Central Bank of India Recruitment 2025 : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায় Business Correspondent Supervisor পদে লোক নেওয়া হচ্ছে। চাকরীপ্রার্থীদের একটা দারুণ খবর। বাঁকুড়া রিজিওনাল অফিসে ফ্রেশার এবং রিটায়ার্ড ব্যাঙ্কের কর্মী কনট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা কেমন দরকার, মাসিক মাইনে, কিভাবে আবেদন করবেন, কিভাবে নিয়োগ হবে এইসব নিয়েই আজ আমরা প্রতিবেদনটি শুরু করছি।
Read More : মাধ্যমিক পাশে রেলওয়ে গ্রুপ-ডি তে নিয়োগ! সবাই আবেদন করুন।
Important Dates
অফলাইনে (Central Bank of India Recruitment 2025) আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারি, ২০২৫।
নিয়োগকারী দপ্তর : Central Bank of India, Bankura Regional Office
Salary (Central Bank of India Recruitment 2025)
| Type of Supervisor | Monthly Salary |
| Category – A | 15,000 টাকা + Conveyance Allowance 4,000 টাকা + মোবাইল + ইন্টারনেট বিল। |
| Category – B | 12,000 টাকা + Conveyance Allowance 3,000 টাকা + মোবাইল + ইন্টারনেট বিল। |
শিক্ষাগত যোগ্যতা
ফ্রেশারদের ক্ষেত্রে – গ্রাজুয়েট সঙ্গে কম্পিউটারের জ্ঞান। (যেমন- MS Office, email, internet etc.) M.Sc (IT) BE (IT) MCA/MBA এগুলি থাকলে বেশি সুযোগ থাকবে।
রিটায়ার্ড ব্যাঙ্কের কর্মচারীর ক্ষেত্রে – Retired Officers (including voluntery retired) of any bank (PSU/RRB/Private Bank/Co-operative Bank, Retired Clerks.
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের ফ্রেশারদের ক্ষেত্রে বয়স 21 – 45 বছর। এবং রিটায়ার্ড কর্মচারীর ক্ষেত্রে সর্বেচ্চ 64 বছর।
আবেদন পদ্ধতি (Central Bank of India Recruitment 2025)
আবেদনপত্রটি সঠিকভাবে ফিলাপ করে তারপর প্রয়োজনীয় নথি জেরক্স একটি মুখবন্ধ খামে ভরে ইণ্ডিয়ান পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দিন অথবা ঐ বাঁকুড়ার আঞ্চলিক অফিসে গিয়ে জমা করুন।
আবেদন পাঠানোর ঠিকানা
“Application for the post of Recruitment as Business Correspondent Supervisor on Contract” to “Regional Head, Central Bank of India, Regional Office Machantala, Near Fancy Market, Dist. Bankura, Pin-722101.
ডকুমেন্ট কি লাগবে?
১। আধার কার্ড এবং প্যান কার্ড।
২। বাসস্থান সার্টিফিকেট।
৩। দশম, দ্বাদশ, গ্রাজুয়েশন এবং পোষ্ট-গ্রাজুয়েশন সার্টিফিকেট (As Applicable)।
৪। রিটায়ার্ড কর্মচারীর ক্ষেত্রে আগে যে ব্যাঙ্কে কাজ করেছেন তার প্রমাণপত্র।
কি কাজ করতে হবে
প্রার্থীদের গ্রামে গ্রামে ঘুরে সুপারভিশন করতে হবে।
তাদের পূর্ব মেদিনীপুর অথবা বাঁকুড়ার জেলায় পোষ্টিং হতে পারে।
সেখানকার লোকাল ভাষা- বাংলা পড়তে, লিখতে জানতে হবে।
Important Links
| Central Bank of Recruitment India (pdf) | Advertisement |
| Details of Criteria | Download |
| Application Form (pdf) | Download Here |
| Central Bank of India Recruitment 2025 (pdf) | Visit Website |


