্যাঙ্ক যেখানে আপনি প্রত্যেক বছর ৮.৪০ শতাংশ হারে আপনাকে ঘর বানানোর জন্য় লোন দিচ্ছে এবং আপনি এখানে ২০ কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
এই সুবিধা কেবলমাত্র ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Home Loan) দিচ্ছে। যাতে মানুষ ঘর বানাতে পারেন, নতুন বাড়ি কিনতে পারেন এবং দরকার হলে পুরোনো বাড়ি সারাতেও পারেন এখান থেকে লোন নিয়ে। আজকে আমি বলব, ব্যাঙ্ক অফ বরোদার লোনের বিষয়ে। যেখান থেকে লোন নিলে আপনি কি সুবিধাগুলি পেয়ে থাকবেন। এর জন্য আমার প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং সঙ্গে থাকুন। জেনে নিন ব্যাঙ্ক সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি।
Information of Bank of Baroda Home Loan
আপনারা জানেন যে, ব্যাঙ্ক অফ বরোদা হল এমন একটি ব্যাঙ্ক যেখানে নিজেদের গ্রাহকদের জন্য অনেক প্রকার লোনের সুবিধা দিতে থাকে। কিছু বছর আগে ব্যাঙ্কের দ্বারা কম সুদের হারে তাদের গ্রাহকদের লোম হোনের অনেক রকম অফার দিচ্ছিল। সময় সময় পরে এখানে অনেক কম সুদের হারে গ্রাহকদের জন্য বিভিন্ন প্রকার হোম লোনের সুবিধা প্রদান করছে।
এই ব্য়াঙ্কে অ্যাকাউন্ট বা বই থাকলে তাদের গ্রাহকরা অনায়াসে ২০ কোটি টাকা হোম লোন বা নতুন বাড়ি কেনার লোন প্রভৃতি লোন পেয়ে যাবেন। ব্যাঙ্ক অফ বরোদা ৮.৪০ শতাংশ সুদের হারে গ্রাহকদের লোন দিতে পারে যদি সেই অ্যাকাউন্টধারী ব্যক্তির প্রোফাইল কেমন আছে তার উপর নির্ভর করে তিনি লোন পাবেন।
হোম লোনের সুবিধাগুলি
১. ব্যাঙ্ক অফ বরোদা আপনাকে ৩০ বছর পর্যন্ত কম সুদের হারে ২০ কোটি টাকা পর্যন্ত হোম লোন দিতে পারে।
২. প্রথম প্রথম এই ব্যাঙ্কের প্রতি বছর ইন্টারেস্টের হার ৮.৪০ শতাংশ পর্যন্ত থাকে।
৩. তবে এই পরিমাণ হোম লোন পাওয়ার জন্য সেই ব্যক্তির সিবিল স্কোর অথবা প্রোফাইলের উপর নির্ভর করে ব্যাঙ্ক লোন দেবে।
৪. সুবধার্থীদের একটা ক্রেডিট কার্ডও দিয়ে থাকেন ব্যাঙ্কের তরফ থেকে।
৫. আগে থেকে যারা এই ব্যাঙ্কে লোন নিয়েছেন তারা ইচ্ছা করলে আগের লোনের সুদের হার এখনকার কম সুদেরা হারে লোনে ট্রান্সফারও করে নিতে পারবেন।
ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে কম সময়ে হোম লোন
ব্যাঙ্ক অফ বরোদা থেকে লোনের টাকা পরিশোধ করতে আপনি সময় পাবেন ৩০ বছর যেখানে অন্যান্য ব্যাঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা। সেই ব্যাঙ্কের টাকা অনেক সময়ে পরিশোধ করতে হয়। এবং আপনারা অবশ্যই জানেন অন্য ব্যাঙ্কে লোনের অ্যাপ্রুভাল আসতে অনেক দেরি হয় প্রসেসিংয়ের পর প্রসেসিং চলতে থাকে অনেক দেরি হয় লোন পেতে গ্রাহকদের। কিন্তু ব্যাঙ্ক অফ বরোদায় অনেক তাড়াতাড়ি যে কোন লোন আপনি পেতে পারেন এবং অ্যাপ্রুভাল খুবই তাড়াতাড়ি করে দেওয়া হয় গ্রাহকদের কথা মাথায় রেখে।
এছাড়াও আপনারা জমি কিনবেন তাতেও ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Home Loan) তাদেরকে লোন দিচ্ছেন এবং এর অ্যাপ্রুভালও খুব শীঘ্রই হয়ে যায়। ব্যাঙ্কে লোন নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়। কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানকারী আপনাদের দেব এই প্রতিবেদনের মাধ্যমে সহজভাবে পড়তে থাকুন প্রতিবেদনটি।
লোনের জন্য কি কি যোগ্যতা লাগবে?
- ভারতবর্ষের নাগরিক অথবা প্রবাসীরাও লোনের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স ২১ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৭০ বছর পর্যন্ত হলেও হবে।
- আবেদনকারীকে অবশ্যই কোথাও সরকারি চাকরি করেন অথবা বড় ব্যবসা করেন তা দেখাতে হবে।
- আবেদনকারীর সিবিল স্কোর ৭০১ বা এর আরও বেশি হতেও পারে।
- আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের ক্ষেত্রে মাসে নিম্নতম ৫,০০০ টাকা রোজগার করে থাকতে হবে।
Read More : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে Assistant Professor নিয়োগ! অনলাইনে আবেদন করুন।
প্রয়োজনীয় নথিপত্র ব্যাঙ্ক লোনের জন্য
ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda Home Loan) আবেদনের জন্য নিম্নলিখিত কাগজপত্র দরকার লাগবে-
১. আধার কার্ড।
২. বাসিন্দার প্রমাণপত্র।
৩. আয়কর রিটার্ন ফাইল থাকতে হবে।
৪. চাকরির ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট।
৫. বেতনভুক কর্মচারীর জন্য রিসেন্ট স্যালারি স্লিপ।
৬. দেশের নাগরিক হওয়ার জন্য অ্যাপ্রুভাল বাড়ির প্লানের কপি।
৭. প্রোপার্টিটা যে তার নিজস্ব তার প্রমাণপত্র।
আবেদন পদ্ধতি (Bank of Baroda Home Loan)
- আপনাকে আবেদনের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে লোন সেকশনে হোম লোনের উপর ক্লিক করতে হবে।
- তাদের দেওয়া এক বিকল্পকে পছন্দ করতে হবে তারপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন।
- তারপর অ্যাপলিকেশন ফর্ম খুলে যাবে আপনার সামনে।
- আবেদনপত্রে যে যে তথ্যগুলি দিতে বলছে সেই সেইগুলি সঠিকভাবে পূরণ করবেন।
- এরপর ওটিপি ভেরিফিকেশন হবে সেইটা করে নেবেন।
- সবশেষে আবেদনপত্র সাবমিট করে দেবেন।
Important Link
Official Website : Click Here