Calcutta High Court Recruitment 2025 : কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর নিয়োগ! বেতন, ৭৪,৫০০ টাকা। আবেদন করুন।

Calcutta High Court Recruitment 2025 : কলকাতা হাইকোর্টে নিয়োগ হতে চলেছে। সমস্ত চাকরী প্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগ হতে চলেছে। অফলাইনে ...

Calcutta High Court Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

Calcutta High Court Recruitment 2025 : কলকাতা হাইকোর্টে নিয়োগ হতে চলেছে। সমস্ত চাকরী প্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগ হতে চলেছে। অফলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, মাইনে কত পাবেন, কিভাবে নিয়োগ হবে, আবেদন কিভাবে করবেন তার বিস্তারিত বিবরণ রয়েছে এই আলোচনাটিতে। ভালোভাবে মন দিয়ে পড়ুন।

Important Dates

কলকাতা হাইকোর্টে নিয়োগের (Calcutta High Court Recruitment 2025) অফলাইনে আবেদনের শেষ তারিখ ৫ই ফেব্রুয়ারি, ২০২৫

নিয়োগকারী দপ্তর : High Court At Calcutta

শূন্যপদের সংখ্যা

CATEGORIESNUMBER OF VACANCY
SCHEDULED CASTE01
UNRESERVED (E.C.)01

Salary (Calcutta High Court Recruitment 2025)

বেতন ম্যাট্রিক্স লেভেল ৯ (২৮,৯০০-৭৪,৫০০ টাকা) এবং সর্বনিম্ন বেতন ২৯,৮০০/- টাকা।
অন্যান্য ভাতা সহ (বেতন ও ভাতার সংশোধন) কলকাতার মাননীয় হাইকোর্ট কর্তৃক প্রকাশিত।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে West Bengal Council of Higher Secondary Education বোর্ড থেকে।

রাষ্ট্রের মাতৃভাষায় জ্ঞান থাকতে হবে।

Read More : দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ চলছে! বেতন, ১,৭৭,৫০০ টাকা।

বয়সসীমা

অফলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।

বয়সের ছাড় : সরকারি নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা বয়সে ০৫ বছর ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদন ফি

SC/ST প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৪০০ টাকা এবং বাকি শ্রেণীর প্রার্থীদের জন্য, পরীক্ষার ফি হবে ৮০০ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সকল শাখায় প্রদেয় ব্যাংক চালানের মাধ্যমে
ভারতে এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পরিশোধ করতে হবে (Savings Bank Account No. ০০৯১০১০৩৭২৩৪৩), in favour of the Registrar, High Court, Calcutta.

How to Appy (Calcutta High Court Recruitment 2025)

প্রার্থীকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে।

আবেদনপত্রটি (Calcutta High Court Recruitment 2025) ফিলাপ করে তারপর প্রয়োজনীয় নথিপত্র জেরক্স ও প্রত্যয়িত করে একটি মুখবন্ধ খামের উপর লিখতে হবে ক্যাটাগরি এবং যে পোষ্টের জন্য় আবেদন করছেন সেই পোষ্টের নাম এবং ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে একটি নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন পাঠানোর ঠিকানা

ঠিকানাটি হল- Office of the Registrar, Original Side, 1st Floor, Main Building,
High Court at Calcutta, Kolkata – 700 001

ডকুমেন্ট কি লাগবে?

(১) বর্তমান পাসপোর্ট সাইজ কালার ফটো তাতে প্রার্থীর স্বাক্ষর করা। একটি ফর্মের উপরের ডান দিকে সাঁটাতে হবে এবং আর একটি ফর্মের সঙ্গে আটকে দিতে হবে।

(২) ২৫ সেমি x ১১ সেমি আকারের দুটি নিজের ঠিকানাযুক্ত খাম, যার ডাকটিকিট
৪৫ টাকা। অফিস থেকে পাঠানোর জন্য প্রতিটি খামের উপর ৪৫/- টাকা লাগানো হবে
রেজিস্টারড অথবা স্পিড পোস্টের জন্য।

(৩) জন্ম তারিখের জন্য নিজের স্বাক্ষর করা নথির ফটোকপি (মাধ্যমিক
সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড)।

(৪) দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট এবং সার্টিফিকেট নিজের স্বাক্ষর করা।

(৫) প্রয়োজনীয় কাস্ট সার্টিফিকেটের জেরক্স (যেখানে প্রযোজ্য হবে)।

(৬) এবং ব্যাঙ্কের চালান।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্য়মে নিয়োগ করা হবে এবং সবশেষে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

Important Links

Calcutta High Court Recruitment 2025 Notice (pdf)Download Here
Official WebsiteClick Here

Calcutta High Court Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment