BDO Bankura Recruitment 2025: বাঁকুড়ার বিডিও অফিসে কর্মী নিয়োগ! আবেদন প্রণালী দেখে নিন।

BDO Bankura Recruitment 2025: বাঁকুড়া জেলার বনসারেঙ্গা আশ্রম হোস্টেলে চাকরি জন্য় একটা নোটিশ বের হয়েছে। চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদন করুন। পশ্চিমবঙ্গেই পোষ্টিং হবে আপনাদের। বাঁকুড়া ...

BDO Bankura Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

BDO Bankura Recruitment 2025: বাঁকুড়া জেলার বনসারেঙ্গা আশ্রম হোস্টেলে চাকরি জন্য় একটা নোটিশ বের হয়েছে। চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদন করুন। পশ্চিমবঙ্গেই পোষ্টিং হবে আপনাদের। বাঁকুড়া জেলার ক্যারিয়ার অফিসিয়াল পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিন।

বিডিও অফিসে যে পদ দুটি বের হয়েছে তাতে শুধু পশ্চিমবঙ্গের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আলোচনাই এই প্রতিবেদনে নিয়ে এসেছি যাতে চাকরি প্রার্থীরা ভালো করে প্রতিবেদনটি পড়ে সঠিক পদ্ধতিতে আবেদন করার চেষ্টা করে।

নিয়োগকারী দপ্তর: Block Development Office Bankura.

পদের নাম এবং শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
Superintendent01
Cook01
Helper01

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
SuperintendentGraduation Degree and Basic knowledge in Computer.
Cook8th Passed
Helper8th Passed

Read More: পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে সুপারভাইজার নিয়োগ! যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ।

Salary (BDO Bankura Recruitment 2025)

পদের নামমাসিক বেতন
Superintendent10,000/-
Cook7,000/-
Helper5,000/-

বয়সসীমা

পদের নামবয়স
Superintendentসর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর।
Cook২১ থেকে ৪০ বছর।
Helper২১-৪০ বছর।

How to Apply For BDO Bankura Recruitment 2025

  • bankura.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে আবেদন করার জন্য।
  • Recruitment or Carrer অপশনে গিয়ে যে পদে আবেদন করবেন সেটা দেখে নিন।
  • নোটিফিকেশন লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন।
  • তারপর প্রিন্ট বের করে আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্টস সহ একটা খামে ভরে পাঠিয়ে দিন নির্দিষ্ট দপ্তরে।

ডকুমেন্টস কি লাগবে?

  1. পাসপোর্ট সাইজের কালার ছবি।
  2. নিজের স্বাক্ষর।
  3. আইডি প্রুফ কার্ড।
  4. বাসস্থান সার্টিফিকেট।
  5. বয়সের প্রমাণপত্র।
  6. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পাঠানোর ঠিকানা

আবেদনপত্রসহ সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে জমা দেন Block Dev. Office, Simlapal Dev. Block.

নিয়োগ প্রক্রিয়া

  1. কম্পিউটারে দক্ষতা পরীক্ষা।
  2. এবং ইন্টারভিউ।

Important Dates

Offline Application Start Date21/05/2025
Last Date31/05/2025

Important Links

BDO Bankura Recruitment 2025Download Here
Official WebsiteClick Here

BDO Bankura Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment