BDO Bankura Recruitment 2025: বাঁকুড়া জেলার বনসারেঙ্গা আশ্রম হোস্টেলে চাকরি জন্য় একটা নোটিশ বের হয়েছে। চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদন করুন। পশ্চিমবঙ্গেই পোষ্টিং হবে আপনাদের। বাঁকুড়া জেলার ক্যারিয়ার অফিসিয়াল পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিন।
বিডিও অফিসে যে পদ দুটি বের হয়েছে তাতে শুধু পশ্চিমবঙ্গের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আলোচনাই এই প্রতিবেদনে নিয়ে এসেছি যাতে চাকরি প্রার্থীরা ভালো করে প্রতিবেদনটি পড়ে সঠিক পদ্ধতিতে আবেদন করার চেষ্টা করে।
নিয়োগকারী দপ্তর: Block Development Office Bankura.
"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."