Coal India Management Trainee Recruitment 2025 : চাকরী প্রার্থীদের জন্য় সুখবর। কোল ইণ্ডিয়াতে 15/01/2025 একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোল ইণ্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪৩৪টি লোক নেওয়া হচ্ছে। যারা অনলাইনে আবেদন করবেন তারা আমার এই প্রতিবেদনে অনলাইনে কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত পেয়ে যাবেন। ঘরে বসে সবাই আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ কত রয়েছে, মাসিক মাইনে, কিভাবে আবেদন করবেন, নিয়োগ কিভাবে হবে এইসব নিয়েই বিস্তারিত আলোচনা এই প্রতিবেদনে।
Important Dates
আবেদন শুরুর তারিখ | 15/01/2025 (শুরু হয়েছে)। |
আবেদনের শেষ তারিখ | 14/02/2025 (06.00 PM) |
নিয়োগকারী দপ্তর : Coal India Limited (Coal India)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
Post Name | Vacancy |
Community Development | 20 |
Environment | 28 |
Finance | 103 |
Legal | 18 |
Marketing & Sales | 25 |
Materials Management | 44 |
Personnel & HR | 97 |
Security | 31 |
Coal Preparation | 68 |
Salary (Coal India Management Trainee Recruitment 2025)
Post Name | Monthly Salary |
Community Development | 50,000-1,60,000 টাকা। |
Environment | একই বেতন। |
Finance | একই মাইনে। |
Legal | 50,000-1,60,000 টাকা। |
Marketing & Sales | ঐ একই। |
Materials Management | একই বেতন। |
Personnel & HR | মাস মাইনে 50,000-1,60,000 টাকা। |
Security | 50,000-1,60,000 টাকা। |
Coal Preparation | মাসে বেতন 50,000-1,60,000 টাকা। |
শিক্ষাগত যোগ্যতা
Post Name | Qualification |
Community Development | PG Degree or PG Diploma in Community Development/Rural Development/Community Organization & Development Practice & Others |
Environment | Degree in Environmental Engineering or any Engineering Degree with PG Degree/Diploma in Environmental Engineering |
Finance | Qualified CA/ICWA |
Legal | Graduate in Law of 3 years / 5 years’ duration from recognised University/Institute with minimum 60% marks. |
Marketing & Sales | Degree with 2 years MBA / PG Diploma in Management with specialization in Marketing(Major) |
Materials Management | Engineering Degree in Electrical or Mechanical Engineering with 2 years MBA/ PG Diploma in Management |
Personnel & HR | Graduates with at least two years Full Time Post Graduate Degree/PG Diploma/Post Graduate Program in Management with specialization in HR/Industrial Relations/Personnel Management or MHROD or MBA or Master of Social Work with specialization in HR (Major) |
Security | Graduate |
Coal Preparation | B.E./ B.Tech.,/ B.Sc (Engg.) in Chemical/ Mineral Engineering/Mineral & Metallurgical Engineering |
বয়সসীমা
উপরের সব পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর (৩০ সেপ্টেম্বর, ২০২৪) হিসাব অনুযায়ী।
বয়সের ছাড় : সরকারী নিয়ম অনুসারে SC/ST প্রার্থীরা বয়সে ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর এবং PWD Gen(UR) ১০ বছর, PWD OBC (Non-Creamy Layer) – ১৩ বছর এবং PWD SC / ST – ১৫ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। Ex-Servicemen (ESM) সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
Read More : ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সারভিস কমিশনে শূন্যপদে নিয়োগ! বেতন, 58,644 টাকা।
আবেদন ফি (Coal India Management Trainee Recruitment 2025)
Category | Fee |
General (UR)/OBC (Creamy Layer & Non Creamy Layer)/EWS | 1000 টাকা + GST 180 টাকা। মোট- 1,180 টাকা। |
SC / ST / PwBD candidates / Employees of Coal India Limited | আবেদন ফি লাগবে না। |
Payment Mode | অনলাইন। |
How to Apply
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে (Coal India Management Trainee Recruitment 2025) আবেদন করতে হবে। www.coalindia.in এই ওয়েবসাইটে under Career with CIL >>>> Jobs at Coal India section এ গিয়ে আবেদন জানাতে হবে
ডকুমেন্ট কি লাগবে?
(১) রিসেন্ট পাসপার্ট সাইজ কালার ফটোগ্রাফ (jpg/jpeg format তিন সপ্তাহের বেশি হলে চলবে না)।
(২) নিজের স্বাক্ষর (jpg/jpeg format)।
(৩) সব জেরক্স কপিতে নিজের স্বাক্ষর করতে হবে।
(৪) মাধ্যমিক পাশ সার্টিফিকেট।
(৫) গ্রাজুয়েশন/পোষ্ট গ্রাজুয়েশনের মার্কশিট।
(৬) সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট।
(৭) কাস্ট সার্টিফিকেট।
(৮) PWD সার্টিফিকেট।
(৯) EWS Proof সার্টিফিকেট।
(১০) বর্তমানে যারা চাকরি করছেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট (NOC)।
নিয়োগ পদ্ধতি
দুটো পার্টে (Coal India Management Trainee Recruitment 2025) কম্পিউটারে অনলাইনে পরীক্ষা হবে।
1.পার্ট I (100 নম্বর)
১. জেনারেল নলেজ/অ্যাওয়ারনেস।
২. রিজনিং নিউম্যারিকেল অ্যাবিলিটি এবং জেনারেল ইংলিশ।
2. পার্ট II (100 নম্বর)
১. প্রফেশনাল নলেজ (Discipline সম্পর্কিত)
3. CBT Test (Qualifiying Marks)
১. GENERAL (UR) / EWS – Minimum 40 marks in each
paper
২. OBC (Non-Creamy Layer) – Minimum 35 marks in each
paper
3. SC / ST / PwD – Minimum 30 marks in each
paper
Important Links
Coal India Management Trainee (MT) Notification (pdf) | Download Here |
Coal India Management Trainee Online Apply | Click Here |
Official Website | Click Here |