Bihar Asha Worker Recruitment 2025: রাজ্য হেলথ কমিটি সুপৌল, বর্তমানে আশা ওয়ার্কার পোষ্টের একটা নোটিফিকেশন প্রকাশ করেছে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেখানকার মানুষদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা এইসব নিয়ে কাজ করতে যারা ভালোবাসে অর্থাৎ গ্রামের মানুষদের সেবা করতে চান তারা আবেদন করতে পারেন এই পোষ্টের জন্য।
বিহার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতেই আবেদন শুরু করে দিয়েছেন অনেক মহিলারাই। এই প্রতিবেদনে বলব, কিভাবে নিয়োগ করা হবে আশা কর্মীদের, বেতন পাবেন, বয়সসীমা কত। এইসব বিষয়ে জানতে চাইলে প্রতিবেদনটি ভালো করে পড়ুন মনোযোগ দিয়ে।
নিয়োগকারী দপ্তর: The District Health Committee Supaul (District Health Committee Supaul)
পদের নাম এবং শূন্যপদের সংখ্যা
| পদের নাম | শূন্যপদ |
| Asha Worker (Rural) | 343 |
| Asha Worker (Rural) | 53 |
শিক্ষাগত যোগ্যতা আশা কর্মীর
| পদের নাম | যোগ্যতা |
| Asha Worker (Rural) | 10th পাশ করতে হবে। |
| Asha Worker (Rural) | 10th পাশ। |
আরও পড়ুন: বীরভূম সাব ডিভিশনাল অফিস, আশা কর্মী নিয়োগ! বয়স হতে হবে ৪০ বছর।
Salary (Bihar Asha Worker Recruitment 2025)
| পদের নাম | বেতন (প্রত্যেক মাসে) |
| Asha Worker (Rural) | নোটিফিকেশনটি চেক করুন। |
| Asha Worker (Rural) |
বয়স কত প্রয়োজন?
| পদের নাম | বয়সসীমা |
| Asha Worker (Rural) | 18-40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। |
| Asha Worker (Rural) | 25-45 বছর। |
আবেদন পদ্ধতি (Bihar Asha Worker Recruitment 2025)
১. শুধুমাত্র বিবাহিত/ডিভোর্স/বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন।
২. আবেদনকারীদের সেই গ্রামের বাসিন্দা হতে হবে।
৩. আবেদনকারীর ভোটার কার্ড, রেশন কার্ড থাকতে হবে।
৪. স্বনির্ভরগোষ্ঠীর সদস্য বা সরকারি বিভাগের কাজের সার্টিফিকেট থাকলে ভালো হয়।
৫. আবেদনকারীদের নিজের নাম, ঠিকানা উল্লেখ করে দরখাস্ত পাঠাতে হবে।
ডকুমেন্টস কি লাগবে?
১। বর্তমান তোলা কালার ছবি।
২। নিজের স্বাক্ষর।
৩। আইডেন্টিটি কার্ড।
৪। 10th পাশের অ্যাডমিট এবং সার্টিফিকেট।
৫। বয়সের প্রমাণ।
৬। ক্যাটাগরি সার্টিফিকেট।
৭। অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি।
আবেদনপত্র কোথায় পাঠাবেন?
নীচে দেওয়া আবেদনপত্র পূরণ করে আপনারা নিজের নিজের বিডিও অফিসে দিয়ে আসবেন।
নিয়োগ প্রক্রিয়া
পার্সোনাল ইন্টিরভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। বিশদে জানতে বিডিও অফিসে যোগাযোগ করে নেবেন।
Important Dates
| Offline Application Start Date | 07/05/2025 |
| Closing Date | ব্লক বা বিডিও অফিসে যোগাযোগ করুন। |
Important Links
| Bihar Asha Worker Recruitment 2025 | Download Here |
| Official Website | Click Here |


