Birbhum SDO Asha Worker Recruitment 2025: বীরভূম সাব ডিভিশনাল অফিসে ৩২টি শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে ইচ্ছুক, তারা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। বোলপুরের বিভিন্ন এলাকা থেকে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন আশা কর্মীরা।
আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবাই আশা কর্মীতে চাকরীর জন্য আবেদন করছেন। আপনিও করুন। আশা কর্মী নিয়োগের সমস্ত বিস্তারিত বিবরণ আজ আপনাদের সামনে তুলে এনেছি মনোযোগ দিয়ে প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগকারী দপ্তর: Birbhum Sub Divisional Office.
পদের নাম (Birbhum SDO Asha Worker Recruitment 2025)
- Asha Worker
শূন্যপদ কেমন রয়েছে?
মোট ৩২টি শূন্যপদ রয়েছে। বেশিরভাগ সময়ে যোগাযোগের মাধ্যমে এই শূন্যপদগুলি পূরণ হয়ে থাকে। আপনিও যোগাযোগের মাধ্যম তৈরি করার চেষ্টা করুন।
আশা কর্মী নিয়োগে শিক্ষাগত যোগ্যতা
আশা কর্মী নিয়োগের যোগ্যতা, সাধারণত মাধ্যমিক পাশ হতে হবে বা না পাশ না হলেও আবেদন করতে পারবেন। বেশি শিক্ষিত হলে বেশি সুবিধা পাবেন এমনটাও নয়।
বেতন কত পাবেন?
নীচে দেওয়া নোটিফিকেশনটি ভালো করে দেখুন।
বয়সসীমা (Birbhum SDO Asha Worker Recruitment 2025)
সাধারণ প্রার্থীর বয়স ০১/০১/২০২৫ অনুসারে ৩০ থেকে ৪০ বছর। তপশীলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন কিভাবে করবেন?
নিয়মগুলি-
১. কেবলমাত্র বিবাহিত/বিধবা/বিবাহবিচ্ছিন্না মহিলারাই আবেদন যোগ্য।
২. আবেদনকারীদের সেই গ্রামের বাসিন্দা হতে হবে।
৩. নিজের ভোটার কার্ড, রেশন কার্ড থাকতে হবে।
৪. স্বনির্ভরগোষ্ঠীর সদস্য, দাই এবং সরকারি বিভাগের সার্টিফিকেট থাকলে আগে সুযোগ পাবেন।
৫. আবেদনকারীকে নাম সহ নিজের ঠিকানা উল্লেখ করে ২২টাকার ডাকটিকিট সহ নিজের স্বাক্ষর করা খামে সমস্ত ডকুমেন্টস সহ জমা দিতে হবে।
৬. সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল না দেখাতে পারলে সেই আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৭. উপযুক্ত প্রার্থীদের ডাকযোগে ইন্টারভিউ লেটার পাঠানো হবে।
ডকুমেন্ট কি লাগবে?
১। বর্তমান তোলা পাসপোর্ট মাপের ফটো।
২। নিজের স্বাক্ষর।
৩। ভোটার কার্ড, রেশন কার্ড।
৪। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, সার্টিফিকেট।
৫। বয়সের প্রমাণপত্র।
৬। কাস্ট সার্টিফিকেট।
৭। অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদনপত্র খামে ভরে রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে BDO Office এ।
ক. বোলপুর শ্রীনিকেতন সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন, বোলপুর, বীরভূম, পিন-৭৩১২০৪।
খ. নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, নানুর, বীরভূম, পিন ৭৩১৩০১।
গ. লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন, লাভপুর, বীরভূূম, পিন-৭৩১৩০৩।
ঘ. ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, ইলামবাজার, বীরভূম, পিন ৭৩১২১৪।
নিয়োগ পদ্ধতি
পার্সোনাল ইন্টারভিউ (Birbhum SDO Asha Worker Recruitment 2025) এর মাধ্যমে নিয়োগ হবে। ইন্টারভিউ কবে, কোথায় হবে পরে জানিয়ে দেওয়া হবে।
Important Dates
আবেদনের পাঠানোর শুরুর তারিখ | ১৭/০৪/২০২৫ |
আবেদন পাঠানোর শেষ তারিখ | ২০/০৫/২০২৫ |
Important Links
Birbhum SDO Asha Worker Recruitment 2025 | ডাউনলোড করুন। |
আবেদন করার ফর্ম | ডাউনলোড করুন। |
সরকারি ওয়েবসাইট | এখানে ক্লিক করুন। |