CRPF Recruitment Teacher And Peon 2025: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে শিক্ষক এবং পিওন নিয়োগ! শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

CRPF Recruitment Teacher And Peon 2025: কেন্দ্রীয় সরকারের চাকরীতে যাদের বেশি আগ্রহ এবং যারা সময়ে সময়ে শিক্ষক এবং বিভিন্ন পদে নিয়োগের অপেক্ষায় থাকেন, তাদের জন্য ...

CRPF Recruitment Teacher And Peon 2025
Published On:
Follow
Join
Subscribe

CRPF Recruitment Teacher And Peon 2025: কেন্দ্রীয় সরকারের চাকরীতে যাদের বেশি আগ্রহ এবং যারা সময়ে সময়ে শিক্ষক এবং বিভিন্ন পদে নিয়োগের অপেক্ষায় থাকেন, তাদের জন্য দারুণ একটা চাকরির খবর। সিআরপিএফে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক, পিওন, আয়া প্রভৃতি ১৩টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

শিক্ষক নিয়োগ কিভাবে হবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে, বেতন কত দেবে সরকার, ইন্টারভিউয়ে কোন কোন প্রার্থীদের ডাকা হবে এই সমস্ত বিস্তারিত কেন্দ্রীয় সরকারের চাকরীর একটা দুর্দান্ত প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি।

নিয়োগকারী অফিস: Central Reserve Police Force(CRPF)

পদের নাম (CRPF Recruitment Teacher And Peon 2025)

১) হেডমিস্ট্রেস (Headmistress)।

২) শিক্ষক (Teacher)।

৩) আয়া (Aaya)।

৪) গার্ডেনার/পিওন (Gardener/Peon)।

শূন্যপদের সংখ্যা

১৩টি পদ খালি রয়েছে এখানে। শূন্যপদের বিস্তারিত নীচে দেওয়া হল-

পদের নামশূন্যপদ
Headmistress01
Teacher07
Aaya04
Gardener/Peon01

শিক্ষাগত যোগ্যতা

CRPF এর নোটিফিকেশনটি ভালো করে পড়ুন। সেখানে বিস্তারিত দেওয়া আছে এই বিষয়ে।

বেতনক্রম (CRPF Recruitment Teacher And Peon 2025)

CRPF এর নিয়োগে যে নোটিফিকেশন বের হয়েছে তাতে বেতনক্রম বলা হচ্ছে ৮,০০০ টাকা থেকে ১৫,০০০টাকা পর্যন্ত দেওয়া হবে চাকরী প্রার্থীকে।

Read More: সেন্ট্রাল ওয়াটার কমিশন ১১টা পোষ্টে স্টেনোগ্রাফার নিয়োগ করছে! শুধুমাত্র 12th পাশ যোগ্যতায় আবেদন করুন।

আবেদন ফি

আবেদন ফি সংক্রান্ত কোনো কিছু দেওয়া নেই।

বয়সসীমা

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন বয়স ২১ বছর দেওয়া আছে। 31 March, 2025 অনুযায়ী বয়সটি গণনা করে নিতে হবে।

How to Apply For the Post?

  • CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in প্রবেশ করতে হবে।
  • চেক করতে হবে CRPF এর অফিসিয়াল নোটিফিকেশনটি।
  • টিচার এবং আয়া পদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইটটি থেকে।
  • আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ দেখতে হবে।
  • তারপর প্রিন্ট বার করে সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে সঠিকভাবে নজর রেখে।
  • এবং আবেদনপত্র এবং প্রয়োনজীয় ডকুমেন্টস সহ পাঠিয়ে দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে।
  • শেষে একটি মোবাইল দিয়ে স্ক্রিনশট বা জেরক্স করে রাখতে হবে আবেদনপত্রটি পরে কাজে লাগতে পারে হিসাবে।

অফলাইনে আবেদন পাঠানোর ঠিকানা

অফিসিয়ালি বের হওয়া নোটিফিকেশনে যে ঠিকানাটি দেওয়া আছে সেটি হল-

MONTESSORI SCHOOL OFFICE GROUP CENTER,CENTRAL RESERVE POLICE FORCE,HINGNA ROAD,NAGPUR.

এই পদের নিয়োগ প্রক্রিয়া

  1. শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ হবে।
  2. তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।

Important Dates of CRPF Recruitment

Start Date to Apply Offline25/04/2025
End Date to Apply Offline30/04/2025

Important Links

CRPF Recruitment Teacher And Peon 2025Download Here
Official WebsiteClick Here

CRPF Recruitment Teacher And Peon 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment