BCWTD Howrah Recruitment 2025: ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং ট্রাইবেল ডেভেলপমেন্ট হাওড়া, অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ! অফলাইনের মাধ্যমে আবেদন।

BCWTD Howrah Recruitment 2025: পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট হাওড়া বিভিন্ন অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে। কিছুদিন আগেই অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশ করেছে Howrah.gov.in এই পোর্টালে গিয়ে ...

BCWTD Howrah Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

BCWTD Howrah Recruitment 2025: পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট হাওড়া বিভিন্ন অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে। কিছুদিন আগেই অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশ করেছে Howrah.gov.in এই পোর্টালে গিয়ে অ্যাপলিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। অফলাইনে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে।

অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স কত লাগবে? আবেদন প্রক্রিয়া অনলাইন না অফলাইন? এই সবের বিস্তারিত বর্ণনা দিয়ে প্রতিবেদনটি আপনাদের সামনে রাখছি।

নিয়োগকারী দপ্তর : Backward Classes welfare & Tribal Development Howrah (BCWTD Howrah)

কতগুলি পদ রয়েছে?

অ্যাডিশনাল ইন্সপেক্টর পদ। অনেকগুলি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি এই পদের?

হাওয়াড়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন চেক করুন।

Read More : বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এবং সুপারভাইজার পদে নিয়োগ! নোটিফিকেশন দেখুন।

Salary (BCWTD Howrah Recruitment 2025)

প্রতি মাসে আপনারা ১২,০০০ টাকা করে বেতন পাবেন।

বয়স কত দরকার এই পদের জন্য?

ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যাণ্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট হাওড়া অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের জন্য সর্বোচ্চ বয়স ৬৪ বছর (22/04/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

আবেদন ফি কত?

এই পদে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগছে না।

How to Apply For BCWTD Howrah Recruitment 2025

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  2. BCWTD Howrah or Carrers অপশনে গিয়ে যে পদের জন্য আবেদন করবে সেই পদ পছন্দ করুন।
  3. ডাউনলোড অ্যাপলিকেশন ফর্ম অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের জন্য নোটিফিকেশনে দেওয়া আছে। (ইমপরট্যান্ট লিঙ্কে আবদেনপত্র অ্যাটাচ করা আছে দেখে ডাউনলোড করে নেবেন)।
  4. আবেদন করার আগে লাস্ট ডেক্ট চেক করে নেবেন তবেই আবেদন করবেন।
  5. আবেদনপত্র পূরণ করার আগে সব খুঁটিনাটি দেখে নেবেন। ভুল ভ্রান্তি থাকলে ঠিক করে দেবেন।
  6. অ্যাপ্লিকেশন নম্বর প্রিন্ট করবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন ভবিষ্যতে সংরক্ষণের জন্য।

আবেদন পাঠানোর ঠিকানা

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে অ্যাটেস্টেড করে একটা সাদা খামে ভরে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে ২২এপ্রিলের মধ্যে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন-

The Office of the District Welfare Officer (BCW&TD), New Collectorate Building, 4th Floor, 7, Rishi Bankim Chandra Road, Howrah – 711101.

নিয়োগ প্রক্রিয়া

শুধুমাত্র (BCWTD Howrah Recruitment 2025) ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অফলাইনে আবেদনের শুরুর তারিখ02/04/2025 (শুরু হয়েছে)।
অফলাইনে আবেদনের শেষ তারিখ22/04/2025

Important Links

Official Notice & Application FormDownload PDF
Official WebsiteClick Here

BCWTD Howrah Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment