CNCI Kolkata Senior, Junior Resident Recruitment 2025 : সমস্ত চাকরী প্রার্থীদের জন্য সুখবর। Chittaranjan National Cancer Institute Kolkata (CNCI Kolkata), Senior Resident, Junior Resident পোষ্টে ৩৩টি শূন্যপদে লোক নিচ্ছে। নোটিফিকেশন নম্বর (HFW-46040(11)/205/2024)।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা? শূন্যপদ কত রয়েছে? মাসিক মাইনে কত? কিভাবে নিয়োগ দেওয়া হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত কিছু আজকের প্রতিবেদনে উল্লেখ করছি।
Important Dates
| নোটিফিকেশনের তারিখ | 11/01/2025 |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | 07/02/2025 |
নিয়োগকারী দপ্তর : Chittaranjan National Cancer Institute Kolkata (CNCI Kolkata)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
| Post Name | Vacancy |
| Senior Resident | ১৪ টি। |
| Junior Resident | ১৯টি। |
Salary (CNCI Kolkata Senior, Junior Resident Recruitment 2025)
| Post Name | Monthly Salary |
| Senior Resident | 67,700 টাকা। |
| Junior Resident | 56,100 টাকা |
শিক্ষাগত যোগ্যতা
| Post Name | Qualification |
| Senior Resident | PG Degree in the respective discipline, MD in Lab |
| Junior Resident | Medicine/Biochemistry/Microbiology |
বয়সসীমা
Senior Resident পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছর।
এবং Junior Resident পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ 37 বছর হতে হবে।
Read More : কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর নিয়োগ! বেতন, ৭৪,৫০০ টাকা। আবেদন করুন।
How to Apply (CNCI Kolkata Senior, Junior Resident Recruitment 2025)
উপরের দুটি পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে (HFW-46040(11)/205/2024) গুগল ফর্ম দেওয়া আছে সেটা ফিলাপ করে আপনাদের সাবমিট করে দিতে হবে। বিস্তারিত জানার জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
আবেদন ফি
| Category | Fees |
| For UR, EWS and OBC | 200 টাকা। |
| For SC, ST, Female & PWBD | আবেদন ফি লাগবে না। |
| Payment Mode | Online |
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনরকম পরীক্ষা বা ইন্টারভিউ হবে কিনা তা জানার জন্য তাদের নোটিফিকেশনটা ভালো করে পড়ুন। এবং তাদের সরকারি ওয়েবসাইটটি ভিজিট করুন।
Helpline Number
আবেদন প্রার্থীরা আবেদন করার সময় কোন অসুবিধার সম্মুখীন হলে নীচের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। অথবা ই-মেল মারফৎ যোগাযোগ করতে পারেন।
Email: recruitment.cncik@gmail.com
Phone: 033 2324 5015
Important Links
| Official Notification | Download Here |
| Application Form | Click Here |
| Official Website | Click Here |


