CMERI Durgapur Recruitment 2025 : উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র সেক্রেটারিয়েট পদে নিয়োগ! বেতন, ৩৬,০০০ টাকা।

CMERI Durgapur Recruitment 2025 : পশ্চিমবঙ্গের চাকরী প্রার্থীদের বিশেষ সুখবর। CSIR CMERI, দুর্গাপুরে 16টি শূন্যপদে লোক নিয়োগ করছে। 12th পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জুনিয়র ...

CMERI Durgapur Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

CMERI Durgapur Recruitment 2025 : পশ্চিমবঙ্গের চাকরী প্রার্থীদের বিশেষ সুখবর। CSIR CMERI, দুর্গাপুরে 16টি শূন্যপদে লোক নিয়োগ করছে। 12th পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছো তারা খুব তাড়াতাড়ি আবেদন কর অনলাইনে।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এই সব কিছু নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং সঙ্গে থাকুন। তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে শীঘ্রই (CMERI Durgapur Recruitment 2025) আবেদন কর এই সুযোগ বারবার আসবে না।

Important Dates

আবেদেনের শুরুর তারিখ14/02/2025 (অর্থাৎ শুরু হয়ে গিয়েছে)।
আবেদনের শেষ তারিখ16/03/2025

নিয়োগকারী দপ্তর : Central Mechanical Engineering Research Institute, Durgapur (CSIR CMERI)

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Junior Secretariat Assistant (Gen)08
Junior Secretariat Assistant (F&A)04
Junior Secretariat Assistant (S&P)04

Salary (CMERI Durgapur Recruitment 2025)

Post NameMonthly Salary
Junior Secretariat Assistant (Gen)36,000 টাকা মাসে বেতন।
Junior Secretariat Assistant (F&A)মাসে বেতন 36,000 টাকা।
Junior Secretariat Assistant (S&P)মাসে 36,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Junior Secretariat Assistant (Gen)10+2 or XII and Proficiency of Computer typing speed 35 word per minute in English or 30 word per minute in Hindi.
Junior Secretariat Assistant (F&A)উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপিং স্পিড মিনিটে 35 টা শব্দ ইংরেজীতে অথবা মিনিটে 30 টা শব্দ হিন্দীতে থাকতে হবে।
Junior Secretariat Assistant (S&P)XII পাশ হতে হবে এবং সাথে কম্পিউটারে ইংরাজীতে মিনিটে 35টি শব্দ অথবা হিন্দীতে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে।

বয়সসীমা

উপরের সব পদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

বয়সের ছাড় : SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 05 বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 03 বছর বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লাস এইট পাশে গ্রুপ-ডি নিয়োগ! সময় শেষ হবার আগেই আবেদন করুন।

আবেদন ফি

CategoryFee
For all others500 টাকা।
For SC/ST with PWBD/Women, Ex-Servicemen, CSIR Employeesকোন আবেদন ফি লাগবে না।

How to Apply for CMERI Durgapur Recruitment 2025

১. উপরের যে কোন পদে আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। https://cmeri.res.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২. একটার বেশি আবেদনপত্র গ্রাহ্য হবে না। সুতরাং যে কোন একটি পদের ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে।

৩. আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর সাহায্যে দেওয়া যাবে।

ডকুমেন্ট কি লাগবে?

(১) রিসেন্ট তোলা পাসপার্ট মাপের ফটো। যার মাপ হবে (4.5 cm x 3.5 cm)।

(২) স্বাক্ষর করতে হবে সাদা কাগজের উপর কালো কালি দিয়ে।

(৩) মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।

(৪) উচ্চ মাধ্যমিক বা 10+2/XII পাশের মার্কশিট।

(৫) কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBS/EWS/NCL) (যদি প্রযোজ্য হয়)।

(৬) PWD সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য হবে)।

(৭) NOC সার্টিফিকেট (যদি কোন ব্যক্তি সরকারি অথবা বেসরকারি কোথাও চাকরি করে থাকেন তবে দিতে হবে)।

(৮) একটা সাদা কাগজের উপর কালো কালি দিয়ে হাতে লেখা ঘোষণাপত্র দিতে হবে।

(৯) বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর।

CMERI Durgapur Recruitment 2025

আবেদন পদ্ধতি

  • প্রথমে CSIR CMERI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর Apply Online এ ক্লিক করুন।
  • রেজিস্ট্রেশন করার জন্য ‘Click Here for New Registration’ এ গিয়ে নাম, কনট্যাক্ট ডিটেলস এবং ই-মেল আইডি দিন।
  • তারপর একটা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড জেনারেট হবে সেটা আপনারা লিখে রাখতে পারেন। ই-মেল এ রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ম্যাসেজ চলে যাবে।
  • তারপর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করুন।
  • এখানে ভালো করে সমস্ত কিছু দেখে নেবেন ঠিক লিখেছেন কিনা তারপর পরবর্তী পেজে চলে যাবেন।
  • তারপর আপনার ফটো, সিগনেচার ও প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন।
  • ‘Click on the Preview’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মের প্রিভিউ দেখে নেবেন যদি এডিটের দরকার হয় করবেন।
  • তারপর ফাইনাল সাবমিট করবেন।
  • এরপর পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়েতে যাবেন।
  • পেমেন্ট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটস এই গেটওয়ে ব্যবহার করে করতে পারবেন।
  • পেমেন্টটি সফল হলে একটা ই-রিসিপ্ট জেনারেট হবে। যদি পেমেন্টটি ফেল হয় তাহলে আবার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকে আবার পেমেন্ট অপশনে যাবেন।
  • প্রার্থীদের অবশ্যই ই-রিসিপ্ট এবং অ্যাপলিকেশন ফর্ম প্রিন্ট বের করে নিতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে (CMERI Durgapur Recruitment 2025) উপরোক্ত পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা অর্থাৎ (CBT) টেস্ট দিতে হবে। যেটা পরিচালিত হবে Month of May, 2025 এ।

আরও বলা যাচ্ছে, অনলাইন কম্পিউটার টেস্ট পরীক্ষাটি হবে কলকাতায়। আবার অন্য সেন্টারেও হতে পারে।

Important Links

Official NotificationDownload Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here

এই ওয়েবসাইটের যে সমস্ত তথ্যগুলি পরিবেশন করা হয় সেগুলি সমস্তই আপনাদের সাহায্যের জন্যই। wbschemes.com একটা ওয়েবসাইট মাত্র যেখানে আপনাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, চাকরির খবর এবং ট্রেণ্ডিং খবর এবং এর সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সহযোগিতার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। wbschemes.com কোন নিয়োগ সংস্থা নয় এবং সরাসরি কোনরকম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়।

সারা ভারত থেকে সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে নিয়ে এসে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের উদ্দেশ্যই হল সঠিক তথ্যগুলি পরিবেশন করা আপনাদের কাছে। তা সত্ত্বেও যদি কোনো সময় ভুলবশত কোনোরকম ভুল তথ্য পরিবেশিত হয় তার জন্য wbschemes.com কোনভাবেই দায়ী নয়। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যাচাই করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আবেদনকারীর নিজস্ব।

CMERI Durgapur Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment