Custom Office Recruitment 2025: পুনের কাস্টম কমিশনার অফিসে ‘গ্রুপ সি’ পদের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য, প্রতিভাবান, স্বাস্থ্যবান এরকম ভারতীয় চাকরি প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। চাকরি প্রার্থীরা সীমা শুল্ক বিভাগে চাকরির জন্য আবেদন পাঠাতে পারেন ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে কাস্টম কমিশনারের অফিসে।
সীমা শুল্ক বিভাগে চাকরির জন্য কিছু নিম্নলিখিত নিয়মাবলী আপনাকে অনুসরণ করতে হবে। কাস্টম অফিসে চাকরির নিয়োগের জন্য কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কিভাবে আবেদন করবেন, শুল্ক বিভাগের গাইডলাইন কি আছে, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিন প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ে।
নিয়োগকারী দপ্তর: OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS.
পদের নাম ও শূন্য়পদের সংখ্য়া
পদের নাম | শূন্যপদ |
SEAMAN | 04 |
GREASER | 07 |
TRADESMAN | 03 |
শিক্ষাগত যোগ্যতা (Custom Office Recruitment 2025)
পদের নাম | যোগ্যতা |
SEAMAN | মাধ্যমিক পাশ এবং সীম্যান কাজের অভিজ্ঞতা। |
GREASER | মাধ্যমিক পাশ এবং মেশিনারী মেনটেইন্যান্সের অভিজ্ঞতা। |
TRADESMAN | মাধ্যমিক পাশ এবং আইটিআই (অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং) |
Read More: গার্ডেন রিচ জাহাজ নির্মাণ সংস্থায় সুপারভাইজার নিয়োগ! সাধারণ গ্রাজুয়েট হলেই আবেদন যোগ্য।
উপরোক্ত পদের বেতনক্রম
পদের নাম | মাসে বেতন |
SEAMAN | 18,000-56,900 টাকা বেতন। |
GREASER | 18,000-56,900 টাকা বেতন সঙ্গে গ্রেড পে। |
TRADESMAN | 18,000-56,900 টাকা সঙ্গে গ্রেড পে। |
উপযুক্ত বয়সসীমা কত দেখুন।
পদের নাম | বয়স (সর্বনিম্ন থেকে সর্বোচ্চ) |
SEAMAN | 18-25 (সেন্ট্রাল গভর্মেন্টের নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে)। |
GREASER | 18-25 বছর। |
TRADESMAN | 18-25 বছর বয়স এক্ষেত্রে লাগবে। |
How To Apply For Custom Office Recruitment 2025?
- কাস্টম অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://punecgstcus.gov.in যেতে হবে।
- হোম পেজে সীমা শুল্ক অফিসের বিভিন্ন পদের নোটিফিকেশন বের হয়েছে দেখে নিন।
- ডাউনলোড করে প্রিন্ট করে আবেদনপত্র পূরণ করুন নিজের হাতে।
- সমস্ত কিছু পূরণ করে ফেলুন এবং পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
- আবেদনপত্রের জেরক্স কপি নিয়ে রাখবেন।
ডকুমেন্টস কি লাগবে?
১। নিজের কালার ছবি।
২। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
৩। আইডি কার্ড।
৪। বয়সের প্রমাণপত্র।
৫। কাস্ট সার্টিফিকেট প্রভৃতি।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদন ফর্ম এবং সমস্ত কাগজপত্র জেরক্স করে একটি খামের সাহায্যে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়-
THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS,OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS,4TH FLOOR GST BHAVAN 41/A, PUNE-411001
ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি প্রদান।
এখানে উল্লেখ করা হয়েছে যে, কোনরকম আবেদন ফি লাগবে না চাকরি প্রার্থীদের জন্য।
নিয়োগ পদ্ধতি শুল্ক সীমা অফিসে।
১। লিখিত পরীক্ষা হবে।
২। পার্সোনাল ইন্টারভিউ হবে।
নিয়োগের পর নিয়োগ প্রার্থীদের কাস্ট কমিশনের অফিসের যে কোন জায়গায় পোষ্টিং হতে পারে।
Important Dates
চাকরি প্রার্থীদের দরখাস্ত 10.06.2025 এর আগে অথবা সেই তারিখে পৌঁছতে হবে অফিসের নির্দিষ্ট ঠিকানায়।
Important Links
Official Notification | Download Here |
Custom Office Recruitment 2025 | Click Here |
Official Website | Click Here |