BSSC LA Recruitment Salary 2025: বিহার স্টাফ সিলেকশন কমিশন অনলাইনে আবেদনের আহ্বান জানিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা মাধ্যমিক পাশ করেছো সরকারি একটা কাজ খুঁজছো পরিবার চালানোর জন্য একটা স্থায়ী কাজের সন্ধান করছো। তাদের জন্য বিহার সরকার একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে আবেদন জানানোর। এখানে তোমরা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারো।
স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগের শূন্যপদ সম্পর্কিত, বেতনের বিস্তারিত জানতে, আবেদন কিভাবে করতে হবে তোমাদের এই বিষয়ে যদি সঠিক ধাপে ধাপে আলোচনা জানতে চাও যেটা তোমাদের এই পদে আবেদনের বা পরবর্তী চাকরির আবেদনেও কাজে আসবে তাহলে তোমরা এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ো এবং সঠিক পদ্ধতিতে আবেদন করার চেষ্টা কর।
নিয়োগকারী দপ্তর: Bihar Staff Selection Commission (BSSC)
পদের নাম (BSSC LA Recruitment Salary 2025)
Laboratory Assistant
শূন্যপদ কেমন আছে?
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে মোটামুটি ১৪৩টি শূন্যপদ রয়েছে। তোমার অবশ্যই আবেদন জানাও।
শিক্ষাগত যোগ্যতা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Laboratory Assistant | মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ (সায়েন্স নিয়ে) |
Read More: গার্ডেন রিচ জাহাজ নির্মাণ সংস্থায় সুপারভাইজার নিয়োগ! সাধারণ গ্রাজুয়েট হলেই আবেদন যোগ্য।
Laboratory Assistant Salary
পদের নাম | মাসে বেতন |
Laboratory Assistant | 25,500 টাকা থেকে শুরু। |
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের বয়সসীমা
পদের নাম | বয়সসীমা |
Laboratory Assistant | 18-37 বছর ছেলেদের জন্য এবং 18-40 বছর মেয়েদের জন্য। (01 August, 2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)। |
আবেদন প্রণালী (BSSC LA Recruitment Salary 2025)
- আবেদনকারীকে প্রথমে বিহারের স্টাফ সিলেকশনের ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে দেখে নেবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা ডাউনলোড করে নেবে।
- আবেদনের শেষ তারিখ দেখে তারপর আবেদন করবে।
- আবেদনপত্র পূরণ করার সময় খেয়াল রাখবে যাতে সব তথ্য ঠিকমতো পূরণ করা হয়। নাহলে বাতিল সম্ভাবনা থাকবে।
- তোমার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যা চাওয়া হয়েছে এই পদের জন্য সেগুলি আপলোড করে দিতে হবে।
- তোমার লাইভ ছবি ওয়েবক্যামের সাহায্যে তুলে নিয়ে সেটা আপলোড করবে। বাড়িতে অন্য কোন ছবি আপলোড করা যাবে না। শুধুমাত্র লাইভ ছবি দিতে হবে।
- আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে ভালো করে দেখে নেবে অথবা ভুল থাকলে এডিট করে নেবে।
- শেষে ঘোষণাপত্রতে টিক মার্ক দিয়ে দেবে।
- আবেদন ফি থাকলে প্রদান করতে হবে।
- তারপর সব শেষে সাবমিট করে দেবে আবেদনপত্রটি।
- সমস্ত তথ্য সাজিয়ে তোমার সামনে যখন একটা পেজ খুলবে তখন তুমি সেটার একটা প্রিন্ট আউট বের করে নেবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে?
১। মাধ্যমিকের মার্কশিক এবং সার্টিফিকেট।
২। উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
৩। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪। কাস্ট সার্টিফিকেট (যদি লাগে)।
৫। স্বাধীনতা সংগ্রামীর নাতি বা নাতনী হলে তার প্রমাণপত্র লাগবে।
৬। শারীরিক অক্ষমতার সার্টিফিকেট ইত্যাদি।
আবেদন ফি হিসাবে কত টাকা দিতে হবে?
Category | Fee |
GEN/BC/EBC Male Candidates | 540/- |
SC/ST/Bihar স্থায়ী বাসিন্দা | 135/- |
PH (SC/ST) | 135/- |
Female (Bihar স্থায়ী বাসিন্দা) | 135/- |
বাইরের চাকরি প্রার্থী (M/F) | 540/- |
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাস (BSSC LA Recruitment Salary 2025) নোটিফিকেশনে বলা আছে দেখে নাও।
- ইন্টারভিউ।
Important Dates
Application Starting | 15/05/2025 (Already Started) |
Last Date | 16/06/2025 |
Important Links
Official Notice | Download Now |
BSSC LA Recruitment Salary 2025 | Click Now |
Official Website | Click Here |